1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন নিষেধাজ্ঞা আরোপের জবাব কথায় না কাজেই দেয়া হবে : পিয়ংইয়ং

২৩ জুলাই ২০১০

উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের জবাব কথায় না কাজেই দেয়া হবে বলে হুমকি দিয়েছে পিয়ংইয়ং৷ হ্যনয়ে অনুষ্ঠানরত নিরাপত্তা সম্মেলনে উত্তরকোরিয়ার প্রতিনিধিদলের সদস্য রি টং ইল সাংবাদিকদের এই কথা বলেন৷

শুক্রবার হ্যানয়ে আসিয়ান সম্মেলনে অন্যান্যের সঙ্গে হিলারি ক্লিনটনছবি: AP

রি টং ইল সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপ এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর যৌথ মহড়ার পরিকল্পনা উত্তর কোরিয়ার সার্বভৌমত্য লংঘন করবে৷ আর এই সব কিছুরই সমুচিত জবাব দেবে পিয়ংইয়ং, তবে তা কথায় না কাজে৷ তিনি বলেন, টর্পেডো মেরে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেয়া হয়েছে বলে, যুক্তরাষ্ট্রের অভিযোগের পর বিভক্ত কোরিয় উপদ্বীপে বিস্ফোরণের এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্যে এশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন শুক্রবার৷ পিয়ংইয়ং-এর এই ধরনের আক্রমণাত্মক প্রতিক্রিয়ার পর, হ্যানয় সম্মেলন থেকেই তিনি এই আহ্বান জানান৷ সম্মেলনের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা সংলাপের সময় ক্লিনটন মিয়ানমারে গণতান্ত্রিক সংস্কারের জন্যে দেশটির সামরিক শাসকের ওপর চাপ প্রয়োগ করার জন্যে মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানান৷ একই সঙ্গে ক্লিনটন বলেন, ইরানের পারমাণবিক উচ্চাভিলাষ ভেঙে দিতে দেশটিকে স্পষ্ট ইঙ্গিত দেবার জন্যে এশিয়াকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগ দিতে হবে৷

২৭ সদস্যের আসিয়ান আঞ্চলিক ফোরামে ক্লিনটন বলেন, সদস্য দেশ ও প্রতিবেশীদের প্রতি এবং একই অঞ্চলের দেশের প্রতি হুমকির প্রতিক্রিয়া জানাতে সব দেশকে শক্তিশালি পদক্ষেপ নিতে হবে৷ আসিয়ানে আঞ্চলিক শক্তি চীন, জাপান, রাশিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডাও রয়েছে৷

চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন ক্লিনটন৷ গত মার্চ মাসে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেয়ার জন্যে ওয়াশিংটন এবং সৌল অভিযোগ করার পর, পিয়ংইয়ং-এর পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা আরও বেড়ে যায়৷ দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ ডুবির ঘটনায় ৪৬ জন নাবিক প্রাণ হারান৷

ক্লিনটন পরে সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন এমন একটি দিনের আশায় রয়েছে, যখন পিয়ংইয়ং হুমকি দেবার ব্যপারে কম সচেতন হয়ে সুযোগ সুবিধা কাজে লাগানোর ব্যাপারেই বেশি সচেতনতা দেখাবে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ