1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু

২২ ডিসেম্বর ২০১১

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান৷ বৃহস্পতিবার প্রথম দিন জাতীয় পার্টি ও জাসদের সঙ্গে সংলাপ হয়েছে৷

ফাইল ফটোছবি: picture-alliance/dpa

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন গঠনের জন্য একটি অনুসন্ধান কমিটি করার প্রস্তাব দিয়েছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ৷ বৃহস্পতিবার বেলা ১১টায় বঙ্গভবনে জাতীয় পার্টির ১৫ সদস্যের প্রতিনিধি দলের বক্তব্য শোনার মধ্য দিয়ে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির এই সংলাপ শুরু হলো৷ সংলাপের শুরুতে রাষ্ট্রপতি বলেন, ‘‘আমি ইচ্ছে করলে একাই নির্বাচন কমিশন নিয়োগ দিতে পারতাম৷ কিন্তু আমি মনে করি এক মাথা থেকে যে বুদ্ধি আসবে, তার চেয়ে ১০ জনের সঙ্গে কথা বললে ভুল হওয়ার সম্ভবনা কম থাকবে৷'' আলোচনার মাধ্যমে একটা সমাধান হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি৷

এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন তিন সদস্যের বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে৷ আইন অনুযায়ী রাষ্ট্রপতি এর আগেই নতুন কমিশন নিয়োগ দেবেন৷ সংলাপ শেষে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, আমরা নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটি করার প্রস্তাব দিয়েছি৷ এখন রাষ্ট্রপতি এটা বিবেচনা করে দেখবেন৷ প্রধান বিচারপতি, পিএসসি চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষকের মতো সাংবিধানিক পদগুলোতে থাকা ব্যক্তিদের নিয়ে এই সার্চ কমিটি করা যেতে পারে বলে মত দেন এরশাদ৷

এদিকে নতুন নির্বাচন কমিশন নিয়োগে একটি বিধিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ৷ যাতে সব দলের এমপিদেরও অংশগ্রহণ থাকবে৷ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে এই প্রস্তাব দেয়৷ সংলাপ শেষে জাসদ সভাপতি ইনু বলেন, আমরা নির্বাচন কমিশনার নিয়োগে একটি বিধিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছি৷ এর আওতায় তিন স্তরে বাছাই শেষে রাষ্ট্রপতি নতুন ইসি নিয়োগ দেবেন৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ