1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নগ্ন মূর্তি ঢেকে বিপাকে ইটালি

২৭ জানুয়ারি ২০১৬

ইটালির সরকারপ্রধান মাটেও রেনজি এখন আছেন চরম বিপাকে৷ ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানির সফরকালে নগ্ন মূর্তিগুলো ঢেকে রেখেছিল সেদেশের এক মিউজিয়াম৷ আর তাতেই যত সমালোচনা৷

Italien Staatsbesuch Hassan Rohani Verhüllung nackter Statuen
ছবি: picture-alliance/dpa/G. Lami

রোহানি এবং রেনজি গত সোমবার রোমের কোপিটোলিন মিউজিয়ামে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন৷ দু'দেশের এই উষ্ণ সম্পর্ক যখন প্রশংসিত হচ্ছিল, তখনই প্রকাশ হয় আরেক খবর৷ মঙ্গলবার সংবাদমাধ্যমে প্রকাশ হয়, মিউজিয়ামটির নগ্ন মূর্তিগুলো নাকি ঢেকে রাখা হয়েছিল ইরানের প্রেসিডেন্টের সফরকালে৷ উদ্দেশ্য, ইরানের অতিথিদের অসন্তুষ্ট না করা!

মুলধারারা গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমেও এই নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা৷ টুইটার ব্যবহারকারী মাটেও আলবেনিয়া মূর্তি ঢেকে রাখার একটি ছবি প্রকাশ করেছেন৷

সাংবাদিক সোহেল আসেফি অবশ্য বিকল্প এক উপায়ের কথা জানিয়েছেন টুইটারে৷ তাঁর মতে, মূর্তিগুলো না ঢেকে অন্য কিছুও ঢাকা যেত৷ নীচে দেখুন তিনি যা বোঝাতে চেয়েছেন:

মিউজিয়ামটিতে থাকা নগ্ন মূর্তির কিছু ছবি প্রকাশ করা হয়েছে ফলোয়িং হার্ডিয়ান নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে৷

প্রসঙ্গত, মূর্তি ঢাকার খবরে ইটালির রাজনৈতিক মহলও উত্তপ্ত হয়ে উঠেছে৷ দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইটালির সংস্কৃতিকে ‘‘সারেন্ডার'' করানোর অভিযোগ এনেছে বিরোধী দল৷ এদিকে, তুর্কি সাংবাদিক মুস্তফা ইদিব ইলমাজ দাবি করেছেন, মূর্তি ঢাকতে নাকি কোনোরকম অনুরোধ জানানো হয়নি ইরানের তরফ থেকে৷ তবে সেটা করায় তারিফ করেছে দেশটি৷

উল্লেখ্য, বুধবার প্যারিস সফর করেন রোহানি৷ ফরাসি ব্যবসায়ীরা ইটালির মতোই সেদেশের সঙ্গে ব্যবসায়িক বিভিন্ন চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছেন, কেননা বর্তমানে পশ্চিমাদের সঙ্গে ইরানের সম্পর্ক উষ্ণ পর্যায়ে রয়েছে৷

এআই/জিডি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ