২০১৫ সালের শুরুর দিকে দেশে রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে বেশ কয়েকজন মানুষের প্রাণ গিয়েছিল৷ বাধাগ্রস্ত হয়েছিল সাধারণ মানুষের চলাফেরা৷ কিন্তু যে কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল সেই কারণটি এখনও থেকে যাওয়ায় আশঙ্কা থেকেই গেছে৷
বিজ্ঞাপন
বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচন৷ বেশিরভাগ আসনে প্রার্থী না থাকায় প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হন সাংসদরা৷ এই নির্বাচন অনুষ্ঠানের এক বছর পূর্তিতে ২০১৫ সালের শুরু থেকেই সরকার পতন ও নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করে বিএনপি৷ ফলে ছড়িয়ে পড়ে সহিংসতা, যার বলি হয় সাধারণ মানুষ৷
একসময় কোনো সাফল্য ছাড়াই আন্দোলনের পথ ছেড়ে আসতে বাধ্য হয় বিএনপি৷ তবে নতুন নির্বাচন অনুষ্ঠানের দাবি থেকে সরে আসেনি তারা৷ শুরুতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবির কথা বললেও এখন তারা বলছে, সব দলের অংশগ্রহণে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করলেই হবে৷ তারা দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের বিরোধী অবস্থানে এখনো আছে৷ তবে স্থানীয় সরকারের নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে৷ ওদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের মন্ত্রীরা সাফ জানিয়ে দিয়েছেন যে, নির্বাচন হবে পাঁচ বছর মেয়াদ শেষে, ২০১৯ সালে এই সরকারেরই অধীনে৷
অন্যরকম নির্বাচন
দশম জাতীয় সংসদ নির্বাচনের ১৫৩টি আসনে একক প্রার্থী থাকায় রবিবার অর্ধেকের বেশি আসনে ভোট গ্রহণ হয়নি৷ নির্বাচনের দিনের কিছু ছবি দিয়ে সাজানো হয়েছে এই ছবিঘর৷
ছবি: DW/M. Mamun
নিরাপত্তা ব্যবস্থা
দশম জাতীয় সংসদ নির্বাচন সফল করতে সরকার ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করে৷ এজন্য ৫৯ জেলায় বিভিন্ন বাহিনীর প্রায় সাড়ে চার লাখ সদস্য মোতায়েন করা হয়৷ বাকি পাঁচটি জেলায় নির্বাচনের প্রয়োজন পড়েনি৷
ছবি: DW/M. Mamun
অলস সময়
ভোটার না থাকায় ঢাকার মিরপুরের হাজী আশ্রাফ আলী হাইস্কুলে স্থাপিত ভোটকেন্দ্রের সামনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অলসভাবে সময় কাটাতে দেখা যাচ্ছে৷
ছবি: DW/M. Mamun
ভোটারের জন্য অপেক্ষা
ঢাকার বঙ্গবন্ধু অ্যাকাডেমি ভোটকেন্দ্রের ছবি এটি৷ কেন্দ্রে প্রবেশ করতে ভোটারদের জন্য বাঁশ ও দড়ি দিয়ে নির্ধারিত স্থান চিহ্নিত করা হয়েছে৷ কিন্তু ভোটার নেই৷
ছবি: DW/M. Mamun
এখানেও একই অবস্থা
ছবিটি হারম্যান মাইনার কলেজ কেন্দ্রের৷ পাশাপাশি স্থাপিত কয়েকটি বুথ যেন খাঁ-খাঁ করছে৷ জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ, জানিপপ-এর চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ডয়চে ভেলেকে জানান, ভোটার উপস্থিতি কম হবে এটাই স্বাভাবিক৷ কারণ এটি একটি ভিন্ন ধরনের নির্বাচন৷ একতরফার সঙ্গে আছে ব্যাপক সহিংসতা এবং বিরোধী দলের হরতাল-অবরোধ৷
ছবি: DW/M. Mamun
বিড়ম্বনার শিকার
নির্বাচনে ভোট দিতে গিয়ে ভোটার তালিকায় নাম খুঁজে না পেয়ে অনেক ভোটার ফিরে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ তবে কেউ কেউ অবশ্য কষ্টটা শিকার করেই ভোট দিয়েছেন৷ ছবিতে মিরপুরের একটি কেন্দ্রে ভোটারদের সিরিয়াল নম্বর খুঁজতে দেখা যাচ্ছে৷ তাঁদের সহায়তা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা৷
ছবি: DW/S. Kumar Dey
ভোটাধিকার প্রয়োগ
ভোট দিচ্ছেন একজন ভোটার৷ অবশ্য তাঁর মতো ভাগ্যবান হতে পারেননি দেশের মোট ভোটারের শতকার ৫২ জন৷ অর্ধেকেরও বেশি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এসব ভোটারের ভোট দেয়ার সুযোগ ছিল না৷ এই কারণে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীও ভোট দিতে পারেননি৷
ছবি: DW/M. Mamun
নারী ভোটার
ঢাকার একটি কেন্দ্রে ভোট প্রয়োগের অপেক্ষায় কয়েকজন নারী ভোটার৷
ছবি: DW/M. Mamun
উৎসাহে কমতি নেই
আব্দুল হাকিম নামে ৮৯ বছরের এই ভোটার দুই ব্যক্তির সহায়তায় ঢাকার একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন৷
ছবি: DW/M. Mamun
সেনা সদস্যদের পাহারা
দুজন ভোটার ভোট দিতে যাচ্ছেন৷ কেন্দ্রের নিরাপত্তায় সেখানে ছিলেন সেনা সদস্যরা৷
ছবি: DW/M. Mamun
9 ছবি1 | 9
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. শান্তনু মজুমদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘এই মধ্যবর্তী বা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের দাবি বিএনপি ২০১৬ সালে জোরাল করতে পারবে বলে মনে হয় না৷ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়া এবং অর্থনীতির প্রবৃদ্ধি সাধারণ মানুষকে কিছুটা স্বস্তিতে রেখেছে৷ তাই সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের দাবির উত্তাপ ছড়িয়ে দেয়া বিএনপির জন্য কঠিন হবে৷'' তিনি বলেন, ‘‘দেশের মধ্যে যে সব বিচ্ছিন্ন সহিংসতা হচ্ছে, তা অব্যাহত থাকলেও আওয়ামী লীগ এক ধরনের আত্মতুষ্টিমূলক অবস্থানেই থাকবে বলে মনে হয়৷''
শান্তনু মজুমদারের কথায়, ‘‘আমার মনে হয়, আগামীতে স্বাধীন রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার লড়াই হবে রাজনীতির প্রধান উপজীব্য৷ আমাদের সংসদ কার্যকর নয়, রাজনৈতিক দলগুলো কাজ করে না, নির্বাচন কমিশন স্বাধীন নয়৷ নব্বইয়ের পর বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রার যে সূচনা হয়েছিল, তা আমরা কাজে লাগাতে পারিনি৷ আমরা তত্ত্বাবধায়ক সরকারের পিছনে সময় ব্যয় করেছি, কিন্তু গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় এই সব প্রতিষ্ঠানের দিকে কোনো নজর দেইনি, যা আমাদের আরো ভোগাবে৷''
বাংলাদেশে জঙ্গি হামলার শিকার যারা
চলতি বছর ইসলামপন্থিরা একের পর এক হামলা চালিয়ে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে৷ এতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন৷ চলুন জানা যাক ২০১৫ সালের কবে, কারা হামলার শিকার হয়েছেন...৷
ছবি: Getty Images/AFP/Uz Zaman
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্লগার খুন
একুশে বইমেলা থেকে ফেরার পথে ২৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুন হন ব্লগার এবং লেখক অভিজিৎ রায়৷ কমপক্ষে দুই দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে হত্যা করে৷ এসময় তাঁর স্ত্রী বন্যা আহমেদও গুরুতর আহত হন৷ বাংলাদেশি মার্কিন এই দুই নাগরিককে হত্যার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী ‘আনসারুল্লাহ বাংলা টিম’৷ পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
বাড়ির সামনে খুন
ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে হত্যা করা হয় ঢাকায়, গত ৩০ মার্চ৷ তিন দুর্বৃত্ত মাংস কাটার চাপাতি দিতে তাঁকে কোপায়৷ সেসেময় কয়েকজন হিজরে সন্দেহভাজন দুই খুনিকে ধরে ফেলে, তৃতীয়জন পালিয়ে যায়৷ আটকরা জানায়, তারা মাদ্রাসার ছাত্র ছিল এবং বাবুকে হত্যার নির্দেশ পেয়েছিল৷ কে বা কারা এই হত্যার নির্দেশ দিয়েছে জানা যায়নি৷ বাবু ফেসবুকে ধর্মীয় উগ্রপন্থিদের বিরুদ্ধে লিখতেন৷
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images
সিলেটে আক্রান্ত মুক্তমনা ব্লগার
শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে ব্লগার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে৷ গত ১২ মে সিলেটে নিজের বাসার কাছে খুন হন নাস্তিক অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগার অনন্ত বিজয় দাস৷ ভারত উপমহাদেশের আল-কায়েদা, যাদের সঙ্গে ‘আনসারুল্লাহ বাংলা টিম’-এর সম্পর্ক আছে ধারণা করা হয়, এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে৷ দাস ডয়চে ভেলের দ্য বব্স জয়ী মুক্তমনা ব্লগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন৷
ছবি: picture-alliance/EPA/Str
বাড়ির মধ্যে জবাই
ব্লগার নিলয় চট্টোপাধ্যায়কে, যিনি নিলয় নীল নামেই বেশি পরিচিত ছিলেন, হত্যা করা হয় ঢাকায় তাঁর বাড়ির মধ্যে৷ একদল যুবক বাড়ি ভাড়ার আগ্রহ প্রকাশ করে ৮ আগস্ট তাঁর বাড়িতে প্রবেশ করে এবং তাঁকে কুপিয়ে হত্যা করে৷ নিজের উপর হামলা হতে পারে, এমন আশঙ্কায় পুলিশের সহায়তা চেয়েছিলেন নিলয়৷ কিন্তু পুলিশ তাঁকে সহায়তা করেনি৷ ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে, তবে তার সত্যতা যাচাই করা যায়নি৷
ছবি: Getty Images/AFP/Uz Zaman
জগিংয়ের সময় গুলিতে খুন বিদেশি
গত ২৮ সেপ্টেম্বর রাতে জগিং করার সময় ঢাকার কূটনৈতিক এলাকায় খুন হন ইটালীয় এনজিও কর্মী সিজার তাবেলা৷ তাঁকে পেছন থেকে পরপর তিনবার গুলি করে দুর্বৃত্তরা৷ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে দাবি করেছে জিহাদিদের অনলাইন কর্মকাণ্ডের দিকে নজর রাখা একটি সংস্থা৷ তবে বাংলাদেশে সরকার এই দাবি অস্বীকার করে বলেছে ‘এক বড় ভাইয়ের’ তাঁকে হত্যা করেছে দুর্বৃত্তরা৷
ছবি: picture-alliance/AP Photo/ A.M. Ahad)
রংপুরে নিহত এক জাপানি
গত ৩ অক্টোবর রংপুরে খুন হন জাপানি নাগরিক হোশি কুনিও৷ মুখোশধারী খুনিরা তাঁকে গুলি করার পর মোটরসাইকেলে করে পালিয়ে যায়৷ ইসলামিক স্টেট এই হত্যাকাণ্ডেরও দায় স্বীকার করেছে, তবে সরকার তা অস্বীকার করেছে৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন না যে তাঁর দেশে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীটির উপস্থিতি রয়েছে৷
ছবি: picture-alliance/AP Photo
হোসনি দালানে বিস্ফোরণ, নিহত ১
গত ২৪ অক্টোবর ঢাকার ঐতিহ্যবাহী হোসনি দালানে শিয়া মুসলমানদের আশুরার প্রস্তুতির সময় বিস্ফোরণে এক কিশোর নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হন৷ বাংলাদেশে এর আগে কখনো শিয়াদের উপর এরকম হামলায় হয়নি৷ এই হামলারও দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট, তবে সরকার সে দাবি নাকোচ করে দিয়ে হামলাকারীরা সম্ভবত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী জেএমবি-র সদস্য৷ সন্দেহভাজনদের একজন ইতোমধ্যে ক্রসফায়ারে মারা গেছে৷
ছবি: Getty Images/AFP/M. Zaman
ঢাকায় প্রকাশক খুন
গত ৩১ অক্টোবর ঢাকায় দু’টি স্থানে কাছাকাছি সময়ে দুর্বৃত্তরা হামলা চালায়৷ এতে খুন হন এক ‘সেক্যুলার’ প্রকাশক এবং গুরুতর আহত হন আরেক প্রকাশক ও দুই ব্লগার৷ নিহত প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের সঙ্গে ঢাকায় খুন হওয়া ব্লগার অভিজিৎ রায়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল৷ জঙ্গি গোষ্ঠী ‘আনসার-আল-ইসলাম’ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
প্রার্থনারত শিয়াদের গুলি, নিহত ১
গত ২৭ নভেম্বর বাংলাদেশের বগুড়ায় অবস্থিত একটি শিয়া মসজিদের ভেতরে ঢুকে প্রার্থনারতদের উপর গুলি চালায় কমপক্ষে পাঁচ দুর্বৃত্ত৷ এতে মসজিদের মুয়াজ্জিন নিহত হন এবং অপর তিন ব্যক্তি আহত হন৷ তথকথিত ইসলামিক স্টেট-এর সঙ্গে নিজেদের সম্পৃক্ততা দাবি করা স্থানীয় একটি গোষ্ঠী হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে৷
ছবি: picture-alliance/AP Photo
9 ছবি1 | 9
অন্যদিকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘সাধারণ মানুষের আকাঙ্খা সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন৷ তবে ২০১৬ সালে সেই নির্বাচন হবে বলে আমি মনে করি না৷ কারণ বিএনপির রাজনৈতিক শক্তি প্রায় ধ্বংস হয়ে গেছে৷ জনমতকে সংগঠিত করবে কে? সরকারের মধ্যে এখন একটা ‘থোরাই কেয়ার করি' ভাব আছে৷ তাঁরা মনে করছেন যে, তাঁরা দেশের উন্নয়নে অনেক কাজ করছেন৷''
তিনি আরো বলেন, ‘‘সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতি কোনদিকে যাবে – তা এখন বলা অনেকটাই কঠিন৷ যদি কোনো কারণে শাসক দল আওয়ামী লীগ কোনো ঝামেলায় পড়ে তাহলে তারা হয়ত নির্বাচনের দিকে যাবে৷ কিন্তু সেটা কেমন নির্বাচন হবে, তা বলা মুশকিল৷''
বন্ধুরা, আপনার কী মনে হয়? আগামীতে বাংলাদেশের রাজনীতি কোনদিকে যাবে? লিখে জানান নীচের ঘরে৷
সারা দেশে হত্যা ও হামলার প্রতিবাদ
জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিন জনকে হত্যাচেষ্টার প্রতিবাদ চলছে সারা দেশে৷ ছবিঘরে প্রতিবাদ কর্মসূচির কিছু মুহূর্ত৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
বর্বরোচিত হামলায় প্রকাশক হত্যা
শনিবার ঢাকার আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রকাশনীর স্বত্তাধিকারী ফয়সাল আরেফিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ শনিবার তাঁর দাফন সম্পন্ন হয়৷ ছবিতে দীপনের মরদেহ দেখে তাঁর স্ত্রীর কান্নায় ভেঙে পড়ার মূহূর্ত৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
আরেক প্রকাশকসহ তিনজন গুরুতর আহত
একই দিনে আরেক হামলায় শুদ্ধস্বর প্রকাশনের স্বত্তাধিকারী আহমেদুর রশীদ টুটুল, লেখক তারেক রহিমক এবং কবি ও ব্লগার রণদীপম বসুকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা৷ জাগৃতির লালমাটিয়ার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে৷ ছবিতে চিকিৎসাধীন আহমেদুর রশীদ টুটুল৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
তাৎক্ষণিক প্রতিবাদ
প্রকাশক ও লেখকদের ওপর হামলার প্রতিবাদে শনিবারই রাজপথে নামে মানুষ৷
ছবি: picture-alliance/AP Photo/ A.M. Ahad
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
প্রকাশক ও লেখকদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল৷ প্রতিবাদমুখর জনতা হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
বই প্রকাশ অপরাধ?
এই প্রথম বাংলাদেশে বই প্রকাশের জন্য প্রকাশককে প্রাণ দিতে হলো৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
‘আসুন লেখালেখি বন্ধ রাখি’
প্রতিবাদ সমাবেশের একটি ব্যানারে লেখা, ‘আসুন লেখালেখি বন্ধ রাখি’৷ হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে এসে এমন তৎপরতা রোধে প্রশাসন ব্যর্থ – এমন ক্ষোভই প্রকাশ পেয়েছে লেখালেখি বন্ধ রাখার কথায়৷ তবে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো-তে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জানান, হাসপাতালে চিকিৎসাধীন প্রকাশক টুটুল জানিয়েছেন যে, তাঁর ওপর যত হামলাই হোক, ভবিষ্যতেও তিনি বই প্রকাশ করবেন৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
হরতালে পিছালো জেএসসি
জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিন জনকে হত্যার চেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ৷ এই কর্মসূচির কারণে মঙ্গলবারের জেএসসির পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টা থেকে শুরু করা হবে৷ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষাসূচির এই পরিবর্তনের কথা জানানো হয়৷ (ফাইল ফটো)
ছবি: picture-alliance/landov
মামলা
ফয়সল আরেফিন দীপন হত্যার ঘটনায় তাঁর স্ত্রী ডা. রাজিয়া রহমান শাহবাগ থানায় মামলা করেছেন৷ শুদ্ধস্বরের কর্ণধারসহ তিনজনের ওপর হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে৷ ওপরের ছবিতে কবি, ব্লগার রণদীপম বসু৷