হালের আইফোন ৬ আর আইওএস ৮ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ নিয়ে কিছু অভিযোগ উঠেছে৷ অ্যাপল কোম্পানি বিষয়গুলি খতিয়ে দেখছে৷ আপডেটের মাধ্যমে একটি সমস্যার সমাধানের চেষ্টা শুরু হয়েছে ইতিমধ্যেই৷
বিজ্ঞাপন
বাজারে আসার আগেই আইফোন ৬-কে ঘিরে প্রত্যাশা ও উত্তেজনা কম ছিল না৷ তারপর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রেকর্ড বিক্রির খবর৷ কিন্তু এরই মধ্যে এই সাফল্যের উপর কালো ছায়া ফেলছে কয়েকজন ব্যবহারকারীর অভিযোগ৷ নতুন আইফোনের সঙ্গে সঙ্গে অ্যাপল কোম্পানি তাদের অপারেটিং সিস্টেমের যে নতুন সংস্করণ চালু করেছে, সেই আইওএস ৮ নিয়েও নাকি সমস্যা দেখা দিচ্ছে৷
আইওএস ৮-এর একটি আপডেট টেলিফোনে ব্যাঘাত ঘটাচ্ছে বলে অনেক অভিযোগ শোনা যাচ্ছে৷ অভিযোগকারীরা বলেন, এর পর কাউকে ফোন করা যাচ্ছে না৷ তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ দিয়ে ফোন ‘আনলক' করতেও অসুবিধা হচ্ছে৷ বুধবার সকাল থেকেই ব্যবহারকারীরা এই আপডেট পেতে শুরু করেছিলেন৷ এ কথা জানতে পেরে অ্যাপল আপডেট পাঠানো বন্ধ রেখেছে৷ নতুন এই আপডেটের উদ্দেশ্য ছিল আইওএস ৮-এর কিছু ত্রুটি ও দুর্বলতা দূর করা৷ তবে শোনা যাচ্ছে, শুধু নতুন আইফোন ৬ ও তার বড় ‘প্লাস' সংস্করণেই নাকি এমন সমস্যা দেখা যাচ্ছে৷ যে কোনো ফোনের নতুন মডেল নিয়ে এমন সমস্যা অবশ্য প্রায়ই দেখা যায়৷ পরে কোম্পানি নানা আপডেট পাঠিয়ে সমস্যার সমাধান করে ফেলে৷
অ্যাপল-এর ‘স্মার্ট ওয়াচ’
স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’ এবং আইফোন-এর বড় আকারের দুটো নতুন মডেল ‘আইফোন ৬’ ও ‘আইফোন ৬ প্লাস’ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে অ্যাপল৷
ছবি: Getty Images
অ্যাপল ওয়াচ
স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’ এবং আইফোন-এর বড় আকারের দুটো নতুন মডেল ‘আইফোন ৬’ ও ‘আইফোন ৬ প্লাস’ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে অ্যাপল৷ সৃষ্টিশীলতায় নিজেদের সুনাম ফিরিয়ে আনার প্রত্যয়ে অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কুপারটিনোতে এই ঘোষণা দেন৷
ছবি: Reuters/S. Lam
অ্যাপল পে
অ্যাপল-এর নতুন সেবা ‘অ্যাপল পে’ সম্পর্কেও অত্যন্ত আশাবাদী কোম্পানিটির সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) টিম কুক৷ কুপারটিনো শহরের ফ্লিন্ট সেন্টারে নতুন পণ্য সামগ্রীর মোড়ক উন্মোচনে আয়োজিত ঐ জাঁকজমকপুর্ণ অনুষ্ঠানে কুক বলেন, এটা অচিরেই ক্রেতাদের ‘মানিব্যাগের বিকল্প’ হয়ে উঠবে৷
ছবি: Reuters/S. Lam
নতুন অভিযাত্রা
আইপ্যাড-এর পর স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’-ই বাজারে অ্যাপল-এর প্রথম নতুন পণ্য৷ অ্যাপল-এর সহ-প্রতিষ্ঠাতা ‘আইগড’ নামে খ্যাত স্টিভ জবসের মৃত্যুর প্রায় তিন বছর পর বাজারে এই স্মার্টওয়াচ ছাড়ার মধ্য দিয়ে কোম্পানিটির নতুন অভিযাত্রা শুরু হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা৷
ছবি: Getty Images/J. Sullivan
দাম, ৩৪৯ মার্কিন ডলার
‘অ্যাপল ওয়াচ’-এর জন্য নিদেনপক্ষে আইফোন ৫-এর প্রয়োজন হবে৷ অর্থাৎ আইফোন ৩, ৩এস, ৪, ৪এস-এর সঙ্গে এই ঘড়ি চলবে না৷ ঘড়িটির দাম হবে ৩৪৯ মার্কিন ডলার৷ তবে ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি ঘড়িগুলোর দাম অবশ্য এর থেকে বেশি হবে৷ ‘সোয়েট প্রুফ’ অ্যাপেল ওয়াচ ২০১৫-এর আগে বাজারে ছাড়ার সম্ভাবনা নেই৷
ছবি: Reuters/S. Lam
স্বাস্থ্য সেবা
অ্যাপল-এর স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’ কিছু অত্যাধুনিক ‘অ্যাপ্লিকেশন’-এর মাধ্যমে স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাকারের কাজ করবে৷ বলা বাহুল্য, এই কাজটা অ্যাপেল ওয়াচ করবে আইফোন ৫ অথবা তার থেকে আধুনিক আইফোন-এর সঙ্গে যুক্ত থেকে৷
ছবি: picture-alliance/dpa/J.Taggart
‘আইফোন ৬’ ও ‘আইফোন ৬ প্লাস’
অক্টোবরে বাজারে আসছে উন্নততর স্ক্রিন রেজোলিউশনসহ আইফোন-এর বড় আকারের নতুন মডেল ‘আইফোন ৬’ এবং ‘আইফোন ৬ প্লাস’৷ ‘আইফোন ৬’-এর আকার ৪.৭ ইঞ্চি এবং ‘আইফোন ৬ প্লাস’-এর আকার ৫.৫ ইঞ্চি৷ বলা বাহুল্য, নানা ধরনের নতুন অ্যাপ্লিকেশন ও নানা সুযোগ-সুবিধা রয়েছে এই মডেলগুলোতে৷
ছবি: Getty Images/J. Sullivan
পণ্য ব্যবহারেই চমকের উপলব্ধি
দীর্ঘ প্রতীক্ষার পর চমকের পর চমকে ভরা ছিল অ্যাপল-এর এই মহা ধুমধামের আয়োজন৷ তবে আসল চমকগুলোর জন্য মনে হয় ক্রেতাদের এ সব পণ্য ব্যবহারের স্বাদ নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই!
ছবি: Getty Images
7 ছবি1 | 7
আরও গুরুতর বিষয় হলো আইফোন ৬ ‘প্লাস' সংস্করণ সংক্রান্ত বিভ্রান্তি৷ একটি ভিডিও অনুযায়ী এই বড় মডেলটি নাকি চাপের মুখে বেঁকে যাচ্ছে৷ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ফোনের খোলসই এর কারণ৷ কয়েকজন বলেছেন, বেশিক্ষণ প্যান্টের পকেটে রাখলেই একটা অংশ বেঁকে যাচ্ছে৷
অ্যাপল-এর মতো কোম্পানি ঠিকমতো পরীক্ষা না করেই এমন ফোন বাজারে এনেছে, এটা মেনে নেওয়া কঠিন৷ স্কোয়্যার ট্রেড নামের এক বিমা কোম্পানি আইফোন ৬ পরীক্ষা করে সেটাকে অত্যন্ত মজবুত হিসেবে বর্ণনা করেছে৷ তবে তা সত্ত্বেও প্রতিটি অভিযোগ ভালো করে পরীক্ষা করে দেখা হচ্ছে৷