1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুনদিল্লিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ম্যাচগুলো হুমকির মুখে

২৮ ডিসেম্বর ২০০৯

নতুনদিল্লির পিচ খেলার অনুপযুক্ত বিবেচিত হওয়ায় ভারত-শ্রীলঙ্কার একদিনের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণার পর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার ফলে দু হাজার এগারো সালে ভারতীয় রাজধানীতে অনুষ্ঠেয় বিশ্বকাপের ম্যাচগুলোই এখন হুমকির মুখে৷

এরই পরিপ্রেক্ষিতে, ভারতের শীর্ষ ক্রিকেট কর্মকর্তারা অপেক্ষা করছেন ঐ ম্যাচের ওপর একটি রিপোর্টের জন্য৷

পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি রবিবার পরিত্যক্ত ঘোষিত হয় তেইশ দশমিক তিন ওভার বলের পর৷ রেফারি এ্যালান হার্স্ট ফিরোজশাহ কোটলা স্টেডিয়ামের উইকেটকে বিপজ্জনক বলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছিলেন৷

অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার হর্স্ট আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর কাছে ম্যাচটি সম্পর্কে এখন একটি গোপন রিপোর্ট দেবেন- যার ভিত্তিতে বিশ্বকাপের ভেনু হিসেবে নতুনদিল্লির ভাগ্য নির্ধারিত হবে৷ নিয়মিত টেস্ট ভেনু কোটলাতে বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হওযার কথা৷ বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করছে ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা৷ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে দু হাজার এগারো সালের ফেব্রুয়ারি-মার্চে৷

প্রতিবেদক: আবদুস সাত্তার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ