1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাঙালি আইএস জঙ্গি’

৭ জানুয়ারি ২০১৬

আইএস জঙ্গি, নাম আবু রুমায়েশ৷ ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে৷ আসলে নাকি বঙ্গসন্তান, ধর্মান্তরিত হবার আগের নাম সিদ্ধার্থ ধর৷ ব়্যাডিকাল ভাবধারার প্রতি আকৃষ্ট হয় সে৷ ইউরোপের অনেক তরুণদের মধ্যে এমন প্রবণতা দেখা যাচ্ছে৷

মুখোশ পরা ‘আসল’ জিহাদি জনছবি: SITE Intel Group/Handout via Reuters

এক অভিযানে ‘প্রথম' জিহাদি জন নিহত হয়েছে বলে দাবি করা হয়েছিল৷ ব্রিটিশ এই তরুণ তথাকথিত ইসলামিক স্টেট-এর নৃশংসতার প্রতিক হয়ে উঠেছিল৷ এবার আর এক ব্রিটিশ আইএস গোষ্ঠীর জঙ্গির মূল পরিচয় নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে৷

মুখোশ পরা সেই ব্যক্তি এক বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে হুমকি দিয়েছে৷ সেই ব্যক্তির সঙ্গে আবু রুমায়েশ-এর অনেক মিল খুঁজে পাওয়া যাচ্ছে৷ ব্রিটেনে জন্মের সময় তার নাম ছিল সিদ্ধার্থ ধর৷ ধর্মান্তরিত হবার পর সে আল মুহাজিরুন নামের এক কট্টরপন্থি গোষ্ঠীর অন্যতম প্রধান প্রতিনিধি হয়ে পড়ে৷ তার বোন কণিকা ধর এখনো পুরোপুরি নিশ্চিত নন, যে নতুন জিহাদি জন সত্যি তার ভাই কিনা৷

প্রথম অথবা দ্বিতীয় ‘জিহাদি জন'-এর জীবনকাহিনি মোটেই বিচ্ছিন্ন নয়৷ ইউরোপে জন্মগ্রহণ করে, মুক্ত ও উদার সমাজে বড় হওয়া সত্ত্বেও অনেক তরুণ-তরুণী আইএস-এর ভাবধারার প্রতি আকৃষ্ট হচ্ছে৷ আইএস তাদের লুফে নিয়ে নানাভাবে কাজে লাগাচ্ছে৷

ডয়চে ভেলের সঙ্গে এক সাক্ষাৎকারকে ফ্রান্সের অন্যতম রাষ্ট্রবিজ্ঞানী অলিভিয়ে রোয়া তরুণ প্রজন্মের মধ্যে এমন প্রবণতার বিশ্লেষণ করেছেন৷ তাঁর মতে, তরুণদের একাংশের বিদ্রোহী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটছে জিহাদি মনোভাবের মাধ্যমে৷ যেমনভাবে তিন দশক আগে চরম বামপন্থি ভাবধারা ইউরোপে তরুণদের আকৃষ্ট করতো৷ এছাড়া বিদেশি বংশোদ্ভূত বাবা-মায়ের সংস্কৃতির সঙ্গে অনেকে ইউরোপের মূল স্রোতের সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে পারছে না৷ গোটা বিষয়টির উপর বিস্তারিতভাবে আলোকপাত করেছেন অলিভিয়ে রোয়া৷

এসবি/ডিজি (রয়টার্স, এএফপি)

আপনি কি নতুন এই জিহাদি জন সম্পর্কে আরো তথ্য জানেন? তাহলে জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ