1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন মন্ত্রীদের ভাবনায় রাজনীতি-অর্থনীতি

১৪ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন মন্ত্রিসভা শপথ নেয়ার পর শুরু করেছেন অফিস৷ রোববার সকাল থেকে সচিবালয়ে মন্ত্রীদের কার্যালয়ে একে একে আসতে থাকেন নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা৷

Bangladesch | Außenminister Hasan Mahmud
রোববার গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় বক্তব্য রাখছেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ (ছবিতে মাঝে)৷ ছবি: PID

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২৬ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন৷ এরপর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করেন৷

যোগদানের পর সাংবাদিকদের তারা জানিয়েছেন সরকারের মন্ত্রী হিসেবে নিজেদের পরিকল্পনার কথা৷ দেশীয় অর্থনীতিক চাকাকে আরো গতিশীল করা এবং আন্তর্জাতিক কূটনীতির চ্যালেঞ্জের নিয়ে কথা বলেছেন তারা৷

চাপ অনুভব করছি না: পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের পর প্রতিবেশী ভারত, চীন, রাশিয়ার পক্ষ থেকে অভিনন্দন বার্তা পেলেও পশ্চিমা অনেক দেশের বিবৃতিতে নির্বাচন নিয়ে খুব একটি সন্তুষ্টি প্রতিফলিত হয়নি৷

নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেব দায়িত্ব পাওয়া ড. হাছান মাহমুদ নিজ দপ্তরে রোববার সাংবাদিকদের বলেন, ‘‘বিভিন্ন দেশের নানা পারসেপশন (ধারণা), ন্যারেটিভ (পটভূমি) থাকে৷ কিন্তু দিন শেষে সবাই একসঙ্গে কাজ করব, এটাই হচ্ছে মূল বিষয়৷ সবাই আমাদের উন্নয়ন সহযোগী৷ সবাইকে সঙ্গে নিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব৷ তবে আমরা সবার সঙ্গে বন্ধুত্বের পাশাপাশি বিভিন্ন দেশের কনসার্নগুলোকে (উদ্বেগ) মূল্য দেব৷’’

ভোটের আগে থেকে অ্যামেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের অবস্থান এবং ভোট পরবর্তী সময়ে জাতিসংঘসহ নানা সংগঠনের উদ্বেগ নিয়ে নতুন সরকার কোনো চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন গত সরকারের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা এই আওয়ামী লীগ নেতা৷

তিনি বলেন, ‘‘আমরা কোনো চাপ অনুভব করছি না৷ নির্বাচন নিয়ে বহু চাপ, গভীর চাপ, মধ্যম চাপ—নানা ধরনের চাপ ছিল৷ নানা চাপ উতরে নির্বাচন হয়ে গেছে৷ সুতরাং আমরা কারও কোনো চাপ কখনো অনুভব করি না৷’’

অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণ যাদের প্রত্যাখান করেছে, তাদের নিয়ে চিন্তা নেই এমন মন্তব্যই করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷ তিনি অবশ্য এই কথার মধ্য দিয়ে বিএনপিসহ সমমনা যে দলগুলো নির্বাচনে অংশ নেয়নি তাদের দিকেই ইঙ্গিত করেছেন৷    

রাজধানীর সচিবালয়ে রোববার নতুন করে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এসব কথা বলেন৷

মন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ৷ তারা এ সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে৷

অর্থনীতিতে রাতারাতি সমাধান দেখছেন না অর্থমন্ত্রী

নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা সাবেক কূটনীতিক আবুল হাসান মাহমুদ আলীকে এবার দেয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব৷ করোনা মহামারি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরবর্তী বৈশ্বিক অর্থনীতির চাপ পড়েছে বাংলাদেশে৷ তাই বিশ্লেষকেরা বলছেন অর্থমন্ত্রীর সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ৷

দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন অফিসে এসে সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন নতুন অর্থমন্ত্রী৷ আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘‘অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে, সেটা মোকাবিলায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব৷’’

উচ্চ মূল্যস্ফীতি, টাকার মান কমে যাওয়া, বৈদেশিক মুদ্রার মজুত কমতে থাকা মিলিয়ে নাজুক পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি৷ টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসা শেখ হাসিনা সরকার কীভাবে এই পরিস্থিতি সামাল দেবেন এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা৷

রোববার সচিবালয়ে সাংবাদিকদের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘‘সমস্যা সমাধানে অবশ্যই কাজ করব৷ এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন হবে৷ কোনো সমস্যা রাতারাতি সমাধান হবে না৷ এ জন্য সময় দিতে হবে৷’’

অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র চলছে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে টানাপড়েনের মধ্যেই অনুষ্ঠিত হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন৷ সেই টানাপড়েন যে শেষ হয়ে যায়নি তা বুঝা যাচ্ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কথায়৷

মন্ত্রী হিসেবে কাজ শুরু করার প্রথম দিনে সাংবদিকদের বললেন, ‘‘অনেকে ভেবেছে এই নির্বাচন আমরা করতে পারব না৷ তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেছে৷ আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়িত করেছি৷ এখন আমাদের চ্যালেঞ্জ আসবে আমরা জানি৷’’

রোববার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, ‘‘বিদেশের চাপ আসবে৷ আমাদের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র আছে৷ এগুলো অতিক্রম করতে হবে, এগুলোকে ভয় পেলে চলবে না৷ সাহস রাখতে হবে৷’’

মজুতদারদের দমনের আশ্বাস বাণিজ্য প্রতিমন্ত্রীর

দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস সাধারণ মানুষের৷ আর তাই নতুন সরকার কীভাবে এই পরিস্থিতি সামাল দেবে সেদিকে দৃষ্টি থাকবে সবার৷

অবশ্য বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) আশার বাণী শোনালেন৷ বললেন, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং মজুতদারদের শক্ত হাতে দমন করা হবে৷

দুমাস পরেই শুরু হচ্ছে রমজান৷ আর তাই খুব দ্রুতই অবশ্য পরীক্ষায় নামতে হবে প্রতিমন্ত্রীকে৷ মজুতদারদের ঠেকিয়ে বাজার স্থিতিশীল রেখে সাধারণ মানুষের কষ্ট লাঘবের এই প্রতিশ্রুতি রাখতে পারবেন কি না সেটিই এখন দেখার বিষয়৷

দুর্নীতি রোধে ছাড় না দেয়ার বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

সারাদেশে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে ‘জিরো টলারেন্স মেইনটেইন' করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন৷

আগুনে পোড়া রোগীদের দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসার এই চিকিৎসকের ওপর আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ রোববার কাজ শুরুর প্রথম দিনেই মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব, মহাপরিচালক, ঊর্ধতন কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় করেন তিনি৷

এসময় মন্ত্রী আরো বলেন, ‘‘স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি নতুন কোন লোক নই৷ প্রধানমন্ত্রী আমাকে গুরুদায়িত্ব দিয়েছেন৷’’

শিগগিরই দেশের হাসপাতালগুলো পরিদর্শন করার কথা জানিয়ে তিনি আরো বলেন, ‘‘টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত স্বাস্থ্যসেবার মান বাড়াতে আমার সাধ্যের সবটুকু দিয়ে কাজ করব৷’’

আরআর/টিএম (ডেইলি স্টার, যুগান্তর, বাসস)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ