1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন কিছু ভালো ছবি উপহার দিতে চান পরিচালক নির্ঝর

১৬ জানুয়ারি ২০১২

বাংলাদেশের প্রখ্যাত স্থপতি ও চলচ্চিত্র পরিচালক এনামুল করিম নির্ঝর৷ তিনি বেশ কিছু প্রামাণ্য চিত্র নির্মাণ করার পর ২০০৭ সালে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন৷ ছবিটি মিউনিখ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়৷

Ein Szene aus dem Film 'Aha' von Enamul Karim Nirjhar, Berühmter Regisseur ausBangladesch Datum: 17.11.2007 Eigentumsrecht: www.ahathefilm,com, (Besitzer Enamul Karim Nirjhar, Regisseur) Dhaka, Bangladesch
‘আহা’ ছবির একটি বিশেষ দৃশ্যছবি: Enamul Karim Nirjhar

একজন স্থপতি হয়েও ছবি নির্মাণের সাথে নিজেকে জড়িয়ে রাখার প্রেক্ষাপট সম্পর্কে এনামুল করিম নির্ঝর বলেন, ‘‘আসলে স্থাপত্য এবং যাপন দুটো একই জিনিস৷ আমি যাপন বলতে জীবন যাপনের কথা বোঝাতে চাই৷ আর সিনেমাটা আমার দৃষ্টিতে জীবন৷ ফলে সিনেমা এবং স্থাপত্য এই দু'টির সমন্বয়ই জীবন যাপন৷ ফলে আমার কাছে এ দু'টি বিষয়কে আলাদা কিছু বলে মনে হয়নি৷ আবার একজন মানুষ তো সবসময় একভাবেই শ্বাস-প্রশ্বাস নেয় না৷ বরং প্রত্যেকটা নিঃশ্বাস ভিন্নরকম হতে পারে৷ তাছাড়া মানুষের সবচেয়ে ভালো বন্ধু হলো দু'টি হাত৷ একটি ডান হাত আর অপরটি বাম হাত৷ তো আমার কাছে মনে হয় স্থাপত্য আর চলচ্চিত্র আমার দু'টি হাত৷''

পরিচালক ও স্থপতি এনামুল করিম নির্ঝরছবি: Enamul Karim Nirjhar

২০০১ সাল থেকেই প্রামাণ্য ছবি তৈরি করে আসছেন পরিচালক নির্ঝর৷ তবে ২০০৭ সালে মুক্তি পেয়েছে তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘আহা'৷ এই ছবি সম্পর্কে তিনি বলেন, ‘‘প্রামাণ্য চিত্রের কাজ আমি আগে থেকে করলেও চলচ্চিত্র জগতে কাজ করার জন্য আমার সামনে দরজা খুলে দিয়েছে এই ছবিটি৷ এটির মহরত হয়েছিল মিউনিখে এবং এরপর বিভিন্ন উৎসবে গেছে ছবিটি৷''

পরিচালক এনামুল করিম নির্ঝরের তৈরি অপর ছবি ‘নমুনা’র একটি দৃশ্যছবি: Enamul Karim Nirjhar

চলচ্চিত্র জগতে তাঁর নতুন কাজ সম্পর্কে এনামুল করিম নির্ঝর বললেন, ‘‘আমি ‘আহা'র পরে আরেকটি ছবি করেছি৷ কিন্তু ছবিটি মুক্তির জন্য সেন্সর বোর্ডের অনুমতির অপেক্ষায় রয়েছে৷ ছবিটি আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে তৈরি৷ আমি ছবিটিতে একটি রূপক গল্পের আশ্রয় নিয়েছি৷ তবে ছবিটির বেশ কিছু অংশ আমাকে বদলে ফেলতে বলা হয়েছে৷ কিন্তু প্রযুক্তিগত কারণে তা সম্ভব হচ্ছে না৷ এখন আমি একসাথে নতুন করে বেশ কয়েকটি কাজের কথা ভাবছি৷ তবে প্রথম দু'টি কাজ একটু তাড়াহুড়োর মধ্যে করেছি৷ কিন্তু সামনের ছবিগুলোর জন্য বেশ ভালো প্রস্তুতি নিয়েছি৷ আশা করি সেগুলো বেশ ভালো কাজ হবে৷''

সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ