1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

নতুন আক্রান্ত ৪৯৭, ঢাকায় সংক্রমণ বাড়ছেই

২৭ এপ্রিল ২০২০

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৯৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে৷ মারা গেছেন সাত জন, মোট মৃত্যু ১৫২৷

ছবি: picture-alliance/AP Photo/S. Rahman

করোনা ভাইরাস শানাক্তের পর ৫৩তম দিন চলছে৷ এখন পর্যন্ত বাংলাদেশে মোট ৫০ হাজার ৪০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে৷ গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪,১৯২টি৷ তারমধ্যে ৩,৮১২টি ‍নমুনা পরীক্ষার করে ৪৯৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে৷ 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য তুলে ধরেন

গত ২৪ ঘণ্টায় একটি শিশুসহ আরো সাতজন মারা গেছেন৷ মৃতদের মধ্যে পাঁচ জন ঢাকার এবং বাকি দুইজন সিলেট ও রাজশাহীর বাসিন্দা ছিলেন৷ করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে এখন পর্যন্ত ১৫২ জনের মৃত্যু হয়েছে৷

এদিন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয় জন, মোট সুস্থ ১৩১।৷ তবে অনেক রোগী বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. নাসিমা বলেন, ‘‘অনেকেই বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন এবং বেশ কয়েকজন বাড়িতে থেকেই সুস্থ হয়েও উঠেছেন৷ তাদের তথ্য এখনো সুস্থ হয়ে যাওয়ার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি৷ আগামীতে তাদের তথ্য সংযুক্ত করা হবে৷''

উল্লেখ্য, বাংলাদেশে ৬০টি জেলায় করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে৷ তবে এখনো রাজধানী ঢাকাতেই সবচেয়ে বেশি রোগী পাওয়া যাচ্ছে৷

এসএনএল/এআই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ