1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন বছরে ভারতের ভবিষ্যৎ পরিস্থিতির পূর্বাবলোকন

১ জানুয়ারি ২০১১

দুর্নীতি, সহিংসতা ও নিরাপত্তার মতো জটিল সমস্যার আবর্ত থেকে ২০১১ সালের নতুন বছরে ভারতের মনমোহন সিং-এর জোট সরকার কী তার উত্তরণের পথ খুঁজে পাবে? কতটা সফল হবে সরকার এর মোকাবিলায? কী বলছেন বিশেষজ্ঞরা?

vendor, carries, earthen, pots, Allahabad, India, water. heat, wave, conditions,
পাল্টাবে কি এসব খেটে খাওয়া মানুষের ভাগ্য?ছবি: AP

বিভিন্ন জটিল সমস্যায় কণ্টকিত ড. মনমোহন সিং-এর কংগ্রেস জোট সরকার ২০১১ সালের নতুন বছরে দেশকে সুস্থ ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা জানতে চেয়েছিলাম বিশেষজ্ঞদের কাছে৷ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পলিটিক্যাল স্টাডিজের অধ্যাপক এ.কে রায় ডয়চে ভেলেকে বলেন, সরকারের বর্তমান প্রশাসনিক কাঠামোয় আইন শৃঙ্খলা বা মাওবাদী সমস্যার মতো ইস্যুর মোকাবিলা করা মুশকিল৷ প্রশাসনে যে পরিমাণ দুর্নীতি ঢুকেছে তার পরিবর্তনের আশা কম৷ অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়তো হবে, কিন্তু সহিংসতা, দুর্নীতি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেটা প্রশাসনিক দুর্বলতা থেকে আসে তার কোন হেরফের হবে না৷

পররাষ্ট্র ক্ষেত্রে অধ্যাপক রায়ের অভিমত, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক হয়তো সহজ হতে পারে, কারণ ভারত ও পাকিস্তান দু'দেশই এখন মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর৷ যুক্তরাষ্ট্রই চাইবেনা দু'দেশের মধ্যে উত্তেজনা বাড়ুক৷ চীন দলাইলামা বা অরুণাচল নিয়ে বিতর্ক তৈরি করলেও খুব বেশি ঝঞ্ঝাট করবেনা৷ চীনের নজর এখন আঞ্চলিক ক্ষেত্র থেকে আন্তর্জাতিক ক্ষেত্রের দিকে বেশি৷ অন্যদিকে, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভূমিকার বিশেষ পরিবর্তন হবে না৷

নতুন বছরে ভারতের অর্থনৈতিক ছবিটা কেমন হতে পারে সে সম্পর্কে বিশিষ্ট অর্থনীতিবিদ অভিরুপ সরকার ডয়েচে ভেলেকে বললেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার একই থাকবে, না হয় সামান্য বাড়তে পারে৷ দেশে ধনী গরিবের অসাম্য বাড়বে৷ গরিবরা বাজার অর্থনীতির আওতায় এখনো আসতে পারেনি৷ তার জন্য সরকারকে নিতে হবে বিশেষ পদক্ষেপ৷ দীর্ঘকাল ধরে কৃষি ক্ষেত্রকে অবহেলা করার দরুণ সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারবে না৷ কৃষিকে অবহেলা করায় মাথা পিছু খাদ্য উৎপাদন কমেছে অন্যদিকে বেড়েছে জনসংখ্যা৷

জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে নতুন বছরে ভারতের সাফল্য সম্পর্কে খুব একটা আশাবাদী নন জওহরলাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী ড: সৌমিত্র মুখোপাধ্যায়৷ ডয়েচে ভেলেকে বললেন, পরিবেশ বিজ্ঞান নিয়ে যেসব বিজ্ঞানী কাজ করছেন, তাঁরা বিজ্ঞানের চেয়ে বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন রাজনীতিবিদদের ওপর৷ দ্বিতীয়ত, দেশের পরিবেশগত ভবিষ্যৎ নির্ভর করে ভূমি ব্যবহারের ওপর৷ জলাভূমি বুজে আসছে ধীরে ধীরে৷ অনেক বাঁধ তৈরি হচ্ছে যার সম্ভাব্যতা রিপোর্ট ঠিকমত যাচাই করা হয়না৷জলবায়ু পরিবর্তনের সঙ্গে ভূমি ব্যবহারের একটা সামঞ্জস্য থাকা দরকার৷ গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে ভারত অনেকটা সফল হয়েছে নতুন বছরে আরও হতে পারে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ