ঠিকানা ১, ইনফিনিট লুপ, কুপারটিনো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র৷ জমির দাম ১৬ কোটি ডলার৷ গোটা প্রকল্পের খরচ ৫০০ কোটি ডলার৷ পরিকল্পনাটা এসেছে কার মাথা থেকে ? পরলোকগত স্টিভ জব্সের৷
বিজ্ঞাপন
নতুন ক্যাম্পাসের সাইট হবে ১৭৬ একর জুড়ে৷ এখানে ১৩,০০০ অবধি কর্মী কাজ করতে পারবেন৷ মধ্যমণি হবে একটি কেন্দ্রীয় চারতলা বৃত্তাকৃতি ভবন, যার অফিস স্পেস হবে প্রায় ২৮ লাখ বর্গফুট বা দু'লাখ ষাট হাজার বর্গমিটার৷
এই ভবনে থাকবে ৩,০০০ মানুষের বসার মতো একটি কাফে৷ মাটির নীচে এবং ওপরে থাকবে গাড়ি রাখার জায়গা৷ অন্যান্য বিশেষত্বের মধ্যে থাকবে একটি এক হাজার দর্শকের প্রেক্ষাগৃহ, আরঅ্যান্ডডি অর্থাৎ গবেষণা ও বিকাশের জন্য তিন লাখ বর্গফুট বা ২৮ হাজার বর্গমিটার জায়গা, একটি ফিটনেস সেন্টার, একটি ফলের বাগান এবং শুধুমাত্র অ্যাপল ক্যাম্পাসের জন্য একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যা প্রাকৃতিক গ্যাস বা অন্যান্য পরিবেশবান্ধব জ্বালানিতে চলবে৷
‘এটা একটা অফিসবাড়ি তৈরি করার সবচেয়ে সস্তা পন্থা নয়,’ বলেছিলেন স্টিভ জব্স৷ ২০১১ সালের অক্টোবর মাসে তাঁর মৃত্যুর আগে সেটাই ছিল তাঁর শেষ জনসমক্ষে আবির্ভাব৷
এসি/এসিবি
যে সব কোম্পানিতে কাজ করে আরাম
অফিসের কাজ করতে করতে ক্লান্তি এলে মনে হয়, একটা বিছানা পেলে একটু শুয়ে নিতাম৷ এমন কিছু কোম্পানি আছে, যারা এভাবেই কর্মচারীদের বিশ্রামের ব্যবস্থা করে থাকে৷ ধ্যান বা যোগব্যায়ামও করা চলে অফিসের মধ্যে এবং অফিসের খরচে৷
ছবি: Colourbox/E. Amikishiyev
অ্যাপল
স্টিভ জবসের জীবনকাহিনি যারা জানেন, তারা এই সব কর্মচারী-বান্ধব কোম্পানির তালিকায় অ্যাপল-এর নাম দেখে খুব একটা আশ্চর্য হবেন না, কেননা স্টিভ জবস নিজেই মেডিটেশন, অর্থাৎ ধ্যান করতেন৷ কাজেই তাঁর কোম্পানিতে কর্মচারীদের জন্য ‘মেডিটেশন রুম’ আছে৷
ছবি: picture alliance/DPA/M.Gambarini
গুগল
দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানিগুলির মধ্যে একটিতে কাজ করার ঝক্কি কম নয়৷ এই কারণে গুগল যে শুধু ‘মেডিটেশন রুম’ রেখেছে, তা-ই নয়; তার সঙ্গে ন্যাপ প্যাডস, মানে ছোট ছোট বিছানা দেওয়া হয়, যার ওপর শুয়ে একটু ঝিমিয়ে নেওয়া যায়৷
ছবি: picture-alliance/dpa/O. Spata
এওএল
এখানে কর্মচারীরা তাদের কাজের সময় নিজেরাই ঠিক করতে পারেন৷ সারা সপ্তাহে একটা নির্দিষ্ট সময় কাজ করতে হয়, সেটা পূরণ করলেই হলো৷ সেজন্য কখনো-সখনো একটানা বারো ঘণ্টাও কাজ করা চলতে পারে৷ মাঝে বিরতি নিয়ে যোগব্যায়ামের ক্লাসে গেলেও ক্ষতি নেই৷
ছবি: Getty Images
ম্যাকেঞ্জি
ম্যাকেঞ্জি যে শুধু নিজের কর্মচারীদের যোগব্যায়াম করাচ্ছে, এমন নয়৷ সেই সঙ্গে অন্যান্য কোম্পানিদের জন্য যোগব্যায়াম শেখার কোর্স ডিজাইন করছে৷ ম্যাকেঞ্জির বক্তব্য হলো, কর্মচারীদের মানসিক সুখ ও শারীরিক স্বাস্থ্য কোম্পানির মুনাফা বাড়াতে সাহায্য করে থাকে৷
ছবি: Fotolita/A. Diaz
ইয়াহু
যে কোম্পানির নামই ইয়াহু, সেখানে কি আর কর্মচারীরা সব মুখ গোমড়া করে থাকবেন? ইয়াহু-তেও নানা ধরনের কোর্স আছে৷ কর্মচারীরা নিজের সুবিধা অনুযায়ী সেখানে যেতে পারেন ও নতুন কিছু শিখতে পারেন৷
ছবি: picture-alliance/dpa/M. M. Davey
ডয়চে ব্যাংক
জার্মানি তথা বিশ্বের বৃহত্তম ব্যাংকগুলির মধ্যে গণ্য ডয়চে ব্যাংকের এখন সময় ভালো যাচ্ছে না: এদিকে মন্দা তো ওদিকে নানা কেলেঙ্কারি, সেই সঙ্গে ২০১৫ সালে লাভের পরিবর্তে বিপুল লোকসানের অঙ্ক৷ এমন একটি প্রতিষ্ঠানে কাজ করার ঝক্কি আছে বৈকি৷ কাজেই ডয়চে ব্যাংকও বেশ কয়েক বছর আগেই তাদের কর্মচারীদের জন্য নানা সুযোগসুবিধার ব্যবস্থা করেছে৷
ছবি: Reuters/R. Orlowski
এইচবিও
মার্কিন মুলুকের প্রিমিয়াম কেবল ও স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্কের কল্যাণে বহু মানুষ টেলিভিশনের সামনে থেকে নড়েন না৷ কোম্পানির অফিসে কিন্তু কর্মচারীদের জন্য যোগব্যায়ামের কক্ষ থেকে শুরু করে জিম পর্যন্ত, অনেক কিছুই আছে৷
ছবি: Fotolia/www.fotodesign-jegg.de
নাইকি
ভাববেন না যেন, নাইকি-র কর্মচারীরা অফিসের জিমে গিয়ে নাইকি জুতো পরে কসরত করা ছাড়া আর কিছু করেন না৷ নাইকি তার কর্মচারীদের ঘুমের জন্য, আবার প্রার্থনা করার জন্য আলাদা আলাদা কামরা রেখেছে৷