1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে আরো ১০ জনের মৃত্যু

২২ এপ্রিল ২০২০

২৪ ঘণ্টায় আরো ৩৯০ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরো ১০ জনের৷ ফলে বাংলাদেশে করোনায় সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩,৭৭২ এবং মৃতের সংখ্যা বেড়ে ১২০ হয়েছে৷

ছবি: DW/Harun-ur-Rashid Swapan

তবে সংক্রমিত এবং মৃতের পাশাপাশি সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও বাড়ছে৷ গত এক দিনে আরো পাঁচ জন সুস্থ হওয়ায় সংখ্যাটা ৯২-এ দাঁড়িয়েছে৷

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে করোনা ভাইরাস পরিস্থিতি সম্পর্কে এসব তথ্য জানানো হয়৷ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান৷

এসিবি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ