1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন নিয়মে বাংলাদেশ সিরিজ?

১৫ সেপ্টেম্বর ২০১৭

ক্রিকেট নিয়ে পরীক্ষা চলছেই৷ সবশেষ সংযুক্তি মাঠ থেকে খেলোয়াড়কে বহিষ্কারের ক্ষমতা৷ নিয়ম ঠিক হয়েছে আগেই৷ ১ অক্টোবর থেকে চালু হওয়ার কথা থাকলেও তিন দিন আগে বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজ থেকেই চালু হতে পারে নতুন নিয়ম৷

Bangladesch Cricket | Bangladesch vs. Australien
ছবি: Getty Images/R. Cianflone

ক্রিকেটের ইতিহাসে বারবারই নিয়মে এসেছে পরিবর্তন৷ কখনও কখনও খেলোয়াড়েদের অদ্ভুত কর্মকাণ্ডে নিয়ম পরিবর্তন করতে বাধ্য হয়েছে ক্রিকেট সংস্থা৷ আবার কখনও খেলাকে আরো আকর্ষণীয় করে তুলতে নেয়া হয়েছে নতুন ব্যবস্থা৷

এ বছরেরই জুন মাসে আইসিসির সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার বিষয়ে একমত হয় সদস্য রাষ্ট্রগুলো৷ কথা ছিল, ১ অক্টোবর থেকে চালু হবে এ সব নিয়ম৷ কিন্তু এবার তিন দিন এগিয়ে ২৮ সেপ্টেম্বর সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের টেস্ট ম্যাচ দিয়েই তা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ 

খেলোয়াড় বহিষ্কার

পচেফস্ট্রুমে ২৮ সেপ্টেম্বরের টেস্ট ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর৷ সফরে এটি ছাড়াও আরো একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দু'টি টি-টোয়েন্টি খেলা হবে৷ কিন্তু সম্ভবত ক্রিকেট বিশ্বের সবচেয়ে বেশি আগ্রহ থাকবে প্রথম টেস্ট ঘিরেই৷

খেলার অর্থে মাঠের লড়াই নয়, আক্ষরিক অর্থেও হয়ত লড়াই দেখতে চাইবেন অনেকে৷ কারণ? কে হবেন ক্রিকেট ইতিহাসে ‘লাল কার্ড' পাওয়া প্রথম ব্যক্তি!

ফুটবলের মতো আক্ষরিক অর্থে অবশ্য কাউকে লাল কার্ড দেখানো হবে না৷ কিন্তু মাঠে কোনো খেলোয়াড় গুরুতর অসদাচরণ করলে তাঁকে সাময়িক বা পুরো ম্যাচের জন্যই বাইরে বের করে দিতে পারবেন আম্পায়ার৷ অন্য সব শাস্তি আইসিসির ‘কোড অফ কন্ডাক্ট' অনুযায়ীই দেয়া যাবে৷

ইতিহাসের অংশ কে না হতে চায়? কিন্তু এমন ইতিহাসে প্রথম হিসেবে নিজের নাম ঢোকাতে চাইবেন এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া কঠিনই হবে৷ 

রান আউট

ক্রিজের লাইনের ভেতরে ব্যাটসম্যানের শরীর বা ব্যাটের কোনো অংশ মাটিতে লেগে থাকতে হবে৷ এতদিন এই ছিল নিয়ম৷ এমনকি পুরো শরীর ক্রিজ লাইনের ভেতরে থাকলেও, কোনো অংশ যদি মাটিতে না থেকে ভাসতে থাকে, তাহলেও ছিল রান আউট দেয়ার বিধান৷

কিন্তু নতুন নিয়ম কিছুটা স্বস্তি নিয়ে আসছে ব্যাটসম্যানদের জন্য৷ এখন থেকে কোনোভাবে ক্রিজের ভেতরে ঢুকতে পারলেই হলো৷ মাটিতে না থেকে আকাশে ভাসলেও আর আউট হবেন না ব্যাটসম্যানরা৷

রিভিউ ব্যবস্থা

এতদিন দু'টো করে রিভিউ নিতে পারতো এক একটি দল৷ তবে রিভিউ অসফল হলে কোটা থেকে বাদ পড়তো একটি রিভিউ৷ কিন্তু প্রযুক্তি কখনই ‘আউট' বা ‘নট আউট'-এর ক্ষেত্রে শতভাগ সঠিক সিদ্ধান্ত দিতে পারে না, বিশেষ করে লেগ বিফোর উইকেট বা এলবিডাব্লিউ-এর ক্ষেত্রে৷

আইসিসি চিন্তা করছে, যেখানে প্রযুক্তিই নিশ্চয়তা দিতে পারছে না, সেখানে তার দায় কোনো দলের ওপর চাপানোর মানে হয় না৷ ফলে এখন থেকে আম্পায়ার্স কলে আউটের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে অসফল হলেও তার দলের রিভিউ কমবে না৷

তবে টেস্টে ৮০ ওভার পর পর যে নতুন রিভিউ যোগ হওয়ার বিধান ছিল, বাদ দেয়া হয়েছে সে সুযোগ৷ এখন থেকে টি-টোয়েন্টিতেও থাকবে রিভিউয়ের সুযোগ৷ পাশাপাশি সব আন্তর্জাতিক ম্যাচে ‘বল ট্র্যাকিং' এবং ‘এজ ডিটেকশন' প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে৷

ব্যাটের আকারে পরিবর্তন

আইসিসির কাছে বেশ কিছু অভিযোগ এসেছিল৷ অনেক ব্যাটসম্যানই পুরু ব্যাট নিয়ে ব্যাট করতে নামছেন৷ পুরু ব্যাটের চেয়ে পাতলা ব্যাটের কানায় বল লেগে আউট হওয়ার সম্ভাবনা থাকে বেশি৷ বড় শট খেলার সুবিধাও পাতলা ব্যাটের চেয়ে পুরু ব্যাটে অনেক বেশি৷

ফলে এখন থেকে নির্ধারিত পুরুত্বের ব্যাটেই খেলতে হবে ব্যাটসম্যানদের৷ ব্যাট ১০৮ মিলিমিটারের চেয়ে চওড়া, ৬৭ মিলিমিটারের চেয়ে মোটা এবং ব্যাটের কানা ৪০ মিলিমিটারের চেয়ে বেশি পুরু হতে পারবে না৷

এডিকে/ডিজি (আইসিসি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ