1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নজরদারির পরিণতি মারাত্মক হতে পারে

আন্দ্রেয়া কাসিকে/এসবি২৮ এপ্রিল ২০১৭

স্মার্টফোন চালু রয়েছে, ফেসবুকে লাইক করা হচ্ছে, অ্যাপ ডাউনলোড করে তাতে নিজের সম্পর্কে অনেক তথ্য জমা দিতে হচ্ছে৷ ফলে আমরা নিজেরাই নিজেদের নজরদারির পথ সুগম করে দিচ্ছি৷ কিন্তু এর পরিণাম কী?

Deutschland Cebit Hannover 2017
ছবি: DW/M. Rohwer-Kahlmann

২০১২ সালে চীনা শিল্পী আই ওয়েইওয়েই যখন বেইজিং শহরে গৃহবন্দি হয়েছিলেন, কর্তৃপক্ষ ১৫টি ক্যামেরা বসিয়ে তাঁর উপর নজর রাখতো৷ পরে তিনি নিজে সেই ক্যামেরাগুলির কয়েকটি কিনে নিয়ে ২৪ ঘণ্টা ধরে নিজের গতিবিধির ছবি তুলেছেন৷ তারপর নিজের উপর নজরদারির সেই ছবি ইন্টারনেটে প্রকাশ করে বিষয়টির প্রতি তাচ্ছিল্য দেখিয়েছেন৷ ফটোগ্রাফি মিউজিয়ামের কিউরেটর ইয়ুকিকো ইয়ামাগাটা বলেন, ‘‘আসলে দৈনন্দিন জীবনে ক্যামেরার অস্তিত্ব সম্পর্কে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি, বিশেষ করে জাতীয় নিরাপত্তার প্রেক্ষাপটে৷ এই মাত্রার নজরদারির সপক্ষে যুক্তি খাড়া করা হয়৷ এই প্রদর্শনিতে দর্শকদের অধিকারের পরিপ্রেক্ষিতে নজরদারির পরিণতি সম্পর্কে ভাবনাচিন্তা করার আহ্বান জানানো হয়৷'' 

আজকাল ড্রোন ক্যামেরার মাধ্যমে প্রতিদিন বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ছবি তোলা হচ্ছে৷ বেসামরিক সংস্থা বা সামরিক বাহিনী সেগুলি পরিচালনা করে৷ সেই ছবির ভুল মূল্যায়ন মারাত্মক পরিণতি এনে দিতে পারে৷ যেমনটা ২০১১ সালে ইয়েমেনে ঘটেছিল৷ এক মার্কিন ড্রোন হামলায় ১২ জন নিহত হয়েছিল৷ সন্ত্রাসবাদী সন্দেহে তাদের উপর হামলার পর জানা গেল, তারা আসলে বিয়ের অনুষ্ঠানের কারণে একত্র হয়েছিল৷

এই ‘কোলল্যাটারাল ড্যামেজ' বিষয়টির উপর ভিত্তি করে বেলজিয়ামের শিল্পী টোমাস ফান উটরিয়েভ একটি ইনস্টলেশন গড়ে তুলেছেন৷ তিনি নিজের এক ক্যামেরা লাগানো ড্রোন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ভ্রমণ করেছেন৷ তাঁর তোলা ছবিগুলি কিন্তু মোটেই বিচ্ছিন্ন নয়৷ একদল মানুষ খেলাধুলা করছে অথবা প্রার্থনা করছে, নির্দিষ্ট কিছু জায়গায় তাদের দেখা যাচ্ছে৷ পাকিস্তান বা ইয়েমেনে যেমন মার্কিন ড্রোন হামলায় ভুলে মানুষ নিহত হয়, ঠিক সেরকম পরিস্থিতি দেখানো হচ্ছে৷

তবে সব ক্ষেত্রে বিষয়টি জীবন-মরণের প্রশ্ন নয়৷ শিল্পীরা ছবি বাছাইয়ের ক্ষেত্রে আরও নিপুণ দৃষ্টি নিক্ষেপ করছেন৷ যেমন পাওলো চিয়েরো গুগল স্ট্রিট ভিউ-এর ছবি ব্যবহার করেন৷ মানুষের ছবি স্ক্যান করে তিনি আসল জায়গায় সেই সব ছবির পোস্টার লাগান৷ সেগুলিকে তিনি ‘স্ট্রিট গোস্ট' বলেন৷ গোটা বিশ্বের অনেক বড় শহরে সেগুলি শোভা পাচ্ছে৷ ইন্টারনেটের ছবির মতো সেগুলি ‘অমর' হয়ে থাকে না, কাগজ দিয়ে তৈরি বলে নষ্ট হয়ে যায়৷ সি ও বার্লিনের কিউরেটর আন-ক্রিস্টিন ব্যারট্রঁ বলেন, ‘‘দেখা যাচ্ছে, নজরদারি আমাদের দৈনন্দিন জীবনযাত্রার উপর থাবা বসাচ্ছে৷ স্মার্টফোন, সব সময়ে শেয়ার করার প্রবণতা, অ্যাপ ডাউনলোড করে আমরা নিজেদের সম্পর্কে তথ্য পাঠিয়ে চলেছি৷ আমার মনে হয়, নজরদারি এর মধ্যে আমাদের দৈনন্দিন সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছেএবং অনেকেই বিষয়টি সম্পর্কে সচেতন নয়৷''

প্রতিদিন আমরা কীভাবে নজরদারির কোপে পড়ছি, এই প্রদর্শনী তা স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে৷ এবং এ বিষয়ে আমরা সচেতন নই৷ কিন্তু ‘বিগ ডেটা' সম্পর্কে আমাদের ভয় থাকা উচিত বৈকি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ