1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন নাগরিকত্ব আইন নিয়ে দিল্লিতে সহিংসতা

১৫ ডিসেম্বর ২০১৯

ভারতের রাজধানী নতুন দিল্লিতেও সহিংসতা হয়েছে৷ আগুন দেয়া হয়েছে বাসে৷ প্রতিবাদকারীদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ৷

Indien Assam | Protest gegen Staatsbürgerschaftsgesetz
সাম্প্রতিক ছবিছবি: Getty Images/AFP/B. Boro

নাগরিকত্ব আইন নিয়ে এবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজধানী নতুন দিল্লি৷ রোববার দিল্লির দক্ষিণাঞ্চলে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আসে৷ এ সময় বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে৷ জামিয়া মিলিয়া ইসলামিয়া নামের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মিছিল থেকে এই সহিংসতা ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম৷

এনডিটিভি জানিয়েছে, সেখানে তিনটি বাসে আগুন জ্বালিয়ে দেয়া হয়৷ কোনো কোনো গণমাধ্যম বলছে, শিক্ষার্থীদের মিছিলে বহিরাগত ও স্থানীয় দুর্বৃত্তরা ঢুকে উস্কানি দিয়েছে৷ সহিংসতার সাথে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে এক বিবৃতিতে দাবি করেছে শিক্ষার্থীরাও৷

 

এদিকে, সহিংসতার জের ধরে  চলা এই সমাবেশের ওপর পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার সেল নিক্ষেপ করে৷ কয়েকজনকে গ্রেফতারের খবরও জানিয়েছে সংবাদমাধ্যমগুলো৷ 

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ প্রবেশ করেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, অনুমতি না নিয়েই পুলিশ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে৷ এ সময় তারা জোরপূর্বক শিক্ষার্থী ও কর্মচারীদের ক্যাম্পাস থেকে বের করে দেয়৷ 

এক টুইট বার্তায় সহিংসতার ঘটনার নিন্দা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ যে কোনো সহিংসতা অগ্রহণযোগ্য উল্লেখ করে শান্তিপূর্ণ প্রতিবাদের আহবান জানান তিনি৷ 

এদিকে, দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি আম আদমি পার্টিকে উত্তেজনা ছড়ানোর জন্য দায়ী করেন৷ কেজরিওয়ালকে ‘বিশ্বাসঘাতক’ বলে আখ্যা দেন তিনি৷ 

উল্লেখ্য, গেল বুধবার ভারতের রাজ্যসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনটি পাস হয়৷ বৃহস্পতিবার তাতে স্বাক্ষর করেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ এই আইনের ফলে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি ও খ্রিষ্টানধর্মীদের দেশটির নাগরিত্ব পাওয়ার পথ সুগম হয়েছে৷ 

এই বিল পাশ হবার পর থেকেই উত্তরপূর্ব ভারত উত্তাল হয়ে ওঠে৷ বৃহস্পতিবার আসামের গৌহাটিতে পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলিবর্ষণ করে৷ সেখানে গুলিবিদ্ধ চারজনের এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে৷ 

সহিংসতা ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গেও৷ রোববার রাজ্যের বিভিন্ন জেলায় রেলস্টেশন ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে৷

এফএস/জেডএ

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ