পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হলেন মো: ময়নুল ইসলাম৷ মঙ্গলবার (৬ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়৷
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ৷ এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে৷
এর আগে আইজিপি পদ থেকে চৌধুরী আব্দুল্লাহ মামুনকে সরিয়ে দেওয়া হয়৷ মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি৷
প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ এতদ্বারা বাতিল করা হলো৷
জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে৷
জেডএইচ/এফএস
শেখ হাসিনার পদত্যাগের পর ঢাকার প্রথম দিন
সোমবারসহ গত ক’দিন নানা সময় রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকা৷ সেসব ক্ষত মঙ্গলবারও দৃশ্যমান বাংলাদেশের রাজধানীর বুকে৷ ছবিঘরে থাকছে তার বিস্তারিত৷
ছবি: DW
বিভিন্ন জায়গায় মানুষের লাশ
মঙ্গলবার দিনের আলো ফোটার পর কোথাও কোথাও মানুষের লাশ দেখতে পাওয়া গেছে৷
ছবি: DW
সড়কে পোড়া যানবাহন
রাজধানীর বিভিন্ন সড়কে এখনও পোড়া যানবাহন এর অবশেষ পড়ে আছে৷
ছবি: DW
ভাঙা প্রতিকৃতি
উত্তেজিত জনতার রোষ পড়েছে অনেক প্রতিকৃতিতে৷ বিজয় সরণি মোড়ে এমন দৃশ্য দেখা যায়৷
ছবি: DW
ধানমন্ডি ৩২
ধানমন্ডি ৩২ এ সোমবার ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়৷ এর পর মঙ্গলবার অনেকে দেখতে যান৷
ছবি: DW
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়
ধানমন্ডি ৩ নম্বরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়েও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে৷ সেখানেও উৎসুক কেউ কেউ আসেন তা দেখতে৷
ছবি: DW
কাউন্সিল অফিস
জনরোষের মুখে বিভিন্ন কাউন্সিলর কার্যালয়গুলোও৷ সেখানেও আগুন দেয়া হয় ও ভাঙচুর করা হয়৷
ছবি: DW
বিএনপি কার্যালয়ে ব্যস্ততা
তবে গুলশানে বিএনপি কার্যালয়ে কিছুটা ব্যস্ততা দেখা গেছে৷ সেখানে কর্মীরা সমাগম করছেন৷
ছবি: DW
সড়কে নেই ট্রাফিক
সড়কে মঙ্গলবার তেমন ট্রাফিক দেখা যায়নি৷ যতটা ছিল তা নিয়ন্ত্রণে কোনো ট্রাফিক পুলিশ দেখা যায়নি৷ তবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে৷