1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন রূপে ফরমুলা ওয়ান

২০ মার্চ ২০০৯

ফরমুলা ওয়ান এর নীতিমালায় এ বছর বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে৷ ফলে এবার গাড়ির চেহারা গত বছরের থেকে কিছুটা ভিন্ন হবে৷ এছাড়া বিজয়ের মর্যাদাটিও আর পয়েন্টের উপর নির্ভর করবে না৷

ছবি: AP

বরং যে চালক সবচেয়ে বেশি সংখ্যক রেসে বিজয়ী হবে, তাকেই দেয়া হবে শ্রেষ্ঠত্বের মর্যাদা৷ মঙ্গলবার প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক মটর স্পোর্টস ফেডারেশন – এফআইএ'র বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ এফআইএ প্রেসিডেন্ট ম্যাক্স মোজলি বলেন, নতুন নিয়ম বুদ্ধিবৃত্তিক উন্নয়নকে উৎসাহিত করবে৷ তবে এফআইএ'র এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন এ খেলার প্রবীণ খেলোয়াড় রুবেন্স বারিসেলো এবং ফরমুলা ওয়ান টিমস এ্যাসোসিয়েশন (এফওটিএ) নেতৃবৃন্দ৷

রেড বুল এর কারিগরি প্রধান আঁদ্রিয়ান নিউয়ে বলেন, কারিগরি দিক থেকে এ পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ, কেননা এতদিন ব্যবহৃত ফ্ল্যাট-বটোমড গাড়ি ১৯৮৩ সালে প্রথম চালু করা হয়েছিল৷

পয়েন্টস

পরিবর্তিত নীতিমালা অনুসারে, যে প্রতিযোগী সবচেয়ে বেশি সংখ্যক রেসে বিজয়ী হবে, সেই চ্যাম্পিয়ন হবে৷ এমনকি অন্য কোন প্রতিযোগী বেশি পয়েন্ট পেলেও কোন লাভ নেই৷ তবে যদি দুই বা ততোধিক প্রতিযোগী একই সংখ্যক রেসে বিজয়ী হয়, সেক্ষেত্রে তাদের সর্বমোট অর্জিত পয়েন্টের উপর ভিত্তি করে প্রচলিত ১০-৮-৬-৫-৪-৩-২-১ পদ্ধতিতে চ্যাম্পিয়ন মনোনীত করা হবে৷

কেউ আটটির বেশি ইঞ্জিন ব্যবহার করলে অতিরিক্ত ইঞ্জিন ব্যবহারের শুরুতেই শাস্তিমূলক ব্যবস্থার শিকার হবে৷ছবি: picture-alliance / DPPI

এয়ারোডাইনামিক্স

সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে গাড়ির সাথে ব্যবহৃত বায়ু-গতি প্রভাবিত করে এমন যন্ত্রাংশসমূহে৷ গাড়ি থেকে উইংলেটস, বার্জ-বোর্ডস, টার্নিং ভেইনস এবং চিমনি সরিয়ে ফেলা হয়েছে৷ ফলে এখন গাড়ির চেহারা বেশ পরিচ্ছন্ন দেখাবে৷ এতে একটি গাড়ি সামনের আরেকটি গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে চাইলে কোন বিপত্তির আশংকা হ্রাস পাবে৷ এছাড়া গাড়ির পেছনের ডানা আগের চেয়ে সংকুচিত এবং উঁচু করা হয়েছে৷ একই সাথে সামনের ডানাগুলোকে আগের চেয়ে নীচু এবং গাড়ির আকৃতির সমান প্রশস্ত করা হয়েছে৷

ইঞ্জিন

প্রতিযোগীরা প্রতি মৌসুমে আটটি রেস ইঞ্জিন এবং দলে পরীক্ষার জন্য আরো চারটি ইঞ্জিন ব্যবহার করতে পারবে৷ খরচ কমানোর জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে৷ এ নিয়ম মেনে চলার ব্যাপারে কড়াকড়ি আরোপ করে বেশ সতর্ক করে দেয়া হয়েছে৷ কেউ আটটির বেশি ইঞ্জিন ব্যবহার করলে অতিরিক্ত ইঞ্জিন ব্যবহারের শুরুতেই শাস্তিমূলক ব্যবস্থার শিকার হবে৷

কাইনেটিক এনার্জি রিকভারি সিস্টেম

স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষয়ে যাওয়া স্থিতি শক্তি পুনরুদ্ধারে প্রতিযোগী সর্বোচ্চ ৬.৭ সেকেন্ডে স্টিয়ারিং হুইলে ‘বুস্ট' বোতামে চাপ দিয়ে ৮০ এইচপি শক্তি ছেড়ে দিতে পারবে৷ তবে এক্ষেত্রে ওজন এবং এ ব্যবস্থার প্যাকেজ বিবেচনা করা হবে৷

টায়ার

১১ বছর পরে ফর্মুলা-ওয়ান আবারো খাঁজ কাটা টায়ার থেকে মসৃণ টায়ার ব্যবহারের দিকে ফিরে আসছে৷ এর লক্ষ্য হচ্ছে, তলকে আঁকড়ে ধরে রাখা অর্থাৎ গ্রিপের ক্ষেত্রে এয়ারোডাইনামিক ব্যবস্থার চেয়ে যান্ত্রিক প্রক্রিয়ার উপর বেশি গুরুত্ব দেয়া৷ আগের চেয়ে এখন ২০ শতাংশ বেশি গ্রিপ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে৷ ইতিমধ্যে পরীক্ষায় দেখা গেছে, যে কিছু গাড়ির ওজন বন্টনে সমস্যা রয়েছে এবং দেখা যায় পেছনের টায়ার সামনের টায়ারের চেয়ে দ্রুত ক্ষয়ে যায়৷

পরীক্ষা

এ সপ্তাহ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা বন্ধ করা হয়েছে৷ তবে দলগুলো শুধুমাত্র এ মৌসুমের পর তরুণ-চালকদের তিনটি এক দিনের প্রশিক্ষণ পরীক্ষা নিতে পারবে৷ ঐ সব চালকই যোগ্য বলে বিবেচিত হবে যারা পূর্বের দু'বছর দু'টোর বেশি গ্র্যান্ড প্রিক্সে প্রতিযোগিতা করেনি অথবা ঐ সময়ে চার দিনের বেশি ফরমুলা ওয়ান গাড়িতে পরীক্ষা চালিয়েছে৷ দলগুলো অবশ্য ১ জানুয়ারি থেকে মৌসুমের শেষ পর্যন্ত আটটি এক দিনের এয়ারোডাইনামিক পরীক্ষা চালাতে পারবে৷

নিরাপত্তা গাড়ি

আগের নিয়মে নিরাপত্তা গাড়ি মোতায়েনের বেশ আগেই জ্বালানি নেয়া বা টায়ার পাল্টানোর জন্য চালকরা শাস্তি পেতো৷ এ নিয়ম বাতিল করা হয়েছে৷ এর বদলে নতুন সফটওয়ার চালু করা হয়েছে যার সাহায্যে নতুন করে জ্বালানি নেয়ার জন্য আসার সময় চালকের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে৷

লেখক: হোসাইন আব্দুল হাই, সম্পাদক: আব্দুল্লাহ আল-ফারুক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ