1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নকল বন্দুকের কারণে ফ্রান্সের বিমানবন্দরে আতঙ্ক! 

২৬ ডিসেম্বর ২০১৮

দুই তরুণের বন্দুক নিয়ে বিমানবন্দরে ঢোকার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফ্রান্সের শার্ল দ্য গল বিমানবন্দরে৷ এ ঘটনায় বিমানবন্দরটিতে প্রায় ৪৫ মিনিট বিমান ওঠানামা বন্ধ ছিল৷

Frankreich | Flughafen Charles de Gaulle Terminal 2
ছবি: Getty Images/A. Antoniol

বুধবার স্থানীয় সময় সকালের এ ঘটনা সম্পর্কে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, স্থানীয় পুলিশ এ দুই তরুণকে আটক করেছে৷ তবে তাদের কাছ থেকে উদ্ধার করা বন্দুকগুলো আসল নয়৷ এ ধরনের বন্দুকের গুলিতে মৃত্যু ঝুঁকি নেই৷ 

বিমান বন্দরের এক যাত্রী ঐ তরুণদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে ধারণা করে বিমানবন্দরের নিরাপত্তা সংকেত বাজায়৷ এ সময় পুরো বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন এ দুই ব্যাক্তিকে আটক করে এবং বাড়তি নিরাপত্তার প্রয়োজনে বিমান বন্দরের দুই নম্বর টার্মিনাল থেকে যাত্রীদের সরিয়ে নেয়৷ স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে তাদের আটক করা হয় বলে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন৷

একেবারে আসল পিস্তলের মতো দেখতে খেলনা পিস্তল নিয়েও বিমান বন্দরে প্রবেশ করা নিষেধ৷ সে কারণেই দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে৷


গত কয়েক বছরে ফ্রান্সে উগ্র ইসলামপন্থিদের বেশ কয়েকটি হামলা হয়েছে৷  হামলাগুলোয় কয়েকশ’ মানুষ হতাহত হয়েছে৷ তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে দেশটিতে৷


আরআর/এসিবি (এফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ