1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন নাগরিকত্ব আইন মুসলিমবিরোধী নয়: মোদী

২২ ডিসেম্বর ২০১৯

বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে হতাহতের ঘটনা ঘটেছে৷ অনেকেই বলছেন এই আইন মুসলিমদের প্রতি বৈষম্যমূলক৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন বিরোধীরা সত্য ‘বিকৃত’ করছে৷

Indien Parteivernastaltung Narendra Modi  Rede
ছবি: Getty Images/AFP/P. Singh

বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে সংঘর্ষে ভারতের বিভিন্ন এলাকায় অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ বিক্ষোভ ও সহিংসতা কমারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না৷

গত সপ্তাহে পাস হওয়া এই আইনে প্রতিবেশি বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ভারতের নাগরিকত্ব আবেদনের প্রক্রিয়া সহজ করা হয়েছে৷ কিন্তু এই সংখ্যালঘুর তালিকা থেকে বাদ দেয়া হয়েছে মুসলিমদের৷ বিক্ষোভকারীরা পরদিনই ক্ষোভে ফেটে পড়েন৷ তাদের দাবি, এই আইন ভারতের অসাম্প্রদায়িক সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক৷

এই বিক্ষোভের মধ্যেই দিল্লির নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন মোদী৷ রাজধানী দিল্লির এই সমাবেশে তিনি বলেন, ‘‘এই আইন ১৩০ কোটি ভারতীয়র ওপর কোনো প্রভাব ফেলবে না৷ এবং আমি ভারতের মুসলিমদের আশ্বস্ত করতে চাই, এই আইন তাদের অবস্থানেও কোনো পরিবর্তন আনবে না৷’’

তার সরকার কোনো ধর্মীয় পক্ষপাতিত্ব ছাড়াই সংস্কার কাজ এগিয়ে নিচ্ছে বলেও দাবি করেন মোদী৷ তিনি বলেন, ‘‘কল্যাণমূলক প্রকল্প হাতে নেয়ার সময় আমরা কাউকেই জিজ্ঞেস করি না, তিনি মসজিদে যান না মন্দিরে৷’’

বরং বিরোধী দলগুলোর দিকে পালটা তির ছুঁড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ বলছেন, সরকারকে দুর্বল করার জন্য সত্য বিকৃত করছে তারা৷

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শনিবার কলকাতায় মিছিল বের করে ছাত্ররা ছবি: picture-alliance/AP Photo/B. Das

রোববারও রাজধানী নতুন দিল্লি ও উত্তর প্রদেশে বিক্ষোভ হওয়ার কথা রয়েছে৷ আগামি বছরের শুরুতেই দিল্লিতে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ পরিবর্তিত পরিস্থিতিতে মোদীর ভারতীয় জনতা পার্টি-বিজেপির জন্য এটি একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে৷ 

কঠোর অবস্থান

বিক্ষোভ মোকাবেলায় মোদীর সরকার কঠোর অবস্থানে রয়েছে৷ জমায়েত ঠেকাতে বিভিন্ন স্থানে জারি রয়েছে ১৪৪ ধারা৷ বিভিন্ন স্থানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে, তথ্য মন্ত্রণালয় সংবাদ মাধ্যমকে সহিংসতা ‘উসকে দেয়' এমন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে৷

নতুন দিল্লি, পশ্চিমবঙ্গ এবং আসামের বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে৷ কিন্তু এতো কিছুর পরও ঠেকানো যাচ্ছে না বিক্ষোভকারীদের৷

শনিবার মন্ত্রিসভার এক বৈঠকে নতুন আইন নিয়ে সরকারের ব্যাখ্যা জানাতে প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়েছে৷ বিজেপি দেশজুড়ে দুই শতাধিক সংবাদ সম্মেলন আয়োজন করার ঘোষণা দিয়েছে৷

এডিকে/এফএস (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ