দুই তরুণের বন্দুক নিয়ে বিমানবন্দরে ঢোকার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফ্রান্সের শার্ল দ্য গল বিমানবন্দরে৷ এ ঘটনায় বিমানবন্দরটিতে প্রায় ৪৫ মিনিট বিমান ওঠানামা বন্ধ ছিল৷
বিজ্ঞাপন
বুধবার স্থানীয় সময় সকালের এ ঘটনা সম্পর্কে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, স্থানীয় পুলিশ এ দুই তরুণকে আটক করেছে৷ তবে তাদের কাছ থেকে উদ্ধার করা বন্দুকগুলো আসল নয়৷ এ ধরনের বন্দুকের গুলিতে মৃত্যু ঝুঁকি নেই৷
বিমান বন্দরের এক যাত্রী ঐ তরুণদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে ধারণা করে বিমানবন্দরের নিরাপত্তা সংকেত বাজায়৷ এ সময় পুরো বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন এ দুই ব্যাক্তিকে আটক করে এবং বাড়তি নিরাপত্তার প্রয়োজনে বিমান বন্দরের দুই নম্বর টার্মিনাল থেকে যাত্রীদের সরিয়ে নেয়৷ স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে তাদের আটক করা হয় বলে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন৷
একেবারে আসল পিস্তলের মতো দেখতে খেলনা পিস্তল নিয়েও বিমান বন্দরে প্রবেশ করা নিষেধ৷ সে কারণেই দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে৷
গত কয়েক বছরে ফ্রান্সে উগ্র ইসলামপন্থিদের বেশ কয়েকটি হামলা হয়েছে৷ হামলাগুলোয় কয়েকশ’ মানুষ হতাহত হয়েছে৷ তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে দেশটিতে৷
জঙ্গি হামলার আশঙ্কায় আইফেল টাওয়ারকে ঘিরে কর্মযজ্ঞ
২০১৫ থেকে কয়েকটি জঙ্গি হামলার কারণে ফ্রান্স খুব সতর্ক৷ তাই নিরাপত্তার মোড়কে ঘিরে রাখা হচ্ছে প্যারিস শহরকে৷ বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম আইফেল টাওয়ারকেও তাই আঁটোসাঁটো নিরাপত্তায় রাখতে চেষ্টার ত্রুটি নেই৷
ছবি: Getty Images/AFP/L. Marin
ফ্রান্সের প্রতীক
১,০৬৩ ফুট উঁচু আইফেল টাওয়ার ফ্রান্সের অন্যতম প্রতীক৷ সম্ভাব্য জঙ্গি আক্রমণ থেকে রক্ষা করতে এর চারপাশে বেষ্টনি দেওয়ার জোরদার কাজ চলছে৷ মোটা বুলেট প্রুফ কাঁচ দিয়ে ঘিরে ফেলা হচ্ছে চারপাশ৷
ছবি: Getty Images/AFP/P. Lopez
কাঁচে সুরক্ষা
বুলেটপ্রুফ কাঁচ ৬ দশমিক ৫ সেন্টিমিটার মোটা৷ টাওয়ারের অন্তত দু’দিকে এই কাঁচের বেড়া দেওয়া হবে– নদীর দিকের ব্রঁলি বুলেভার্ড এবং অ্যাভিনিউ গুস্তাভ আইফেল৷ এই বেষ্টনিই টাওয়ারটিকে একটি পার্ক থেকে আলাদা করছে৷
ছবি: Reuters/B. Tessier
ধাতুর প্রাচীর
টাওয়ারের দুই দিক বাঁকানো ধাতুর কাঁটা দিয়ে বেড়া দেওয়া হচ্ছে৷ এই বেড়া ৩ দশমিক ২৪ মিটার উঁচু৷ .
ছবি: Reuters/B. Tessier
কঠোর নিরাপত্তা বলয়
একসময় পর্যটকরা কোনও বাধা ছাড়াই সরাসরি এই অত্যাশ্চর্য আইফেল টাওয়ারের কাছে পৌঁছাতে পারতো৷ কিন্তু ২০১৫ সালের পর থেকে এসব ব্যাপারে ফ্রান্স এখন খুবই কঠোর৷ লাগাতার জঙ্গি হামলার ফলে ২৪০ জন মানুষ মারা গিয়েছেন ফ্রান্সে৷ তাই এই কঠোর নিরাপত্তা৷
ছবি: Getty Images/AFP/P. Lopez
নির্মাণের পথে
৩৫ মিলিয়ন ইউরোর একটি সুরক্ষা প্রকল্পের অংশ হিসেবেই আইফেল টাওয়ারের একপাশের এই বুলেট প্রুফ কাঁচের বেড়ার কাজ চলছে৷
ছবি: Getty Images/AFP/P. Lopez
কঠোর পাহারা
নতুন বেড়ার যে কাজ চলছে, তাতে রীতিমতো নজরদারিও চলছে৷ নিরাপত্তা বাহিনী টাওয়ার এবং সংলগ্ন এলাকা সর্বদাই পাহারা দিয়ে চলেছে৷ টাওয়ারের নিচের আঙিনাকে ২০১৬ থেকে সাময়িক বেড়া দিয়ে সুরক্ষিত রাখার কাজ চলেছে৷
ছবি: Getty Images/AFP/P. Lopez
উৎসাহীর চাপ
অত্যুৎসাহী পর্যটকদের নিয়েই ভয়! তাঁদের উৎসাহ যেন কখনোই এই অত্যাশ্চর্য আইফেল টাওয়ারের প্রাচীরকে ক্ষতবিক্ষত না করে! এমনিতে সবসময়ই প্রচুর ভিড়ের চাপ সামলাতে হয় এই এলাকাকে৷ এই ২০১৮তে মোট ৭ মিলিয়ন পর্যটক আইফেল টাওয়ার দেখবেন৷
ছবি: Getty Images/AFP/P. Lopez
নিরাপত্তার প্রাচীর
আশা করা যায়, নিরাপত্তারক্ষীদের এই প্রাচীর গঠনের কাজ জুলাইয়ের মাঝখানে শেষ হবে৷ ৩০০ মিলিয়ন ইউরো ব্যয়ে আইফেল টাওয়ার পুনর্গঠনের জন্য প্রকল্পের অংশ এটি৷ ২০২৪ সালে প্যারিসে আয়োজিত অলিম্পিকের সময় আশা করা যায় বেশিরভাগ কাজেই শেষ হয়ে যাবে৷
ছবি: Reuters/B. Tessier
গোড়ার কথা
গুস্তাভ আইফেলের নাম অনুসারে দেওয়া হয়েছে এই টাওয়ারের নাম ১৮৮৭-৮৯ সালে তাঁরই কোম্পানি এই টাওয়ারের নকশা করে এবং তৈরি করে৷ ফরাসী বিপ্লবের ১০০ তম বার্ষিকী চিহ্নিত করে এই আইফেল টাওয়ার৷