1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নকল করে ডক্টরেট উপাধি হারালেন তারকা রাজনীতিক

১৬ জুন ২০১১

৪০ বছর বয়স্ক জার্মান তারকা রাজনীতিক সিলভানা কখ মেয়ারিন নিজের নামের আগে আর ‘ডক্টর’ লিখতে পারবেন না৷ বিশ্ববিদ্যালয় তাঁর এই উপাধি কেড়ে নিয়েছে৷

ARCHIV: FDP-Europapolitikerin Silvana Koch-Mehrin in Berlin bei der Vorstellung ihres neuen Buches "Schwestern - Streitschrift fuer einen neuen Feminismus" (Foto vom 16.04.07). Koch-Mehrin tritt von allen Aemtern zurueck. Das teilte ein Sprecher der Europapolitikerin am Mittwochabend (11.05.11) in Bruessel mit. (zu dapd-Text) Foto: Michael Kappeler/dapd
সিলভানা কখ মেয়ারিনছবি: dapd

চলচ্চিত্র জগতের মতো না হলেও রাজনীতি জগতেও কিছু তারকা উদয় হয় বৈকি৷ কিন্তু প্রায়ই দেখা যায় তারকার উত্থান যত চমকপ্রদ হয়, তার পতনও হয় তেমন নাটকীয় ভাবে৷ জার্মানি পর পর এমন দুটি ঘটনার সাক্ষী হলো৷ দুটি ক্ষেত্রেই তরুণ ও সম্ভাবনাময় দুই তারকার পতন ঘটলো ডক্টরেট থিসিস নকল করার বিষয়টি জনসমক্ষে আসায়৷ প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী কার্ল টেওডোর সু গুটেনব্যার্গ'এর পর বুধবার ইউরোপীয় পার্লামেন্টের অন্যতম ডেপুটি স্পিকার সিলভানা কখ মেয়ারিন নিজের নামের আগে ‘ডক্টর' লেখার অধিকার হারালেন৷

বিশ্ববিদ্যালয় ডক্টরেট উপাধি কেড়ে নিলেও দমে যাবার পাত্রী নন সিলভানাছবি: picture alliance / dpa

নকল করার অভিযোগ খতিয়ে দেখে হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয় বুধবার জানায় যে কখ মেয়ারিন'এর থিসিসের একটা বড় অংশই অন্যান্য লেখা থেকে নকল করা হয়েছে৷ ২০০০ সালে তিনি ডক্টরেট উপাধি অর্জন করেছিলেন৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর গত ১১ই মে ৪০ বছর বয়স্ক কখ মেয়ারিন ইউরোপীয় পার্লামেন্টে সংসদীয় দলের প্রধান, ডেপুটি স্পিকার হিসেবে ও জার্মানিতে উদারপন্থী দলের পরিচালক মণ্ডলী থেকে পদত্যাগ করেন৷

বিশ্ববিদ্যালয় ডক্টরেট উপাধি কেড়ে নিলেও দমে যাবার পাত্রী নন সিলভানা৷ তিনি প্রশ্ন তুলেছেন, থিসিস হয়তো তিনি ভালো লেখেন নি, কিন্তু ১১ বছর আগে তাঁকে ডক্টরেট উপাধি দেবার সময় বিশ্ববিদ্যালয় তো সবকিছু দেখেশুনেই সিদ্ধান্ত নিয়েছিল৷

ফয়সালা যাই হোক না কেন, বাস্তব সত্য হলো জার্মানির দুই সম্ভাবনাময় তরুণ নেতা ও নেত্রীকে আপাতত ক্ষমতার বলয় থেকে বিদায় নিতে হল৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ