1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুনদিল্লিতে ভারত-চীন প্রধানমন্ত্রীদ্বয়ের বৈঠকে সহযোগিতার বার্তা

১৬ ডিসেম্বর ২০১০

বৃহস্পতিবার নতুনদিল্লিতে ভারত ও চীনের প্রধানমন্ত্রী স্তরে বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে আলোচনার মাধ্যমে সীমান্ত বিরোধসহ বিভিন্ন বকেয়া সমস্যার শান্তিপূর্ণ সমাধানের কথা বলা হয়৷ বৈঠকের পর সই হয় ৬টি সমঝোতা চুক্তি৷

নতুনদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওছবি: AP

চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও তিনদিনের সফরে এখন নতুনদিল্লিতে৷ বৃহস্পতিবার সফরের দ্বিতীয় দিনে ড. মনমোহন সিং-এর সঙ্গে প্রধানমন্ত্রীর স্তরে বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে আলোচনার মাধ্যমে সীমান্ত বিরোধসহ সব বকেয়া সমস্যার শান্তিপূর্ণ সমাধান প্রক্রিয়া ত্বরান্বিত করার কথা বলা হয়৷ সে পর্যন্ত সীমান্তে শান্তি ও সুস্থিতি বজায় রাখার অঙ্গীকারও করা হয়৷ বলা হয়, ভারত ও চীনের উন্নয়নের জন্য বর্তমান বিশ্বে যথেষ্ট জায়গা আছে৷ আছে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র৷ দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দেশ হিসেবে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ লাভের ইচ্ছা চীন অনুধাবন করতে পারছে৷ এর বেশি কিছু সে বলেনি৷ সদস্যপদ লাভে চীনের সমর্থনের কথা বলা হয়নি৷যৌথ বিবৃতির অন্যান্য বিষয়গুলি হলো, নিরস্ত্রীকরণে এবং সন্ত্রাস দমনে উভয় দেশের অঙ্গীকার, ২০১৫ সাল নাগাদ দুদেশের বাণিজ্যিক লেনদেন ১০ হাজার কোটি মার্কিন ডলারে নিয়ে যাওয়া ইত্যাদি৷

সীমান্তে শান্তি ও সুস্থিতি বজায় রাখার অঙ্গীকার করেন চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওছবি: picture alliance / dpa

প্রতিনিধি স্তরে বৈঠকের পর সই হয় ৬টি সমঝোতা চুক্তি৷ সাংস্কৃতিক বিনিময়, দূষণমুক্ত প্রযুক্তি, মিডিয়া বিনিময়, ব্যাঙ্কিং, আমদানি-রপ্তানি, শতদ্রু নদী তথা আন্তঃসীমান্ত অভিন্ন নদীগুলির জলপ্রবাহ সংক্রান্ত তথ্যাদি বিনিময় ইত্যাদি৷ স্থির হয় দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোন হটলাইন চালু করা হবে৷

এর আগে আজ সকালে রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গনে চীনা প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক স্বাগত জানানো হয়৷ সে সময় জিয়াবাও সংবাদ মাধ্যমের কাছে দুদেশের কৌশলগত সহমতের কথা বলেন৷ প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এশিয়ায় শান্তি ও নিরাপত্তার দীর্ঘমেয়াদি সহযোগিতার ওপর জোর দিয়ে বলেন, উভয় দেশের উন্নয়নে দুই দেশের ভূমিকা আছে৷ ২৫০ কোটি জনসংখ্যার দেশ ভারত ও চীন যখন এক সুরে কথা বলে তখন সারা বিশ্ব তা শোনে৷

চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও দুদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বকেয়া সব ইস্যুর দ্রুত সমাধানের জন্য বলেন৷ আগামীকাল তিনি ভারত থেকে যাবেন ইসলামাবাদ৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ