1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজক্যানাডা

ক্যানাডায় সংবাদের লিংক মুছে ফেলছে গুগল

৩০ জুন ২০২৩

গত সপ্তাহে ক্যানাডা সরকার গণমাধ্যম সংক্রান্ত নতুন আইন করেছে৷ আর সেই আইন মানতে গিয়ে সেদেশের সংবাদের সব লিংক মুছে ফেলতে যাচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল৷

Google Logo
ছবি: Andrew Kelly/File Photo/Reuters

ক্যানাডায় ‘অনলাইন নিউজ অ্যাক্ট' নামে নতুন আইন হয়েছে, এতে বলা হয়েছে কোনো প্ল্যাটফর্মে সেদেশের সংবাদের লিংক শেয়ার হলে ওই সংবাদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে অর্থ দিতে হবে৷

এই আইনের ফলে গত সপ্তাহেই ক্যানাডার ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই দুই প্ল্যাটফর্মে সংবাদ শেয়ার করতে পারবেন না বলে জানিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম দুটির মালিকানা প্রতিষ্ঠান মেটা৷

ক্যানাডার সংবাদমাধ্যমগুলোর অভিযোগের পর দেশটি এই আইন করার উদ্যোগ নেয়। সংবাদমাধ্যমগুলোর দাবি, তাদের কন্টেন্ট ব্যবহার করে সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবসা করছে, অথচ সংবাদ তৈরি করছে যারা তারা কোনোভাবে লাভবান হতে পারছে না।

গত এক দশক ধরে ক্যানাডার সংবাদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো লোকসানের মুখে পড়েছে৷ এর ফলে অনেক প্রকাশনা প্রতিষ্ঠান  বন্ধ হয়ে গেছে৷ নতুন আইনের আওতায় টেক কোম্পানিগুলো কোন সংবাদ বা তথ্য শেয়ার করতে চাইলে তাদের বাণিজ্যিক চুক্তি করতে হবে সংবাদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সাথে, অন্যথা ক্ষতিপূরণ দিতে হবে৷

গুগল এক ব্লগ পোস্টে জানিয়েছে, ক্যানাডার নতুন আইনের ফলে পাঠক ও দর্শকদের অনলাইনে খবর ও তথ্য পাওয়াটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে৷ ফলে এই আইন এক অর্থে ঠিক মানুষের সহায়ক হবে না৷ সরকারের সাথে গুগলের ব্যর্থ আলোচনার পরই গুগল ক্যানাডার সংবাদের সব লিংক মুছে ফেলার সিদ্ধান্ত নেয়৷

তারা আরও জানিয়েছে, ক্যানাডা সরকারকে তারা জানিয়েছিল, তাদের সার্চ অপশন থেকে ক্যানাডার সব সংবাদ মুছে ফেলতে যাচ্ছে এবং ক্যানাডায় গুগল নিউজ শোকেস অপশন আর দেখা যাবে না৷

এপিবি/কেএম (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ