1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়ার নতুন মিসাইল?

৩১ জুলাই ২০১৮

উত্তর কোরিয়া নতুন করে মিসাইল তৈরি করছে বলে ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রের৷ গোয়েন্দা স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে৷

Nordkorea Sanumdong Satellitenbild der Raketenproduktion
ছবি: Reuters/Planet Labs Inc.

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র যে কারখানায় তৈরি করা হয়েছিল, সেখানে নতুন করে কার্যক্রম শুরুর তথ্যও পেয়েছেন গোয়েন্দারা৷

দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা কমাতে আলোচনার মধ্যেই প্রকাশ হলো এ প্রতিবেদন৷ মাত্র কয়েক সপ্তাহ আগেই এ নিয়ে ঐতিহাসিক এক বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার কিম জং উন

ছবিতে যা দেখা গেছে

ন্যাশনাল জিওস্প্যাটিয়াল-ইন্টেলিজেন্স এজেন্সির পাওয়া ছবি বিশ্লেষণে দেখা গেছে, তরল জ্বালানি পরিচালিত এক বা ততোধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) তৈরির কাজ চলছে৷

সানুমডং এলাকায় অবস্থিত গবেষণাগারে যানবাহন আসা-যাওয়ার ছবি পাওয়া গেছে বলে রয়টার্সকে জানিয়েছেন এক জ্যেষ্ঠ কর্মকর্তা৷ অতীতে আইসিবিএম পরিবহনে ব্যবহার হতো, এমন গাড়ির ছবিও পেয়েছেন মার্কিন গোয়েন্দারা৷

Two Koreas to hold summit

01:01

This browser does not support the video element.

তবে ছবি দেখে ক্ষেপণাস্ত্র তৈরি এখন কোন পর্যায়ে আছে, তা নিশ্চিত হওয়া যায়নি৷

নিশ্চুপ ওয়াশিংটন

গোয়েন্দা প্রতিবেদনের প্রেক্ষিতে হোয়াইট হাউজের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি৷ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকেও কোনো মন্তব্য না এলেও, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানানো হয়েছে৷

চুক্তি পুরোপুরি কার্যকরের আগে উত্তর কোরিয়ার কাছ থেকে কিছু প্রত্যাশা করা বোকামি বলে মনে করেন স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা জোয়েল উইট৷ এক টুইটে তিনি স্নায়ুযুদ্ধের সময়কার যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যকার পরিস্থিতিও উদাহরণ হিসেবে তুলে ধরেছেন৷

এডিকে/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ