নকল করে ডক্টরেট উপাধি হারালেন তারকা রাজনীতিক
১৬ জুন ২০১১চলচ্চিত্র জগতের মতো না হলেও রাজনীতি জগতেও কিছু তারকা উদয় হয় বৈকি৷ কিন্তু প্রায়ই দেখা যায় তারকার উত্থান যত চমকপ্রদ হয়, তার পতনও হয় তেমন নাটকীয় ভাবে৷ জার্মানি পর পর এমন দুটি ঘটনার সাক্ষী হলো৷ দুটি ক্ষেত্রেই তরুণ ও সম্ভাবনাময় দুই তারকার পতন ঘটলো ডক্টরেট থিসিস নকল করার বিষয়টি জনসমক্ষে আসায়৷ প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী কার্ল টেওডোর সু গুটেনব্যার্গ'এর পর বুধবার ইউরোপীয় পার্লামেন্টের অন্যতম ডেপুটি স্পিকার সিলভানা কখ মেয়ারিন নিজের নামের আগে ‘ডক্টর' লেখার অধিকার হারালেন৷
নকল করার অভিযোগ খতিয়ে দেখে হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয় বুধবার জানায় যে কখ মেয়ারিন'এর থিসিসের একটা বড় অংশই অন্যান্য লেখা থেকে নকল করা হয়েছে৷ ২০০০ সালে তিনি ডক্টরেট উপাধি অর্জন করেছিলেন৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর গত ১১ই মে ৪০ বছর বয়স্ক কখ মেয়ারিন ইউরোপীয় পার্লামেন্টে সংসদীয় দলের প্রধান, ডেপুটি স্পিকার হিসেবে ও জার্মানিতে উদারপন্থী দলের পরিচালক মণ্ডলী থেকে পদত্যাগ করেন৷
বিশ্ববিদ্যালয় ডক্টরেট উপাধি কেড়ে নিলেও দমে যাবার পাত্রী নন সিলভানা৷ তিনি প্রশ্ন তুলেছেন, থিসিস হয়তো তিনি ভালো লেখেন নি, কিন্তু ১১ বছর আগে তাঁকে ডক্টরেট উপাধি দেবার সময় বিশ্ববিদ্যালয় তো সবকিছু দেখেশুনেই সিদ্ধান্ত নিয়েছিল৷
ফয়সালা যাই হোক না কেন, বাস্তব সত্য হলো জার্মানির দুই সম্ভাবনাময় তরুণ নেতা ও নেত্রীকে আপাতত ক্ষমতার বলয় থেকে বিদায় নিতে হল৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আরাফাতুল ইসলাম