1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি

৩ ফেব্রুয়ারি ২০১২

প্রধান বিরোধী দল দাবি, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আগে কোন কিছুই তাদের কাছে গ্রহণযোগ্য হবেনা৷ জবাবে আইনমন্ত্রী বলেছেন, অতীতে কখনোই এতো স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন গঠন হয়নি৷

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আগে নির্বাচন মেনে নেবে না বিএনপিছবি: Samir Kumar Day

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশন গঠন করতে হবে৷ কারণ ১৪ই ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে৷ রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের পর, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করা হয়৷ সার্চ কমিটি ৭ই ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে তাদের প্রস্তাব পাঠাবে৷ কিন্তু বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, যেভাবেই নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন, বিএনপি তা মেনে নেবেনা৷ আর বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, সরকার সাহস থাকলে সংসদের চলতি অধিবেশনেই তত্ত্বাবধায়কের বিল আনুক৷ বিএনপি তখন সংসদে গিয় তাতে সমর্থন দেবে৷

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে অনড় বিএনপিছবি: DW

জবাবে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, অতীতে কখনোই এতো স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেয়া হয়নি৷ এবারই প্রথম রাষ্ট্রপতি সব দলের সঙ্গে আলোচনা করে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছেন৷ বিরোধী দলের এটা মেনে নেয়া উচিত৷ তিনি বলেন, আর নির্বাচন কমিশনের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার মিলিয়ে ফেলা উচিত নয়৷ তাতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে৷

নিয়ম অনুযায়ী, সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের প্রতিটি পদের বিপরীতে দু'জন করে ব্যক্তির নাম প্রস্তাব করবে৷ রাষ্ট্রপতি তাদের মধ্য থেকেই নির্বাচন কমিশন গঠন করবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ