এই বিষয়ে নানান মত থাকলেও চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে দ্বিমত নেই৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিদ্যার অধ্যাপক ত্রিদিব চক্রবর্তী মনে করেন, টানাপোড়েন থাকলেও বর্তমানের স্থিতাবস্থাই বহাল থাকবে৷
বিজ্ঞাপন
নতুন বছরেও চীনের তর্জন গর্জন, আস্ফালনের ধারাবাহিকতা চলবে৷ এশিয়ায় আধিপত্য ধরে রাখতে সেটা থাকবে৷ কিন্তু তা বিস্ফোরণের পর্যায়ে যাতে না যায়, সে বিষয়ে সজাগ থাকবে চীন৷ এর প্রেক্ষিতে, নতুন বছরে এশিয়ার ভূ-রাজনৈতিক অভিমুখ তাহলে কোন দিকে যেতে পারে সেটাই প্রশ্ন৷ গোটা এশিয়া মহাদেশের পক্ষে বিশেষ করে ভারতের পক্ষে সেটা কতটা শুভ বা কতটা অশুভ হবে, কি ধরণের ভূ-রাজনৈতিক পরিস্থিতির মুখে পড়তে হবে, সেই পরিস্থিতির মোকাবিলায় কি ধরণের আগাম স্ট্র্যাটিজি তৈরি রাখতে হবে ভারতকে তাই নিয়ে বিচার বিশ্লেষণ চলছে বিশেষজ্ঞ মহলে৷ কারণ ভারতের ঘাড়ে শ্বাস ফেলে যাচ্ছে চীন৷ তাই মাথা ব্যথার যথেষ্ট কারণ থাকবে ভারতের৷
২০১৬ সালে এশিয়ার কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা
এশিয়ার জন্য কেমন ছিল ২০১৬ সাল? বাংলাদেশে জঙ্গি হামলা হয়েছে, উত্তপ্ত ছিল কাশ্মীর, তাইওয়ান পেয়েছে নতুন নারী প্রেসিডেন্ট, চলে গেছেন থাইল্যান্ডের দীর্ঘদিনের রাজা, আর...
দুই পরমাণু পরীক্ষা
২০১৬ সালের ৬ জানুয়ারি উত্তর কোরিয়া ঘোষণা দেয় যে, তারা হাইড্রোজেন বোমা পরীক্ষা করেছে৷ তবে পরে জানা যায়, আসলে সেটি ছিল একটি ‘নিয়মিত’ পরমাণু পরীক্ষা৷ পরে ফেব্রুয়ারিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি৷ সেপ্টেম্বরের ৯ তারিখে বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন এই দেশটি আরেকটি পরমাণু পরীক্ষা চালায়৷ এসব কর্মকাণ্ডের কারণে জাতিসংঘ দেশটির উপর আরও নিষেধাজ্ঞা জারি করে৷
ছবি: picture-alliance/dpa/Xinhua
মিয়ানমারে ঐতিহাসিক ক্ষমতা হস্তান্তর
প্রায় অর্ধ শতক সামরিক শাসনের অধীনে থাকার পর মিয়ানমারের প্রথম বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন থিন চ৷ তিনি এক সময় অং সান সু চির সহপাঠী ছিলেন৷
ছবি: Getty Images/AFP/N. C. Naing
মাদকের বিরুদ্ধে দুতের্তের যুদ্ধ
জুনে ফিলিপাইন্সের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পরই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন রদ্রিগো দুতার্তে৷ তাদের হত্যা করার আহ্বান জানান তিনি৷ দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে ইতিমধ্যে কয়েকহাজার মাদক ব্যবসায়ী প্রাণ হারিয়েছে৷
ছবি: Imago/Kyodo News
প্রথম নারী প্রেসিডেন্ট
তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন সাই ইং-ভেন৷ তিনি তাঁর পূর্বসুরির মতো চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার পক্ষে নন৷ ডিসেম্বের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর টেলিফোন আলাপে চীন অসন্তোষ প্রকাশ করে৷
ছবি: Reuters/P. Chuang
তালেবান কমান্ডারকে হত্যা
মে মাসে পাকিস্তান-আফগানিস্তানের মাঝে কোনো এক জায়গায় মার্কিন ড্রোন হামলায় নিহত হন মুল্লাহ আখতার মনসুর৷ ২০১৫ সালে তালেবান কমান্ডার হিসেবে প্রতিষ্ঠাতা মুল্লাহ ওমরের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি৷ মনসুরের মৃত্যুর পর দায়িত্ব নিয়েছেন হায়বাতুল্লাহ আখুনজাদা৷
নেদারল্যান্ডসের হ্যাগে অবস্থিত ‘দ্য পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন’ গত মে মাসে এক রায়ে দক্ষিণ চীন সাগরের কিছু অংশের প্রতি চীনের যে দাবি তা বাতিল করে দেয়৷ রায় যায় ফিলিপাইনের পক্ষে৷ চীন এই রায় প্রত্যাখ্যান করেছে৷
ছবি: picture-alliance/AP Photo/Xinhua/Z. Chunming
সন্ত হলেন টেরেসা
সেপ্টেম্বরের ৪ তারিখ পোপ ফ্রান্সিস মাদার টেরেসাকে ক্যাথলিক সন্ত বলে ঘোষণা করেন৷ ১৯১০ সালে মেসিডোনিয়ায় জন্ম নেয়া টেরেসা ১৯২৯ সালে ভারতে যান৷ এরপর থেকে সেখানেই মানুষের সেবা করেছেন৷ তাঁর কাজের জন্য ১৯৭৯ সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন৷
ছবি: picture-alliance/AP Photo/A. Carconi
থাই রাজার মৃত্যু
১৯৪৬ সাল থেকে থাইল্যান্ডের রাজা ছিলেন ভূমিবল আদুলিয়াদে৷ দীর্ঘদিন রোগ ভোগের পর অক্টোবরের ১৩ তারিখ তিনি মারা যান৷ তাঁর প্রয়াণের পর পুরো থাইল্যান্ড জুড়ে যে মাতম চলছে, এমনটা আর কখনো দেখা যায়নি৷ ডিসেম্বরে নতুন রাজা হিসেবে দায়িত্ব নেন ক্রাউন প্রিন্স মাহা ভাজিরালংকর্ন৷
ছবি: picture-alliance/dpa/R. Yongrit
পাকিস্তানে রক্তপাত
অক্টোবরের ২৪ তারিখ কোয়েটা শহরের পুলিশ একাডেমিতে সশস্ত্র বন্দুকধারীরা হামলা চালায়৷ এতে ৬১ জন ক্যাডেট নিহত হন৷ তথাকথিত ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করে৷ আগস্টে একই শহরে একটি হাসপাতালে আত্মঘাতী হামলায় ৭১ জন নিহত হন৷
ছবি: picture-alliance/dpa/J. Taraqai
বাংলাদেশে জঙ্গি হামলা
জুলাইতে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় বনানি থানার ওসি সালাহ উদ্দিন খান ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল করিম ছাড়াও ১৭ জন বিদেশি নাগরিক ও তিন জন বাংলাদেশি নিহত হন৷ তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস এই হামলার দায় স্বীকার করে৷
ছবি: bdnews24.com
10 ছবি1 | 10
পূর্ব-পশ্চিম সীমান্তের প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তানের অল-ওয়েদার ফ্রেন্ডশিপের বুলি যে নিছক বুলি নয়, তার প্রমাণ পাকিস্তানের সঙ্গে সামরিক, অর্থনৈতিক তথা রাজনৈতিক আঁতাত৷ যার প্রমাণ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর যার পরিসর পাকিস্তান ছাড়িয়ে ইরান ও মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত হচ্ছে৷ সিপিইসি-এর অধীনে পাকিস্তানে উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে আগামী বছর চীন ১২ হাজার কোটি ডলার ঢালবে৷ বানিয়ে দেবে গদর বন্দর, সড়ক, হাইওয়ে, রেলপথ ও পাইপলাইন৷ আপাতদৃষ্টিতে এটা উন্নয়নমূলক হলেও এর ভূ-রাজনৈতিক গুরুত্ব অপরিসীম৷ ভারতের পক্ষে সেটা, বলা বাহুল্য, উদ্বেগজনক৷
এশিয়ার ওপর নিরঙ্কুশ আধিপত্য কায়েম রাখতে ২০১৭ সালেও চীন তার এই রোডম্যাপ হাতে নিয়েই চলবে সন্দেহ নেই৷ চীনের মতলব নিয়ে পাকিস্তানের রাজনৈতিক মহলের একটা অংশ ইতিমধ্যেই আশংকা প্রকাশ করেছে৷ তাঁরা মনে করিয়ে দিয়েছে, বাণিজ্যের পথ ধরে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে গোটা ভারতকে কুক্ষিগত করেছিল, শাসন করেছিল৷ কে বলতে পারে, বণিকের মানদন্ড দেখা দেবে না রাজদন্ডরুপে?
ভারতের কপালে ভাঁজ পড়ার আরও একটা কারণ পুরানো বন্ধু রাশিয়াও তার সুর বদলে চীন-পাকিস্তানের সুরে কথা বলছে৷ গত মঙ্গলবার চীন, পাকিস্তান ও রাশিয়ার মধ্যে, তাদের মতে, আফগান পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা হয়৷
এই নতুন অক্ষরেখা বা গ্রুপে ইরানকেও টানা হতে পারে৷ এর প্রেক্ষিতে আগামী বছরে কাশ্মীর পরিস্থিতি বাগে আনতে হিমশিম খেতে হবে মোদী সরকারকে৷ কাশ্মীর পরিস্থিতি আরও ঘোলা হতে পারে৷
প্রিয় পাঠক, আপনার কিছু বলার থাকলে নীচে মন্তব্যের ঘরে লিখুন৷