1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইফোন কি বেঁকে যাচ্ছে?

২৬ সেপ্টেম্বর ২০১৪

হালের আইফোন ৬ আর আইওএস ৮ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ নিয়ে কিছু অভিযোগ উঠেছে৷ অ্যাপল কোম্পানি বিষয়গুলি খতিয়ে দেখছে৷ আপডেটের মাধ্যমে একটি সমস্যার সমাধানের চেষ্টা শুরু হয়েছে ইতিমধ্যেই৷

Bildergalerie iPhone 6
ছবি: picture-alliance/dpa

বাজারে আসার আগেই আইফোন ৬-কে ঘিরে প্রত্যাশা ও উত্তেজনা কম ছিল না৷ তারপর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রেকর্ড বিক্রির খবর৷ কিন্তু এরই মধ্যে এই সাফল্যের উপর কালো ছায়া ফেলছে কয়েকজন ব্যবহারকারীর অভিযোগ৷ নতুন আইফোনের সঙ্গে সঙ্গে অ্যাপল কোম্পানি তাদের অপারেটিং সিস্টেমের যে নতুন সংস্করণ চালু করেছে, সেই আইওএস ৮ নিয়েও নাকি সমস্যা দেখা দিচ্ছে৷

আইওএস ৮-এর একটি আপডেট টেলিফোনে ব্যাঘাত ঘটাচ্ছে বলে অনেক অভিযোগ শোনা যাচ্ছে৷ অভিযোগকারীরা বলেন, এর পর কাউকে ফোন করা যাচ্ছে না৷ তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ দিয়ে ফোন ‘আনলক' করতেও অসুবিধা হচ্ছে৷ বুধবার সকাল থেকেই ব্যবহারকারীরা এই আপডেট পেতে শুরু করেছিলেন৷ এ কথা জানতে পেরে অ্যাপল আপডেট পাঠানো বন্ধ রেখেছে৷ নতুন এই আপডেটের উদ্দেশ্য ছিল আইওএস ৮-এর কিছু ত্রুটি ও দুর্বলতা দূর করা৷ তবে শোনা যাচ্ছে, শুধু নতুন আইফোন ৬ ও তার বড় ‘প্লাস' সংস্করণেই নাকি এমন সমস্যা দেখা যাচ্ছে৷ যে কোনো ফোনের নতুন মডেল নিয়ে এমন সমস্যা অবশ্য প্রায়ই দেখা যায়৷ পরে কোম্পানি নানা আপডেট পাঠিয়ে সমস্যার সমাধান করে ফেলে৷

আরও গুরুতর বিষয় হলো আইফোন ৬ ‘প্লাস' সংস্করণ সংক্রান্ত বিভ্রান্তি৷ একটি ভিডিও অনুযায়ী এই বড় মডেলটি নাকি চাপের মুখে বেঁকে যাচ্ছে৷ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ফোনের খোলসই এর কারণ৷ কয়েকজন বলেছেন, বেশিক্ষণ প্যান্টের পকেটে রাখলেই একটা অংশ বেঁকে যাচ্ছে৷

অ্যাপল-এর মতো কোম্পানি ঠিকমতো পরীক্ষা না করেই এমন ফোন বাজারে এনেছে, এটা মেনে নেওয়া কঠিন৷ স্কোয়্যার ট্রেড নামের এক বিমা কোম্পানি আইফোন ৬ পরীক্ষা করে সেটাকে অত্যন্ত মজবুত হিসেবে বর্ণনা করেছে৷ তবে তা সত্ত্বেও প্রতিটি অভিযোগ ভালো করে পরীক্ষা করে দেখা হচ্ছে৷

এসবি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ