1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান সংসদের প্রথম অধিবেশন

২৪ অক্টোবর ২০১৭

৭০৯ জন সদস্য বিশিষ্ট নতুন জার্মান সংসদ সাবেক অর্থমন্ত্রী ভল্ফগাং শয়েবলে-কে নতুন সংসদ সভাপতি হিসেবে নির্বাচন করেছে৷ ৭৫ বছর বয়সি শয়েবলে ১৯৭২ সাল খেকে বুন্ডেস্টাগের সদস্য৷

ছবি: Reuters/H. Hanschke

প্রদত্ত ও বিধিসম্মত ৭০৪টি ভোটের মধ্যে শয়েবলে পেয়েছেন ৫০১টি ভোট ৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল প্রথমে শয়েবলে-কে অভিনন্দন জানান৷

সংসদ সভাপতি হিসেবে তাঁর প্রথম ভাষণে শয়েবলে এই পদে তাঁর পূর্বসুরী নরব্যার্ট লাম্যার্টকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷ লাম্যার্ট ২০০৫ সাল থেকে ২০১৭ সাল অবধি সংসদ সভাপতি ছিলেন৷

‘‘গণতন্ত্রের হৃদস্পন্দন হলো এই সংসদ,'' শয়েবলে তাঁর ভাষণে বলেন ও ঘোষণা করেন, ‘‘আমি মনে-প্রাণে একজন সাংসদ৷''

বিতর্ক ও বিরোধ সংসদীয় গণতন্ত্রের বুনিয়াদি সংস্কৃতির অঙ্গ হলেও, ন্যায়সম্মত ব্যবহার ও পারস্পরিক শ্রদ্ধাকে বাদ দেওয়া চলবে না বলে শয়েবলে মনে করেন৷ বিগত কয়েক মাসে যে ধরণের বিদ্বেষ ও অবমাননা সূচক মন্তব্য শোনা গেছে, সভ্য বিতর্কে তার কোনো স্থান নেই বলে শয়েবলে ঘোষণা করেন৷ ‘‘আমাদের এখানে মারামারি করলে চলবে না৷''

চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল প্রথমে শয়েবলে-কে অভিনন্দন জানানছবি: Reuters/F. Bensch

দক্ষিণপন্থি-জাতীয়তাবাদি এএফডি দল সংসদে আসন গ্রহণ করা সত্ত্বেও শয়েবলে সাংসদদের পরস্পরের সঙ্গে গণতান্ত্রিক আদানপ্রদানে ধৈর্য না হারাবার আবেদন জানান৷ তবে তিনি জানেন যে, উত্তেজনা ও বৈরিভাব অতীতেও এসেছে ও গেছে; কাজেই আগামীতে সংসদে যে ধরণের বিতর্কের অবতারণা ঘটবে, সে বিষয়ে তিনি উদ্বিগ্ন নন বলেও জানিয়েছেন৷

প্রবীণতম সাংসদ নিয়ে বিতর্ক

নতুন বুন্ডেস্টাগের ‘আল্টার্সপ্রেসিডেন্ট' বা ‘বয়োজ্যেষ্ঠ সভাপতি' হবার কথা বস্তুত ৭৭ বছর বয়সি ভিলহেল্ম ফন গটব্যার্গ-এর, যিনি এএফডি দলের সাংসদ৷ কিন্তু এ বছরের সূচনায় নিয়ম বদলে বয়সের পরিবর্তে সংসদীয় অভিজ্ঞতার ভিত্তিতে ‘আল্টার্সপ্রেসিডেন্ট' মনোনয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ এক্ষেত্রেও বস্তুত শয়েবলের ‘বয়োজ্যেষ্ঠ সভাপতি' হবার কথা ও অধিবেশন উদ্বোধন করার কথা৷ কিন্তু যেহেতু আগে থেকেই স্থির করা ছিল যে, শয়েবলে সংসদ সভাপতি হিসেবে নির্বাচিত হবেন, সেহেতু এফডিপি দলের ৭৬ বছর বয়সি সাংসদ অটো সল্মস নতুন সংসদের প্রথম অধিবেশন উদ্বোধনের দায়িত্ব পান৷

সল্মস তাঁর ভাষণে নির্বাচনি আইনের সংস্কার দাবি করে বলেন, ‘‘সংসদের এই অতিকায় আয়তন নাগরিকদের দৃষ্টিতে তার কর্মক্ষমতা ও ভাবমূর্তির হানি ঘটায়৷'' বর্তমান সংসদের সদস্যসংখ্যা ৭০৯, যা শুধু জার্মানিতেই নয়, বরং পশ্চিমা বিশ্বের অপরাপর সংসদের সঙ্গে তুলনাতেও একটা রেকর্ড৷ এছাড়া সংসদে উপস্থিত দলগুলির সংখ্যা চার থেকে বেড়ে ছয় হয়েছে৷

বিরোধীদলের ভূমিকায় এসপিডি

সামাজিক গণতন্ত্রী দল আগামীতে সংসদে মুখ্য বিরোধীদলের ভূমিকা নেবে৷ মঙ্গলবারের প্রথম অধিবেশনেই এসপিডি দল একটি প্রস্তাব আনে যে, চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল কমপক্ষে বছরে চার বার সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেবেন৷ ‘‘বুন্ডেস্টাগকে আবার রাজনৈতিক বিরোধ ও বিতর্কের প্রধান মঞ্চ করে তুলতে হবে,'' বলেন সংসদে এসপিডি দলের পার্টি হুইপ কার্স্টেন শ্নাইডার – এফডিপি দলের পার্টি হুইপমার্কো বুশমান যাকে ‘‘লোক-দেখানো ফাঁকা চমক'' বলে অভিহিত করেন৷

এসি/এসিবি (ডিপিএ, এএফডি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ