1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন যুগে বাংলাদেশের ফুটবল

৮ মার্চ ২০১৩

বাংলাদেশের ফুটবলে নতুন যুগের সূচনা হয়েছে৷ এসেছে উচ্চবেতনের ডাচ কোচ৷ তিনি আসার পরই বাংলাদেশ দল প্রথমবারের মতো জাগিয়েছে এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা৷

ছবি: imago/Revierfoto

নেপালে অনুষ্ঠিত বাছাইপর্বে সবাইকে চমকে দেয়ার মতো খেলেছে বাংলাদেশ৷ ফলে ফেডারেশন কর্মকর্তা থেকে শুরু করে খেলোয়াড় আর ক্রীড়াসাংবাদিকরাও খুশি৷ দৈনিক প্রথম আলো'র ক্রীড়া সাংবাদিক মাসুদ আলমও তাঁদেরই একজন৷

তিনি মনে করেন, ২০১৪ সালে মালদ্বীপে অনুষ্ঠেয় এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে খেলার ৯০ ভাগ সম্ভাবনা রয়েছে বাংলাদেশের, কারণ, নেপালে সদ্য শেষ হওয়া বাছাই পর্বে বাংলাদেশ রানার্স আপ হয়েছে৷ নিয়ম অনুযায়ী, বাছাই পর্বের পাঁচটি গ্রুপের পাঁচ সেরা দল চূড়ান্ত পর্বে খেলবে৷ সঙ্গে যাবে সেরা দুই রানার্স আপ৷ তিনটি গ্রুপের খেলা শেষ৷ ঐ তিন গ্রুপের রানার্স আপ দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ৷ বাকি দুই গ্রুপের খেলা শেষ হবে ২৬ মার্চ৷ সেদিনই জানা যাবে বাংলাদেশের পরিণতি৷ তবে মাসুদ আলম ঐ দুই গ্রুপের দলগুলোর শক্তি বিশ্লেষণ করে মনে করছেন বাংলাদেশেরই চূড়ান্ত পর্বে যাওয়ার সম্ভাবনা বেশি৷ এমনটা হলে সেটাই হবে এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রথম পদার্পণ৷

নতুন যুগে বাংলাদেশের ফুটবল

This browser does not support the audio element.

মাসুদ আলম বলেছেন, নেপালে বাংলাদেশের খেলোয়াড়দের খেলা দেখেও মনে হয়েছে তাঁরা উন্নতি করছেন৷ বিশেষ করে নতুন কোচের কৌশলগুলে কাজে লেগেছে, সে অনুযায়ী খেলেই তারা সফল হয়েছেন৷ ফিলিস্তিনের মতো ভালো দলের বিপক্ষে বাংলাদেশ হেরেছে মাত্র এক গোলে আর স্বাগতিক নেপালকে হারিয়েছে ২-০ গোলে৷

ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে ক্রীড়া সাংবাদিক মাসুদ আলম বলছেন, বাংলাদেশের ফুটবলে আর্থিক সংকট থাকলেও বাফুফে দুজন ডাচ কোচ নিয়োগ দিয়েছে, যাদের দু বছরে প্রায় সাত-আট কোটি টাকার মতো দিতে হবে৷ বাফুফের এই উদ্যোগ কাজে দিচ্ছে বলেই মনে করছেন তিনি৷

নতুন নিয়োগ পাওয়া দুই ডাচ কোচ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন জুন থেকে৷ এর আগে নেপালের টুর্নামেন্টে তাঁরা অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন৷

সাক্ষাৎকার: জাহিদুল হক

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ