1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন প্রজন্মের যুদ্ধবিমান বানাবে জার্মানি, ফ্রান্স, স্পেন

১৮ মে ২০২১

অত্যাধুনিক নতুন ইউরোপীয় ফাইটার জেট বানাবে জার্মানি, ফ্রান্স ও স্পেন। ২০২৭ সালে এর প্রটোটাইপ তৈরি হয়ে যাবে।

আগামী প্রজন্মের যুদ্ধবিমানের মডেল। এটি তৈরি করা হয় ২০১৯ সালে। ছবি: Getty Images/AFP/E. Piermont

গত বেশ কিছু সপ্তাহ ধরে আলোচনার পর সম্মত হলো জার্মানি, ফ্রান্স ও স্পেন। তিন দেশ মিলে পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান. ড্রোন এবং কমিউনিকেশন নেটওয়ার্ক তৈরি করবে, যার আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের ব্যবহার করার ক্ষমতা থাকবে। এই প্রকল্পের নাম দেয়া হয়েছে ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম(এফসিএএস)।  

এর আগে এই প্রকল্পের মেধাসত্ত্ব ও কাজের বিভাজন নিয়ে তিন দেশ একমত হতে পারছিল না। কিন্তু সেই বিরোধ মিটিয়ে তিন দেশই এখন প্রকল্প চালু করার ব্যাপারে একমত হয়েছে। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী টুইট করে বলেছেন, ''একুশ শতকে ইউরোপের সার্বভৌমত্ব রক্ষার জন্য সব চেয়ে জরুরি প্রকল্প হাতে নিচ্ছে ফ্রান্স, জার্মানি ও স্পেন।''

এই প্রকল্পই হবে ইউরোপের সব চেয়ে ব্যয়বহুল প্রতিরক্ষা প্রকল্প। নতুন যুদ্ধবিমান ফ্রান্সের রাফাল এবং জার্মানি ও স্পেনের ইউরোফাইটারের স্থলাভিষিক্ত হবে।  ২০৪০ সালের মধ্যে সেই কাজ শেষ হবে। মোট খরচ হবে ১০ হাজার কোটি ইউরো।

সোমবার তিনটি দেশই ৩৫০ কোটি ইউরো দেয়ার কথা বলেছে। পুরো প্রকল্পের খরচ তিনভাগে ভাগ হবে এবং প্রতিটি দেশ সমান পরিমাণ অর্থ দেবে।

এফসিএএস তৈরি করবে কমব্যাট ক্লাউড, যা বিভিন্ন যুিদ্ধবিমানের মধ্যে যোগাযোগ বাড়াবে। ছবি: Airbus

জার্মানির তাড়া

এই চুক্তি করার জন্য জার্মানি তাড়া দিচ্ছিল। কারণ, আগামী সেপ্টেম্বরে জার্মানিতে নির্বাচন। তার আগে পার্লামেন্টের অনুমোদন নিয়ে অর্থ দেয়ার বিষয়টি পাকা করে নিতে চায় সরকার। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী টুইট করে বলেছেন, ''ভবিষ্যতের যুদ্ধবিমান তৈরি করার মাধ্যমে আমরা ইউরোপের ক্ষমতা, শিল্প এবং প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে পারব।''

প্রটোটাইপ ২০২৭-এ

ফ্রান্সের দ্যসল্ট এবং ইউরোপের বিমান তৈরির সব চেয়ে বড় সংস্থা এয়ারবাস মিলে এই প্রকল্প রূপায়ণ করবে। যুদ্ধবিমানের প্রটোটাইপ তৈরি হয়ে যাবে ২০২৭ সালের গোড়ায়। এতে প্রাথমিকভাবে রাফালের ইঞ্জিন থাকবে। নতুন যুদ্ধবিমানের জন্য ইঞ্জিন তৈরি করতে আরো কিছুটা সময় লাগবে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ