1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্প-রাশিয়া যোগাযোগ

১৮ মে ২০১৭

এত সহজে নিস্তার পাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প৷ এফবিআই প্রধান হিসেবে জেমস কোমি-কে বরখাস্ত করে রাশিয়ার ‘ভূত' তাড়ানোর আশা করেছিলেন তিনি৷ কিন্তু সেই সিদ্ধান্ত উলটে বিষয়টিকে আরও জটিল করে তুলেছে৷

রবার্ট ম্যুলার
ছবি: Getty Images/A. Wong

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ও ট্রাম্প টিমের সঙ্গে রাশিয়ার অবৈধ সম্পর্ক নিয়ে সন্দেহ কমার বদলে আরও বেড়ে গেছে৷ কারণ,প্রেসিডেন্ট ট্রাম্প সে বিষয়ে তদন্তে বাধা দেবার চেষ্টা করে চলেছেন৷ এবার মার্কিন কংগ্রেসের চাপে বিচার মন্ত্রণালয় প্রাক্তন এফবিআই প্রধান রবার্ট ম্যুলারকে নিরপেক্ষ তদন্তের দায়িত্ব দিয়েছে৷ উল্লেখ্য, ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার সময়ে তিনি এফবিআই-এর প্রধান ছিলেন৷ সংস্থার বিশাল সংস্কার করে তিনি দলমতনির্বিশেষে শ্রদ্ধার পাত্র হয়েছিলেন৷

রাশিয়ার প্রভাব সংক্রান্ত তদন্তের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, অর্থ ও ক্ষমতা পাচ্ছেন রবার্ট ম্যুলার৷ এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও তাঁকে বরখাস্ত করতে পারবেন না৷ তদন্তের ফলাফল সরাসরি বিচার মন্ত্রণালয়ের কাছে পেশ করবেন তিনি৷ ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টিন এই সিদ্ধান্তের ব্যাখ্যা করে বলেন, মার্কিন জনগণ এবার তদন্তের ফলাফলের উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারবেন৷ অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস নিজে ট্রাম্প টিমের সদস্য হিসেবে সন্দেহের পাত্র হওয়ায় নিজেকে রাশিয়া সংক্রান্ত তদন্ত থেকে দূরে রেখেছেন৷

এই খবর পেয়ে ট্রাম্প অন্তত প্রকাশ্যে শান্ত থাকার চেষ্টা করছেন৷ যদিও নেপথ্যে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ বলে কিছু মহল দাবি করছে৷

তিনি নিজের টিমকে ঐক্যবদ্ধ থেকে কাজে মন দেবার ডাক দিয়েছেন৷ এমনকি তিনি তদন্তকে স্বাগত জানিয়ে বলেছেন, তিনি নিজে পূর্ণাঙ্গ তদন্তের দাবি করে আসছেন, যাতে দ্রুত প্রমাণ হয়ে যায় যে, তাঁর নির্বাচনি প্রচারের সঙ্গে কোনো বিদেশি রাষ্ট্রের বিন্দুমাত্র সম্পর্ক ছিল না৷ তবে জেমস কোমিকে বরখাস্ত করার পর তাঁর এই বক্তব্য নিয়ে সন্দেহ আরও দানা বাঁধছে৷ বুধবার এক ভাষণে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, ইতিহাসে কোনো রাজনীতিক তাঁর মতো বঞ্চনার শিকার হননি৷

এসবি/এসিবি (রয়টার্স, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ