1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন যুগের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট

১১ জুন ২০১১

চোকার খ্যাত দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সাফল্যের জন্য গ্যারি কার্স্টেনকে বেছে নেওয়ার পর এখন বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাঁর সামনে৷ বিশ্বকাপ জয়ী ভারতের কোচিং শেষে এবার নিজ দেশকে তিনি কী দিতে পারেন সেটি দেখতে চায় সবাই৷

গ্যারি কার্স্টেন (ফাইল ফটো)ছবি: AP

আসলে গোটা দলেই বেশ পরিবর্তন এনেছে প্রোটিয়াস দল৷ ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন অধিনায়ক এবিডি ভিলিয়ার্স এবং সহ অধিনায়ক হিসেবে হাশিম আমলার নিয়োগ তার প্রমাণ দিচ্ছে৷ অবশ্য টেস্ট দলের অধিনায়ক হিসেবে গ্রায়েম স্মিথ এখনও বহাল রয়েছেন৷ এর পাশাপাশি দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাদা বিদ্যুৎ খ্যাত সাবেক ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ডকে৷ আসলে হ্যান্সি ক্রোনিয়ে যুগের যে দুই খেলোয়াড় দক্ষিণ আফ্রিকাকে একটি দুর্দান্ত দলে পরিণত করেছিলেন তাদের দিয়েই নতুন যুগ শুরু করতে যাচ্ছে প্রোটিয়াস ক্রিকেট৷

আগামী মৌসুমের শুরুতেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা৷ তাই শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছেন প্রোটিয়াস দলের নতুন কোচ এবং অধিনায়ক৷ তবে দলের খেলোয়াড়দের আস্থা, ভারতের মত দক্ষিণ আফ্রিকাকেও সাফল্য এনে দিতে পারবেন গ্যারি কার্স্টেন৷

ওয়ানডে দলে নতুন সহ অধিনায়ক হাশিম আমলাছবি: AP

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান কার্স্টেন৷ আর অন্যতম সেরা অলরাউন্ডার বর্তমান দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় জ্যাক ক্যালিস৷ দুজনে একসঙ্গে ৭৩টি টেস্ট ম্যাচ খেলেছেন৷ এবার ড্রেসিংরুমে তাদের দেখা হবে কোচ-খেলোয়াড় হিসেবে৷ ক্যালিস মনে করেন এটা সঠিক সিদ্ধান্ত৷ তিনি বলেন, ‘‘এটা একটু অবাক হওয়ার মত ব্যাপার যে সে কোচিং বেছে নিয়েছে৷ তবে যেভাবে সে খেলতো তাতে আমার মনে হয়েছিলো সে কোচিংটাকেই বেছে নেবে৷'' দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেইল স্টেইন এই মুহূর্তে টেস্টে এক নম্বর বোলার৷ তিনিও বেশ খুশী হয়েছেন কার্স্টেনের মত একজন সফল ব্যাটসম্যান এবং কোচ তাদের দলের দায়িত্ব নেওয়ায়৷ স্টেইন বলেন, ‘‘এটা দক্ষিণ আফ্রিকার জন্য দারুণ ব্যাপার৷ আমি যখন ছোট ছিলাম তখন তার সঙ্গে খেলার স্বপ্ন দেখতাম৷ তাকে ড্রেসিং রুমে পাওয়া সত্যিই চমৎকার৷'' স্টেইনের আশা, ভারতের বেলায় কার্স্টেনের কৌশল কাজে লেগেছে, আশা করা যায় দক্ষিণ আফ্রিকার বেলাতেও তার কোচিং কাজে লাগবে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ