1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নকলে বাধা দেয়ায় শিক্ষককে মারধর!

১৬ মে ২০১৯

পরীক্ষার হলে নকল করতে দেননি শিক্ষক৷ আর তাতে ক্ষিপ্ত হয়ে সেই শিক্ষককে মারধর করেছেন সেই শিক্ষার্থী৷ এরকম এক ভিডিও অনেকেই শেয়ার করেছেন ফেসবুকে৷

প্রতীকী ছবিছবি: Imago/photothek/U. Grabowsky

ঘটনা পাবনার শহীদ বুলবুল কলেজের৷ সেখানে এইচএসসি পরীক্ষা চলাকালে ডিউটি করেছিলেন প্রভাষক মাসুদুর রহমান৷ ৬ মে পরীক্ষা চলাকালে তিনি দুই শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার সময় হাতেনাতে ধরে ফেলেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন৷

সেই ঘটনায় ক্ষিপ্ত শিক্ষার্থীরা গত ১২ মে শিক্ষককে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে৷ ইতোমধ্যে মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে৷ অনেকেই শিক্ষকের গায়ে হাত তোলার তীব্র সমালোচনা করেছেন৷ মো. শিহাবুর রহমান নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘‘(এই ঘটনা) জাতির জন্য লজ্জাজনক৷ অবিল‌ম্বে অপরাধী‌দের শা‌স্তি নি‌শ্চিত কর‌তে হ‌বে৷’’

এদিকে, শিক্ষকের উপর হামলাকারীরা ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছে একাধিক স্থানীয় সংবাদমাধ্যম৷ বাংলাদেশে ডয়চে ভেলের পার্টনার বাংলা ট্রিবিউন লিখেছে, ‘‘অভিযোগ রয়েছে অসদুপায় অবলম্বন করা ওই দুই শিক্ষার্থী পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের ছাত্রলীগের সভাপতি জুন্নুনের কর্মী৷ সিসিটিভির ফুটেজে হামলার সময় জুন্নুনকেও ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা গেছে৷’’

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ