1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবসান হয়নি ‘ওড়না' আর ‘ছাগল' বিতর্কের

৩০ ডিসেম্বর ২০১৭

নতুন বছরে পাঠ্যপুস্তক কেমন হবে তা নিয়ে এবার রয়েছে ব্যাপক আগ্রহ৷ কারণ ২০১৭ সালের পাঠ্যপুস্তকের নানা বিষয় নিয়ে সমালোচনা চলেছে বছর জুড়ে৷ বিতর্কে ছিল ওড়না আর ছাগল৷ প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেয়া নিয়েও তৈরি হয় নানা বিতর্ক৷

২০১৭ সালের বইছবি: bdnews24.com

প্রাথমিকের পাঠ্য বইয়ে যে ওড়না বিতর্ক ছিল তার অবসান হয়েছে বলে মনে হচ্ছে না৷ ‘ও তে ওড়না দাও' এটা প্রাথমিকের বইয়ে থাকছে না৷ তবে জানা গেছে, এবার ওড়না জায়গা করে নিয়েছে প্রাক প্রাথমিকে৷ সেখানে আছে ‘ও তে ওড়না'৷

অনলাইন নিউজপোর্টাল বাংলা ট্রিবিউনের শিক্ষা বিষয়ক প্রতিবেদক রশিদ আল রুহানী ডয়চে ভেলেকে বলেন,‘‘নানা সূত্র থেকে যোগাড় করে আমার নতুন বছরের কিছু বই দেখার সুযোগ হয়েছে৷ চলতি বছরের প্রাথমিকের বাংলা পাঠ্যপুস্তকে ওড়না এবং ছাগলের গাছে উঠে আম খাওয়া নিয়ে বিতর্ক ছিল৷ নতুন বছরে বইয়ে সেই ওড়না পড়া মেয়েটিকে সরিয়ে নেয়া হয়েছে৷ সেখানে ওজনের একটি চিত্র দেয়া হয়েছে৷ ওজনের ওপর মেয়েটিকে রাখা হয়েছে৷ পাঠও পরিবর্তন করা হয়েছে৷  আর যেখানে ছাগল গাছে উঠে আম খাচ্ছিল তার জায়গায় ছাগলটিকে গাছ থেকে নামিয়ে দেয়া হয়েছে৷

‘অজ নিয়ে এর আগে বিতর্ক হবার পরও শব্দটি পরিবর্তন করা হয়নি’

This browser does not support the audio element.

রুহানী বলেন,‘‘প্রাথমিক থেকে ওড়না সরানো হলেও প্রাক প্রাথমিকে নতুন করে তা জায়গা করে নিয়েছে৷ প্রাক প্রাথমিকে ‘ও' দিয়ে ওড়না চেনানো হয়েছে এবং একটি মেয়েকে ওড়না পরিয়ে রাখা হয়েছে৷ আর ছাগলকে গাছ থেকে নামানো হলেও ছাগলকে আগের মত ‘অজ' ই লেখা হয়েছে৷ অজ অর্থ ছাগল হলেও এমন একটি অপরিচিত শব্দ ব্যবহার নিয়ে এর আগে বিতর্ক হবার পরও শব্দটি পরিবর্তন করা হয়নি৷ আর ছাগলের আম খাবার বিষয়টি এখানে অপ্রাসঙ্গিক এবং হাস্যকর৷''

এই সাংবাদিক আরো বলেন, ‘‘ওই একই ছাগলের ছবি আরো পাঁচ জায়গায় প্রাথমিকের একই বইয়ে ব্যবহার করা হয়েছে৷ একটি পাঠ্যপুস্তকে এত ছাগল কেন?''

এছাড়া চলতি পাঠ্যপুস্তক নিয়ে রয়েছে আরো গুরুতর অভিযোগ৷ যেমন অনেকে মনে করছেন, পাঠ্যপুস্তকে হেফাজতে ইসলামের নানা আবদার মানা হয়েছে৷ তাদের দাবিতে হিন্দু এবং প্রগতিশীল লেখকদের কিছু লেখা বাদ দেয়া হয়৷ নতুন বছরের পাঠ্যপুস্তকে তার কোনো পরিবর্তন আছে কিনা জানতে চাইলে রুহানী বলেন, ‘‘না সেখানেও  কোনো পরিবর্তন বা পরিমার্জন আসেনি৷ নতুন বইয়ে তা আগের বইয়ের মতই আছে৷ যাদের লেখা বাদ দেয়া হয়েছিল তাদের লেখা নতুন করে আবার অন্তর্ভুক্ত করা হয়নি৷''

‘ওড়না আসলে কোনো ভুল ছিলো না, এটা নিয়ে বিরূপ সমালোচনা হয়েছে’

This browser does not support the audio element.

নতুন বছরের পাঠ্যপুস্তক বিতর্ক নিয়ে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের(এনসিটিবি) সদস্য অধ্যাপক মশিউজ্জামান বলেন,‘‘ওড়না আসলে কোনো ভুল ছিলো না৷ এটা নিয়ে বিরূপ সমালোচনা হয়েছে৷ তাই আমরা নতুন প্রাথমিকের বইয়ে ওড়না রাখিনি৷ আর ছাগল গাছ থেকে নামিয়ে দিয়েছি৷''

প্রগতিশীল ও হিন্দু লেখকদের যেসব লেখা বাদ দেয়া হয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন,‘‘ওই অভিযোগের কোনো সত্যতা নেই৷ আর তাদের লেখা নতুন বছরের বইয়েও থাকছে না৷'' তিনি দাবি করেন, এবার শিক্ষার্থীরা ভুল ভ্রান্তি মুক্ত বই পাচ্ছে৷

নানা সমালোচনা থাকলেও জানা গেছে এবারের বইয়ের ছাপা এবং কাগজের মান ভালো৷ আর সব বইয়ের কাভারই মোটা কাগজে লেমিনেটিং করা৷

প্রতিবছরের মত এবারও সারাদেশের স্কুলগুলোতে পাঠ্যপুস্তক উৎসব হবে৷ বছরের প্রথম দিনেই প্রাথমিক এবং মাধ্যমিকের সব শিক্ষার্থীরা পাবে বিনামূল্যে সরকারি বই৷ এরইমধ্যে জেলা এবং উপজেলা পর্যায়ে নতুন বই পৌঁছে গেছে৷ এবার প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিকের বিদ্যালয় ও মাদ্রাসার চার কোটি ৪২ লাখ শিক্ষার্থীর মধ্যে সাড়ে ৩৫ কোটি বই বিতরণ করা হবে৷

এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ