1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

নতুন করে কয়লাখনি উন্নতির নির্দেশে সই করলেন ট্রাম্প

৯ এপ্রিল ২০২৫

জলবায়ু পরিবর্তনের কারণে কার্বন শূন্য লক্ষ স্থির করেছিল যুক্তরাষ্ট্র। বিকল্প বিদ্যুতের উপর জোর দেওয়া হচ্ছিল। ট্রাম্প সেই ব্যবস্থা উল্টে দিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প
ডনাল্ড ট্রাম্পছবি: Alex Brandon/AP Photo/picture alliance

মঙ্গলবার একটি প্রশাসনিক নির্দেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেখানে বলা হয়েছে, দেশের কয়লাখনিগুলির উন্নতির জন্য নতুন করে ব্যবস্থা নেওয়া হবে। কয়লাখনিগুলির উপর যে নির্দেশিকা আগের সরকার চাপিয়েছিল, তা তুলে নেওয়ার কথাও বলা হয়েছে ট্রাম্পের নির্দেশে।

বস্তুত, পরিবেশের কথা ভেবেবিশ্বের উন্নত দেশগুলি কার্বন শূন্য নীতি নিয়েছে। কয়লা-সহ সমস্ত খনিজ জ্বালানির ব্যবহার ক্রমশ কমিয়ে বিকল্প বিদ্যুতের দিকে যাচ্ছে সকলে। অ্যামেরিকাও সেই নীতিতেই চলছিল। দেশে নতুন করে কয়লাখনি খোলা হচ্ছিল না। যে খনিগুলি আছে, সেখানে কয়লা উৎক্ষেপনের ক্ষেত্রে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তাপবিদ্যুৎ প্রকল্পগুলির উপর নির্ভরশীলতাও কমানো হচ্ছিল। ট্রাম্প জানিয়েছেন, তিনি ঠিক এর উল্টো পথে হাঁটবেন। তার কথায়, ''যে শিল্পকে প্রায় বন্ধ করে দেওয়া হয়েছিল, আমি তা ফিরিয়ে আনবো। খনি শ্রমিকদের আবার কাজে পাঠানোর ব্যবস্থা করা হবে।''

নির্বাচনি প্রচারের সময়েই ট্রাম্প জানিয়েছিলেন, দেশের বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ব্যবস্থা করবেন তিনি এবং সে কারণে কয়লাখনিগুলিকে নতুন করে গড়ে তুলবেন। মঙ্গলবার সেই রাস্তাতেই হাঁটলেন ট্রাম্প। উল্লেখ্য, প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে অ্যামেরিকাকে সরিয়ে নিয়েছিলেন।

শেয়ার বাজারে ধস অব্যাহত

ট্রাম্পের শুল্কনীতি বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস নামিয়েছে। অ্যামেরিকার শেয়ার বাজারের অবস্থাও তথৈবচ। মঙ্গলবারও ওয়াল স্ট্রিট বন্ধ হয়েছে বিপদ সংকেতে। সমস্ত সূচকই ছিল নিম্নগামী। এস অ্যান্ড পি এক দশমিক ছয় শতাংশ কমেছে। প্রায় এক বছর পর এই সূচক পাঁচ হাজারের নীচে নেমেছে। নাসডাক প্রায় আড়াই শতাংশ কমেছে। ডাও জোনস পড়েছে প্রায় এক শতাংশ।

বস্তুত, করোনা মহামারির পর এই প্রথম মার্কিন শেয়ার বাজার এত বড় ধস দেখলো। শুধু অ্যামেরিকার শেয়ার বাজার নয়, গোটা বিশ্বের বাজারেই বিরাট ধস নেমেছে। ট্রাম্পের শুল্কনীতির কারণেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

তবে এই পরিস্থিতিতেও হোয়াইট হাউস জানিয়েছে, আপাতত কোনোরকম ছাড় দেওয়া হবে না। অর্থাৎ, শুল্কনীতি অব্যাহত থাকবে।

মাস্কের বিস্ফোরক পোস্ট

ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী পিটার ন্যাভারোকে সমাজমাধ্যমে তুলোধোনা করেছেন ইলন মাস্ক। লিখেছেন, ন্যাভারো 'মূর্খ', তিনি ইটের পাঁজার মতো বোকা। ন্যাভারো এই মুহূর্তে ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা। মাস্ককে উত্তর দিয়েছেন তিনি। ট্রাম্পের শুল্কনীতির অন্যতম কারিগর এই ন্যাভারো। সে কথা মাথায় রেখেই তাকে গালিগালাজ করেছেন মাস্ক।

কিন্তু হোয়াইট হাউস এই বাকযুদ্ধকে বিশেষ গুরুত্ব দেয়নি। বলা হয়েছে, তারা এই লড়াইকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না। হোয়াইট হাউস মুখপাত্রের কথায়, ''বয়েজ উইল বি বয়েজ''। অর্থাৎ, বিষয়টিকে তারা গুরুত্ব দিচ্ছে না।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ