1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন প্রজন্মের মহানায়ক বঙ্গবন্ধু

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১৫ আগস্ট ২০১৮

১৯৭৫ সালের ১৫ অগাস্ট সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে৷ তারপর ইতিহাস থেকে তাঁর নাম মুছে দেয়ার অপচেষ্টা চলে দীর্ঘদিন৷ কিন্তু ইতিহাস চলে তার নিজস্ব পথে৷ নতুন প্রজন্মের কাছে তাই তিনি  মহানায়ক৷

Sheik Mujibur Rahman
ছবি: AP

ঢাকা সিটি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র রায়হান শাহরিয়ার সাবিত৷ তার কাছে সবচেয়ে আকর্ষণীয় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ৷ যাঁরা সরসরি ১৯৭১ সালের ৭ মার্চের সেই ভাষণ শুনেছেন রেসকোর্স ময়দানে ( বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান), তাঁদের কেমন অনুভূতি হয়েছিল সাবিত হয়তো তা পুরোপুরি অনুভব বরতে পারছেন না, কিন্তু সে যখনই শোনেন তখনই এক ভিন্ন অনুভূতি হয়৷ বার বার শোনেন৷

সাবিত এ প্রসঙ্গে ডয়চে ভেলেকে বলেন, ‘‘৭ মার্চের ভাষণ পুরো জাতিকে উজ্জীবীত করেছে৷ স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ করেছে৷ আর এই ভাষণ আমার কাছে এখেনো সমান গুরুত্বপূর্ণ৷ এই ভাষণ শুনলে  আমি স্থির থাকতে পারি না, আমি উজ্জ্বীবিত হই৷''

সাবিত মনে করেন, ‘‘তিনি (বঙ্গবন্ধু) আমাদের মহান নেতা৷ আমাদের স্বাধীনতা দিয়েছেন৷ স্বাধীনতার জন্য উজ্জ্বীবিত করেছেন৷ তার গুরুত্ব আমাদের কাছে সবচেয়ে বেশি৷''

‘তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন’

This browser does not support the audio element.

সাবিত জানান, ‘‘আমরা বইয়ে, আলোচনায় এখন বঙ্গবন্ধুর কথা জানতে পারি৷ শিক্ষকদের কাছে জানতে পারি৷ বড়দের কাছে জানতে পারি৷ আর  ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়েও তাঁকে জানা যায়৷''

দেশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এটা স্পষ্ট হয় যে, এই প্রজন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে এখন বেশ স্বচ্ছ ধারণা রাখে৷ শিক্ষা প্রতিষ্ঠানে এবং পাঠ্যপুস্তকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্পর্কে জানার ব্যবস্থা রয়েছে৷ পাঠ্য বইয়ে আলাদা অধ্যায় রয়েছে৷ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা এ নিয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা সেশনের আয়োজন করেন৷

বাংলাদেশের দক্ষিণের জেলা পিরোজপুরের একটি উপজেলা মঠবাড়িয়৷ মঠবাড়িয়া সদরে কে এম লতিফ ইন্সটিটিউশন৷ সেখানকার দশম শ্রেণির ছাত্রী জান্নাত বিনতে জাহান৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বঙালি জাতির পিতা৷ তাঁর সবচেয়ে বড় গুণ তিনি আদর্শের বাস্তবায়ন ঘটাতে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন৷ তাঁর মধ্যে নেতৃত্ব দেয়ার বিরল গুণাবলী ছিল৷ তিনি  সবাইকে ঐক্যবদ্ধ করেছেন৷ এক স্বপ্ন বাস্তবায়নে সবাইকে মুক্তি সংগ্রামী বানিয়েছেন৷''

‘বঙ্গবন্ধুর দেশপ্রেম আমাদের জন্য অনুসরণীয়’

This browser does not support the audio element.

জান্নাত বিনতে জাহানের ভাষায়, ‘‘বঙ্গবন্ধুর দেশপ্রেম আমাদের জন্য অনুসরণীয়৷ এটা অনুসরণ করতে পারলে বিশ্বে আমরা মাথা উঁচু করে দাড়াতে পারব৷''

আরেক ছাত্র হাসিবুল্লাহ খান বলেন, ‘‘একজন ছাত্র হিসেবে বঙ্গবন্ধু আমার কাছে একজন আদর্শ মানুষ৷ তাঁর ব্যক্তিত্ব, আদর্শ, গুণাবলী আমার কাছে অনুসরণীয়৷ মানুষকে  একতাবদ্ধ করার অসাধারণ গুনাবলী তাঁর মধ্যে ছিল৷ আমি যদি তাঁকে অনুসরণ করি, তাহলে এই গুণাবলী আমার মধ্যেও নিয়ে আসতে পারব৷''

আরেক প্রশ্নের জবাবে হাসিবুল্লাহ বলেন, ‘‘বঙ্গবন্ধুর ওপর আমি কবিতা পড়েছি৷ পঞ্চম শ্রেণির বইয়ে তাঁর ওপর লেখা পড়েছি৷ স্কুলের লাইব্রেরিতে অনেক বই আছে বঙ্গবন্ধুর ওপর৷ আমি তা পড়েছি৷ আর আমাদের শিক্ষকরা ক্লাসেও বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করেন৷'' স্কুলের এ শিক্ষার্থী আরো বলেন, ‘‘আমি মনে করি, প্রত্যেক শ্রেণির পাঠ্য বইতেই বঙ্গবন্ধুর ওপর লেখা থাকা দরকার৷''

‘বঙ্গবন্ধু আমার কাছে একজন আদর্শ মানুষ’

This browser does not support the audio element.

এই প্রজন্মের খুব বড় একটা অংশের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন দেশ্রপ্রেমিক, আত্মত্যাগী মানুষ৷তাঁরা জেনেছেন, বঙ্গবন্ধু দেশের মানুষের জন্য কাজ করেছেন, সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন৷ তাঁর আদর্শ, ব্যক্তিত্ব অনুসরণীয়৷

নবম শ্রেণির ছাত্রী হুমায়রা ইয়াসমীন জানান, ‘‘আমাদের স্কুলে বঙ্গন্ধুর ওপর অনেক অনুষ্ঠান হয়৷ অনেক প্রতিযোগিতা হয়৷ আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনের ওপর বই পুরস্কার দেয়া হয়৷ এটা আমাদের বঙ্গবন্ধু সম্পর্কে জানতে সহায়তা করে৷''

হুমায়রা বলেন, ‘‘বঙ্গবন্ধু ছিলেন আপোষহীন এবং আত্মত্যাগে উদ্বুদ্ধ একজন মানুষ৷ তাঁর চরিত্রের এই দিকটি আমাকে অনেক বেশি আকর্ষণ করে৷''

‘বঙ্গবন্ধু ছিলেন আপোষহীন এবং আত্মত্যাগে উদ্বুদ্ধ একজন মানুষ’

This browser does not support the audio element.

আফিয়া ইন্তাজ যুথী৷ রংপুর ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের দশম শ্রেণির ছাত্রী৷ তার ভাষায়, ‘‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সম্পর্কে জানতে গিয়ে বঙ্গবন্ধুকে জানতে পারি৷ তিনি আমাদের জাতির পিতা৷ আমাদের স্বাধীনতার স্থপতি৷ স্বাধীনতার কথা জানতে গিয়ে যে নামটি বার বার আসে, তা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ তিনি আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, হতিহাস সবকিছুর সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন৷''

বঙ্গবন্ধুর দেশপ্রেমও মুগ্ধ করে তাকে, ‘‘বঙ্গবন্ধু দেশকে ভালোবেসিছিলেন৷ দেশের মানুষকে ভালোবেসেছিলেন৷ তিনি সোনার বাংলার স্বপ্ন দেখেছেন৷ আমরা যদি দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করি, তাহলেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন হবে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ