1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

নতুন বছরে ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ার

২ জানুয়ারি ২০২৩

মধ্যরাতে ৪৫টি ড্রোন নিয়ে আক্রমণ চালায় রাশিয়া, অভিযোগ ইউক্রেনের। ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার ড্রোন
ছবি: Oleksii Chumachenko/AA/picture alliance

রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, মধ্যরাতে গোটা পৃথিবী যখন নতুন বছরকে স্বাগত জানাচ্ছে, সে সময় ইউক্রেনের রাজধানীতে সাইরেন বেজে ওঠে। একের পর এক ড্রোন দিয়ে আক্রমণ শুরু হয়। ইউক্রেনের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এই আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানিয়েছেন। নষ্ট হয়েছে দুইটি স্কুল। চারজনের মৃত্যু হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন জেলেনস্কি।

জেলেনস্কি বলেছেন, ৪৫টি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে রাশিয়া। অধিকাংশ ড্রোন আকাশেই ধ্বংস করেছে ইউক্রেনের সেনা এবং বিমানবাহিনী। তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট। ধন্যবাদ জানিয়েছেন বেসামরিক মানুষদেরও যেভাবে তারা দেশের জন্য লড়াই করছেন, তাকে কুর্নিশ জানিয়েছেন জেলেনস্কি। পাশাপাশি তিনি বলেছেন, রাশিয়ার সেনা ভয় পেযে গেছে। তারা বুঝে গেছে, এই যুদ্ধ তারা জিততে পারবে না। জেলেনস্কি বলেছেন, এক বছরে প্রবল চেষ্টা করেও রাশিয়া ইউক্রেনকে দখল করতে পারেনি, আগামীদিনেও পারবে না। ইউক্রেন নিজের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাবে। রাশিয়া বুঝে গেছে যে, তারা হেরে গেছে।

রাশিয়া অবশ্য জানিয়েছে, ইউক্রেনের ড্রোন ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছিল। বেসামরিক মানুষদের মারার কোনো উদ্দেশ্য তাদের নেই। তাদের আক্রমণ সফল হয়েছে বলেও দাবি করেছে রাশিয়া।

আগামী ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হবে। রাশিয়া এখনো ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারিতে জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি আলোচনার ব্যবস্থা চেয়েছে ইউক্রেন।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ