1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নকল করে ‘ডক্টরেট’ হারালেন আরেক জার্মান রাজনীতিক

১৪ জুলাই ২০১১

আবারও নকল করে ‘ডক্টরেট’ উপাধি হারানোর ঘটনা৷ স্থান আবারও জার্মানি৷ এবারকার রাজনীতিবিদ ইয়র্গো শাৎসিমারকাকিস৷ সরকারি জোটের শরিক দল এফডিপির নির্বাহী কমিটির সদস্য তিনি৷ সেই সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যও৷

EU Parlamentarier Jorgo Chatzimarkakis Der Fotograf ist Petr Stojanovski. Die Bilder sind am 18.02.10 in Skopje, Mazedonien aufgenommen.
ইয়র্গো শাৎসিমারকাকিসছবি: Petr Stojanovski

শুরুটা হয়েছিল জার্মানির সাবেক প্রতিরক্ষামন্ত্রী কার্ল টেওডোর সু গুটেনব্যার্গকে দিয়ে৷ এরপর ডক্টরেট ডিগ্রি হারিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট সিলভানা কখ মেয়ারিন৷

শাৎসিমারকাকিসের ডক্টরেট বাতিল করেছে বন বিশ্ববিদ্যালয়৷ ডিন গ্যুন্থার শ্যুলজ বলছেন, এই রাজনীতিক তার পিএইচডি থিসিসের অর্ধেকেরই বেশি নিয়েছেন অন্যের লেখা থেকে৷ যে জন্য তাঁকে পিএইচডি ডিগ্রি দেয়া যায় না৷

শ্যুলজ বলেন, এফডিপির এই নেতা তার থিসিসের যে জায়গায় অন্যের লেখা ব্যবহার করেছেন সেখানে কোটেশন চিহ্ন দেননি৷ যে কারণে মনে হয় যেন ঐ অংশটুকু তাঁর নিজের লেখা৷ অবশ্য শ্যুলজ বলেছেন, শাৎসিমারকাকিস থিসিসের শেষে ফুটনোটে অন্যের কাছ থেকে নেয়া লেখার কথা উল্লেখ করেছেন৷

আর এখানেই আর সবার চেয়ে ব্যতিক্রম শাৎসিমারকাকিস৷ তিনি অন্তত নকলের কথা গোপন করেননি৷

বন বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে জার্মান এই রাজনীতিক ‘কঠোর' বলে মন্তব্য করেছেন৷ তবে এই ঘটনা যে ইচ্ছাকৃত ছিলনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে স্বস্তিও প্রকাশ করেছেন শাৎসিমারকাকিস৷

উল্লেখ্য, একে একে ডক্টরেট উপাধি হারিয়ে রাজনীতির মাঠ থেকে কিছুদিনের জন্য হলেও দূরে সরে যেতে হচ্ছে জার্মান রাজনীতিবিদদের৷ এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল সাবেক প্রতিরক্ষামন্ত্রী গুটেনব্যার্গের পদত্যাগ৷ ৩৮ বছর বয়সি এই স্মার্ট রাজনীতিবিদকে ভবিষ্যতের চ্যান্সেলর হিসেবে দেখছিলেন অনেকেই৷ কিন্তু নকলের ঘটনা প্রমাণ পাওয়ার পর তাঁকে মন্ত্রীর পদ ছাড়তে হয়েছে৷

অন্যদিকে সিলভানা কখ-মেয়ারিন তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠার পরপরই ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ও জার্মানিতে উদারপন্থী দলের পরিচালক মণ্ডলী থেকে পদত্যাগ করেছিলেন৷

এদিকে লোয়ার স্যাক্সনি রাজ্যের সংস্কৃতিমন্ত্রী বেয়ার্নড আলথুসমান ও এফডিপি দলের সাংসদ মার্গারিটা মাথিওপুলসের বিরুদ্ধেও পিএইচডি থিসিস নকলের অভিযোগ উঠেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ