বাংলাদেশে করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ শুরু হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ছুটি আরো ১১ দিন বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
বিজ্ঞাপন
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বরাত দিয়ে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শুক্রবার এ তথ্য নিশ্চিত করে৷
প্রতিমন্ত্রী ফরহাদ বলেন, ‘‘আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত পেয়েছি, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হচ্ছে৷ তবে এই ছুটিটা সাধারণ ছুটি হবে না, এটি হবে শুধু ছুটি৷
শুধু ছুটি’র ব্যাখ্যায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘‘সারা দেশে ত্রাণ বিতরণসহ অন্যান্য জরুরি সেবা দেওয়ার বিষয় রয়েছে৷ এজন্য সরকারি কর্মকর্তাদের কর্মস্থলে থাকতে হবে৷ ১৫ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটিটা কীভাবে দেওয়া হবে আমরা তার ড্রাফট করছি, ছুটির আদেশে বিস্তারিত বলা থাকবে৷’’
এদিকে, দেশে শুক্রবার নতুন করে আরো ৯৪ জনের করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার খবর দিয়েছে আইইডিসিআর৷ ফলে দেশে এখন মোট আক্রান্ত ৪২৪ জন৷ গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয় জন; ফলে করোনায় মোট মৃতের সংখ্যা এখন ২৭৷ নতুন করে কেউ সুস্থ না হওয়ায় মোট সুস্থের সংখ্যা ৩৩ জনই আছে। পরীক্ষা করা হয়েছে ১১৮৪টি নমুনা৷
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা দেশে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন৷
করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিল৷ তারপর ছুটি বাড়িয়ে ১১ এপ্রিল এবং তৃতীয় দফায় ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়৷
তার আগে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল৷ ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়৷
অফিস-আদালত বন্ধ ঘোষণার পর সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির মেয়াদ ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়৷ শিক্ষা প্রতিষ্ঠানে এই ছুটি আরও দীর্ঘায়িত হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন৷
ঈদের পর সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হতে পারে৷
এসএনএল/এসিবি (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম)
দেশে দেশে অস্থায়ী করোনা হাসপাতাল
করোনার বিরুদ্ধে লড়তে হিমশিম খাচ্ছে বিশ্বের অনেক দেশের স্বাস্থ্য ব্যবস্থা৷ ফলে অস্থায়ী হাসপাতাল গড়ে তোলা হচ্ছে৷
ছবি: Reuters/WANA/A. Khara
ইটালি
মিলানের কাছে ক্রেমোনা হাসপাতালের বাইরে একটি ফিল্ড হাসপাতাল৷
ছবি: Getty Images/E. Cremaschi
যুক্তরাষ্ট্র
নিউ ইয়র্কের ম্যানহাটানের জ্যাকব কে জ্যাভিটস কনভেনশন সেন্টারে একটি অস্থায়ী হাসপাতাল গড়ে তোলা হয়েছে৷
ছবি: Reuters/A. Kelly
স্পেন
মাদ্রিদের আইএফইএমএ কনফারেন্স সেন্টারে এই সামরিক হাসপাতালটি গড়ে তোলা হয়েছে৷
ছবি: Reuters/Comunidad de Madrid
ফ্রান্স
মুইলোজে শহরের একটি হাসপাতালের বাইরে সামরিক বাহিনী একটি ফিল্ড হাসপাতাল গড়ে তুলেছে৷
ছবি: Reuters/S. Bozon
ইরান
তেহরানের এক শপিং মলকে অস্থায়ী হাসপাতালে রূপ দেয়া হয়েছে৷
ছবি: Reuters/WANA/A. Khara
চীন
উহান শহরে প্রথম করোনা ধরা পড়েছিল৷ সেখানে গড়ে তোলা ১৬টি অস্থায়ী হাসপাতালের প্রয়োজন ফুরিয়ে যাওয়ায় গতমাসে সেগুলো বন্ধ করে দেয়া হয়৷
ছবি: Getty Images/AFP
ব্রাজিল
সাও পাওলোর আইবিরাপুয়েরা স্পোর্টস কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে৷
ছবি: Reuters/R. Patrasso
রাশিয়া
মস্কোর বাইরে এই হাসপাতালটি নির্মাণের কাজ চলছে৷
ছবি: Reuters/Moscow News Agency/D. Voronin
গাজা
রাফাহ সীমান্তে এই কোয়ারান্টিন ফ্যাসিলিটি গড়ে তোলা হয়েছে৷
ছবি: Reuters/WHO in the Occupied Palestinian Territories
সার্বিয়া
বেলগ্রেডের মেলা আয়োজনের এই হলকে করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হয়৷
ছবি: Reuters/M. Djurica
পোল্যান্ড
রকলো শহরের ইউনিভার্সিটি ক্লিনিক্যাল হাসপাতালের বাইরে এই অস্থায়ী এমার্জেন্সি রুম তৈরি করা হয়েছে৷
ছবি: Reuters/Agencja Gazeta/K. Cwik
সুইডেন
গোথেনবুর্গের একটি হাসপাতালের বাইরে এই ফিল্ড হাসপাতালটি নির্মাণ করা হয়৷
ছবি: Reuters/TT NEws Agency/A. Ihse
ইন্দোনেশিয়া
জাকার্তার কেমায়োরান অ্যাথলেট ভিলেজে গড়ে তোলা এই হাসপাতালের যন্ত্র পরীক্ষা করে দেখছেন এক ডাক্তার৷
ছবি: Reuters/Antara Foto/H. Mubarak
কলোম্বিয়া
বোগোতার সামরিক হাসপাতালের পার্কিং এলাকায় অস্থায়ী তাঁবু তৈরি করা হয়েছে৷
ছবি: Reuters/L. Munoz
জার্মানি
লায়েরের একটি সাবেক হাসপাতাল আবারও প্রস্তুত করা হয়েছে৷
ছবি: Reuters/L. Kuegeler
আর্জেন্টিনা
বুয়েনস আইরেসের কাছে সান মিগুয়েলেতে এই মিলিটারি মোবাইল হাসপাতালটি গড়ে তোলা হয়েছে৷