1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নজরদারি সম্পর্কে আমরা কতটা সচেতন?

২৪ এপ্রিল ২০১৭

নজরদারি আজ সর্বত্র৷ রাষ্ট্র তথা গোয়েন্দা সংস্থার কার্যকলাপ থেকে শুরু করে মোবাইল, ইন্টারনেটসহ অনেক পরিষেবার মধ্যেই লুকিয়ে রয়েছে নজরদারির বীজ৷ এক প্রদর্শনীতে নজরদারির বিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে৷

ছবি: Edu Bayer

নজরদারি আজ সর্বত্র৷ রাষ্ট্র তথা গোয়েন্দা সংস্থার কার্যকলাপ থেকে শুরু করে মোবাইল, ইন্টারনেটসহ অনেক পরিষেবার মধ্যেই লুকিয়ে রয়েছে নজরদারির বীজ৷ এক প্রদর্শনীতে নজরদারির বিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে৷

বাড়িঘর থেকে শুরু করে প্রকাশ্য স্থান – নানা স্তরে নজরদারির ব্যবস্থা রয়েছে৷ মোবাইল ফোন আমাদের অবস্থান জানিয়ে দেয়, গুগল ব্যবহার করলেই আমাদের ডিজিটাল পরিচয়ের ‘প্রোফাইল'-এ তা যোগ হয়৷ সাধারণ মানুষ থেকে রাজনীতিক, সবাই নিজেদের সম্পর্কে তথ্যের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে৷

বার্লিনে এক ছবি প্রদর্শনীর বিষয় – কে, কার উপর, কেন নজরদারি চালাচ্ছে? সত্তরের দশকে দেখা যেত, একজন লোক অসংখ্য মনিটারের সামনে বসে আছে৷ কিন্তু একসঙ্গে এত ছবির উপর নজর রাখা কি সম্ভব? কোনো অপরাধ চোখে পড়লেও ততক্ষণে যা হবার তা হয়ে যায়৷ নজরদারি ক্যামেরার চোখে ব্যাংক ডাকাতির কিছু দৃশ্যও শোভা পাচ্ছে৷ এর মধ্যে প্রযুক্তির যথেষ্ট উন্নতি হয়েছে৷

ইউরোপীয় সীমা সুরক্ষা প্রতিষ্ঠান ‘ফ্রন্টেক্স' ভূমধ্যসাগর এলাকায় আকাশপথে টহল দেয়৷ শক্তিশালী এইচডি ক্যামেরার সাহায্যে শরণার্থীদের নৌকা শনাক্ত করে সেগুলিকে দৃশ্যমান করে তোলার ব্যবস্থা আছে এসব বিমানে৷ এই প্রযুক্তি অবশ্য সীমা সুরক্ষা কর্মীদের সঙ্গে পলাতক মানুষদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করে৷ ইয়ুলিয়ান ব়্যোডার তাঁর ছবিতে এই বিষয়টিকেই তুলে ধরতে চেয়েছেন৷ তিনি বলেন, ‘‘কোনো সীমান্তরক্ষী যখন সরাসরি কোনো ব্যক্তির মুখোমুখি হন, সেই বিষয়টি সে সময়ে আমার সবচেয়ে বেশি চোখে পড়েছিল৷ কারণ, তাদের মধ্যে দূরত্ব ভীষণভাবে বাড়িয়ে রাখা হয়েছে৷ এত বেশি প্রযুক্তি ও ব্যবধান রয়েছে, যা ক্যামেরার মাধ্যমে ঘোচানোর চেষ্টা হয়৷''

নজরদারি চিরকালই চলে আসছে৷ আদি যুগে শুধু ঈশ্বরের কথাই বলা হতো৷ কোনো প্রযুক্তি ছাড়াই তিনি নাকি সবকিছু দেখে চলেছেন৷ প্রকৃতির কোলেও মানুষকে সতর্ক থাকতে হয়৷ ষোড়শ শতাব্দীর ডাচ ভাষার এক প্রবাদ বলে, ‘মাঠের চোখ আছে, জঙ্গলের কান আছে'৷ একদল নজরদারির শিকার হবার ভয়ে থাকেন, অন্যরা আবার ভয় পেয়ে নিজেরাই নজরদারি চালান৷

এক কাউন্ট কাল্পনিক নজরদারি যন্ত্র তৈরি করিয়েছিলেন৷ অথচ তার সঙ্গে আজকের সিস্টেমের অবিশ্বাস্য মিল রয়েছে৷ নজরদারির ক্ষেত্রে এই বিশালাকার রাডার স্টেশন আরও এক পদক্ষেপ৷ ফটোগ্রাফি মিউজিয়ামের কিউরেটর ইয়ুকিকো ইয়ামাগাটা বলেন, ‘‘আমার মনে হয়, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে সরকারি সংস্খাগুলির নজরদারির ক্ষমতা বেড়ে চলায় বিষয়টি ক্রমশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে৷ সন্ত্রাসবাদ ও চরম হিংসার কারণে সাধারণ মানুষের মনে যে ভয় ও আতঙ্ক জন্মাচ্ছে, তার ফলে এমন নজরদারি সবাই মেনেও নিচ্ছে৷''

সে কারণে নিউ ইয়র্ক শহরে মুসলিমদের উপর বছরের পর বছর ধরে নজরদারি চালানো হয়েছিল৷ সংবাদ সংস্থা এপি ২০১১ সালে পুলিশের এক গোপন বিশেষ ইউনিটের নথিপত্র প্রকাশ করে৷ বাজার করা, নামাজ পড়া, খেলাধুলার মতো সাধারণ কার্যকলাপও সেই ব্যবস্থার নজর এড়ায়নি৷ এর ফলে ভয় ও সন্দেহের একটা কঠিন পরিবেশ তৈরি হয়েছিল৷

কমিউনিস্ট পূর্ব জার্মানি ছিল এক নজরদারি-কেন্দ্রিক রাষ্ট্র৷ ‘স্টাসি' বা রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সংগ্রহশালা এমন দৈনন্দিন কার্যকলাপের নথিপত্রে ভরা৷ সেই জমানায় চিঠিপত্র পেলে যে কেউ সন্দেহের পাত্র হয়ে উঠতো৷

আন্দ্রেয়া কাসিকে/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ