1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন অ্যাপল ক্যাম্পাস, নাকি ‘স্পেসশিপ’?

২৫ এপ্রিল ২০১৭

ঠিকানা ১, ইনফিনিট লুপ, কুপারটিনো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র৷ জমির দাম ১৬ কোটি ডলার৷ গোটা প্রকল্পের খরচ ৫০০ কোটি ডলার৷ পরিকল্পনাটা এসেছে কার মাথা থেকে ? পরলোকগত স্টিভ জব্সের৷

Screenshot Youtube Apple in Cupertino
ছবি: youtube.com/user/duncansinfield

নতুন ক্যাম্পাসের সাইট হবে ১৭৬ একর জুড়ে৷ এখানে ১৩,০০০ অবধি কর্মী কাজ করতে পারবেন৷ মধ্যমণি হবে একটি কেন্দ্রীয় চারতলা বৃত্তাকৃতি ভবন, যার অফিস স্পেস হবে প্রায় ২৮ লাখ বর্গফুট বা দু'লাখ ষাট হাজার বর্গমিটার৷

এই ভবনে থাকবে ৩,০০০ মানুষের বসার মতো একটি কাফে৷ মাটির নীচে এবং ওপরে থাকবে গাড়ি রাখার জায়গা৷ অন্যান্য বিশেষত্বের মধ্যে থাকবে একটি এক হাজার দর্শকের প্রেক্ষাগৃহ, আরঅ্যান্ডডি অর্থাৎ গবেষণা ও বিকাশের জন্য তিন লাখ বর্গফুট বা ২৮ হাজার বর্গমিটার জায়গা, একটি ফিটনেস সেন্টার, একটি ফলের বাগান এবং শুধুমাত্র অ্যাপল ক্যাম্পাসের জন্য একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যা প্রাকৃতিক গ্যাস বা অন্যান্য পরিবেশবান্ধব জ্বালানিতে চলবে৷

‘এটা একটা অফিসবাড়ি তৈরি করার সবচেয়ে সস্তা পন্থা নয়,’ বলেছিলেন স্টিভ জব্স৷ ২০১১ সালের অক্টোবর মাসে তাঁর মৃত্যুর আগে সেটাই ছিল তাঁর শেষ জনসমক্ষে আবির্ভাব৷

এসি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ