1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেলেন যারা

১০ জানুয়ারি ২০২৪

৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছেন শেখ হাসিনা৷ সেখানে তিনি প্রধানমন্ত্রী এবং ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকছেন৷ বুধবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ তথ্য জানান৷

বাংলাদেশের সচিবালয়
বুধবার রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানানছবি: Mortuza Rashed/DW

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, নতুন মন্ত্রিসভা আগামীকাল বৃহস্পতিবার শপথ নেবে৷ সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হবে৷ এ জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে৷

এবারের মন্ত্রিসভায় বর্তমান মন্ত্রিসভা থেকে বেশ কয়েকজন মন্ত্রীকে স্থান দেয়া হয়েছে৷ তাদের মধ্যে আছেন: আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আসাদুজ্জামান খান কামাল, দীপু মনি, তাজুল ইসলাম, আনিসুল হক, হাছান মাহমুদ, সাধন চন্দ্র মজুমদার, মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন ও ফরিদুল হক খান৷

নতুনদের মধ্যে মন্ত্রিসভায় জায়গা পেতে যাচ্ছেন: কর্নেল (অব.) ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মোহাম্মদ আব্দুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, আব্দুস সালাম, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুস শহীদ এবং নাজমুল হাসান পাপন৷

টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আবারও স্থান পেয়েছেন বর্তমান মন্ত্রিসভার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান৷ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেনকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন শেখ হাসিনা৷

প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন আওয়ামী লীগের আরো ১১ জন সংসদ সদস্য৷ তাদের মধ্যে রয়েছেন: সিমিন হোসেন রিমি, নসরুল হামিদ, জুনায়েদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মুহিবুর রহমান, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম টিটু এবং খালিদ মাহমুদ চৌধুরী৷

এদের মধ্যে নসরুল হামিদ, জুনায়েদ আহমেদ পলক, জাহিদ ফারুক এবং খালিদ মাহমুদ চৌধুরী বর্তমান মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বরত আছেন৷

জাতীয় সংসদ ভবনে বুধবার শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যেরা৷ছবি: Press Information Department of Bangladesh

বর্তমান মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীদের মধ্যে বাদ পড়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীসহ আরো কয়েকজন৷ এছাড়াও বর্তমান মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা শাহরিয়ার আলমকেও রাখা হয়নি নতুন মন্ত্রিসভায়৷

আর বর্তমান মন্ত্রিসভায় থাকা সদস্যদের মধ্যে পদোন্নতি পেয়েছেন মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন ও ফরিদুল হক খান৷ মহিবুল বর্তমান মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আর জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন ফরহাদ হোসেন৷ আর ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছনে ফরিদুল হক খান৷

তবে মন্ত্রিসভা ঘোষণা করা হলেও এখনও দপ্তর বণ্টন করা হয়নি৷ মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার শপথের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের দপ্তন বণ্টন করা হবে৷

আজ জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন নব নির্বাচিত সংসদ সদস্যরা৷ ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পায় ক্ষমতাসীন আওয়ামী লীগ৷ ২৯৮টি আসনের মধ্যে ২২২টি আসন পেয়েছে দলটি৷ দুটি আসনে পরে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তবে, এবারও মন্ত্রিসভায় ১৪ দলের কোনো শরিককে রাখা হয়নি৷

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রীদের নিয়োগ দেয়া হয়েছে৷

টিএম/এসিবি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ