নতুন পরিকল্পনায় গাজা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু
৬ আগস্ট ২০২৫
নতুন পরিকল্পনা আলোচনা করতে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। গাজা দখলের আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা।
ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাছবি: Jack Guez/AFP/Getty Images
বিজ্ঞাপন
আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকে বসার কথা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তার আগে দেশের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেনাপ্রধান ইয়াল জামিরের দপ্তর এই বৈঠক নিয়ে কোনো বিবৃতি না দিলেও বিশেষজ্ঞেরা মনে করছেন, গাজা যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যেই জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ শেষ করা তার অন্যতম লক্ষ্য। পাশাপাশি ভবিষ্যতে গাজা থেকে যাতে আর কোনো আক্রমণের আশঙ্কা না থাকে, তা নিশ্চিত করতে চান তিনি। এখনো গাজায় যে বন্দিরা আছেন, তাদের মুক্ত করাও তার অন্যতম লক্ষ্য।হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ অনেকগুলি দেশ।
গাজায় মানবিক বিপর্যয়, অনাহারে মারা যাচ্ছে শিশুরা
05:15
This browser does not support the video element.
সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর ইসরায়েলের গণমাধ্যমের একাংশ বলতে শুরু করেছে, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে গাজা দখলের বিষয়ে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার নিরাপত্তামূলক কমিটির সম্মতি ছাড়া এই পদক্ষেপ নিতে পারবেন না প্রধানমন্ত্রী।
জাতিসংঘের আশঙ্কা
জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল যদি গাজায় নতুন করে যুদ্ধের প্রস্তুতি নেয়, তাহলে তার ফল হবে ভয়ংকর। জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকা নিরাপত্তা পরিষদের বৈঠকে জানিয়েছেন, ইসরায়েল একাজ করলে বিপর্যয় নেমে আসবে। এর ফলে গাজায় এখনো যে বন্দিরা আছেন, তাদের জীবনও অনিশ্চিত হয়ে পড়বে। জেনকার মতে, ''গাজা সমস্যা এবং সার্বিকভাবে ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার সমাধান যুদ্ধ নয়।'' তবে একই সঙ্গে তার অভিমত, গাজায় বন্দি ব্যক্তিদের দ্রুত মুক্ত করার ব্যবস্থা করা উচিত।
গাজায় ইসরায়েলের হামলা : বাংলাদেশে প্রতিবাদ, বিক্ষোভ, ভাংচুর, লুটপাট
ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে৷ ইসরায়েলের বিরুদ্ধে তাই বিক্ষোভ চলছে বাংলাদেশ জুড়ে, উঠছে হামলা বন্ধের দাবি৷ বিক্ষোভের মাঝেই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটেছে৷ দেখুন ছবিঘরে...
ছবি: DW
ইসরায়েলের হামলার প্রতিবাদ
ফিলিস্তিনীদের প্রতি সংহতি জানিয়ে সোমবার বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে ধর্মঘটের ডাক দেয় বিভিন্ন সংগঠন৷ ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় হয় বিক্ষোভ মিছিল সমাবেশ৷ ঢাকার মার্কিন দূতাবাসের কাছাকাছিও একাধিক বিক্ষোভ মিছিল হয়েছে সোমবার৷
ছবি: DW
আলোচনায় হামলা, লুটপাট
গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিক্ষোভ হয়েছে,এখনো হচ্ছে৷ বাংলাদেশেও বিক্ষোভের ডাক দেওয়া হয়৷ কিন্তু সোমবার বেশ কয়েকটি জেলায় বিক্ষোভের সময় ভাংচুর, লুটপাটের ঘটনাও ঘটেছে৷
ছবি: Rafik Molla
চট্টগ্রামে বিক্ষোভ, ভাংচুর
সোমবার চট্টগাম শহরের বিভিন্ন স্থানে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে৷ বিক্ষোভের সময় ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটতে দেখা যায়৷
ছবি: Kamol Das
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট
বিক্ষোভের সময় জিইসি মোড়সহ চট্টগ্রাম নগরীর কয়েকটি স্থানে কেএফসি, পিৎজা হাট, পুমাসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট চালানো হয়৷এখানে নগরীর পুমা শোরুমে, হামলা, ভাংচুরের চিত্র৷
ছবি: Kamol Das
গাজীপুরে হামলা
সোমবার গাজীপুরের বিভিন্ন স্থানেও বিক্ষোভকারীদের একাংশ হামলা, ভাংচুর চালায়৷ এ সময় শহরের বাটা’র শোরুমসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়৷
ছবি: Dewan Mia
খুলনায় ভাংচুর
খুলনায় শহরেও বেশ কিছু স্থাপনায় ভাংচুর চালানো হয়৷ বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়, শহরের কেএফসি ও বাটা শোরুমে হামলা করে ব্যাপক ভাংচুর চালায় কতিপয় বিক্ষোভকারী৷
ছবি: AS Bishwash
হামলাস্থলে সেনাবাহিনী
ভাংচুরের পর পরিস্থিতি সামাল দিতে খুলনা শহরের একটি বাটার শোরুমের সামনে অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরা৷
ছবি: AS Bishwash
সিলেটে বিক্ষোভ, ভাংচুর, লুটপাট
সোমবার গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে সিলেটেও রাস্তায় নামেন বিক্ষুব্ধরা৷ বিক্ষোভের সময় শহরের বিভিন্ন স্থানে ভাংচুর, এমনকি লুটপাটের ঘটনাও ঘটেছে৷ ছবিতে সিলেট শহরের কেএফসি রেস্টুরেন্টে হামলা, ভাংচুরের মুহূর্ত৷
ছবি: Rafik Molla
কক্সবাজারে বিক্ষোভ, ভাংচুর
সোমবার কক্সবাজার শহরেও গাজায় ইসরেয়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে৷ এ সময় শহরের সুগন্ধা পয়েন্টের একটি কেএফসি রেস্তোরাঁয় হামলা ও ভাংচুর চালানো হয়৷
ছবি: AK Ahmed/DW
‘লুটের জুতো বিক্রির বিজ্ঞাপন’
সিলেটে কতিপয় বিক্ষোভকারী লুট করেই থেমে থাকেননি, বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের খবর অনুযায়ী কেউ কেউ বাটা’র শোরুম থেকে লুট করা জুতো অনলাইনে বিক্রির জন্য বিজ্ঞাপনও দিয়েছেন৷ এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ৷
ছবি: Rafik Molla
সারাদেশে আটক ৫৬
পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম ডয়চে ভেলেকে জানান, দেশের বিভিন্ন স্থানে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভের সময় ভাংচুর, লুটপাটের অভিযোগে ৫৬ জনকে আটক করা হয়েছে৷ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার ভিডিও দেখে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে৷ সন্দেহভাজন সবাইকে আটক না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে৷
ছবি: Dewan Mia
মঙ্গলবারও বিক্ষোভ
গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবারও সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন৷
ছবি: DW
12 ছবি1 | 12
জেনকা জানিয়েছেন, গাজায় খাবার নিয়ে হাহাকার চলছে। বুভুক্ষু মানুষ সামান্য খাদ্যের জন্য ছুটে বেড়াচ্ছেন। তবে গত কয়েকদিন ধরে জাতিসংঘের কর্মীরা আবার সেখানে ত্রাণ নিয়ে যেতে পারছেন।
ইসরায়েলের গণমাধ্যমের রিপোর্ট
সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা দখলের ইঙ্গিত দিয়েছেন বলে মনে করছে ইসরায়েলের গণমাধ্যমের একাংশ। তাদের বক্তব্য, যুদ্ধ যে নতুন করে শুরু হবে, তা মোটামুটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। তবে, কৌশল নিয়ে কোনো কথা বলেননি তিনি।
সম্প্রতি গাজায় বন্দি দুই ব্যক্তির ভিডিও প্রকাশ্যে এসেছে। তারপরেই গাজা দখলের কথা বলেছেন নেতানিয়াহু। এবার তা বাস্তবে হবে বলেই মনে করছে গণমাধ্যমের একাংশ।