1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন সংবিধান নিয়ে গণভোটের ঘোষণা আসাদের

১০ জানুয়ারি ২০১২

চলমান বিক্ষোভ-আন্দোলনের মধ্যে জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ৷ ঘোষণা দিলেন গণভোট এবং জাতীয় নির্বাচনের৷ তবে আসাদের বক্তৃতাকে গতানুগতিক বলে প্রত্যাখ্যান করেছেন বিরোধী নেতারা৷

In this image made from video, Syrian President Bashar Assad delivers a speech in Damascus, Syria, Tuesday, Jan. 10, 2012. Assad gave his first speech Tuesday since he agreed last month to an Arab League plan to halt the government's crackdown on dissent. (Foto:Syrian State Television via APTN/AP/dapd) SYRIA OUT TV OUT SYRIA OUT TV OUT , IMAGE MADE FROM SYRIAN STATE TELEVISION VIDEO VIA APTN
প্রেসিডেন্ট বাশার আল আসাদছবি: dapd

প্রেসিডেন্ট আসাদের ভাষণ

দামেস্ক বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই ঘণ্টা বক্তৃতা দেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ৷ গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের তিনি সন্ত্রাসী বলে সমালোচনা করেছেন৷ এছাড়া সিরিয়ার স্বার্থ বিরোধী বিদেশি ষড়যন্ত্র বাস্তবায়নে তারা কাজ করছে বলেও অভিযোগ তোলেন আসাদ৷ একইসাথে আন্তর্জাতিক গণমাধ্যম এবং আরব লিগের বিরুদ্ধেও সমালোচনার তীর ছোঁড়েন তিনি৷ আসাদ বলেন, ‘‘বিগত ছয় দশক ধরে আরব অঞ্চলের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে আরব লিগ৷ তাই লিগ এখনও যে ব্যর্থ হচ্ছে, তাতেও আশ্চর্য হওয়ার কিছু নেই৷''

আরব লিগ ইতিমধ্যে সিরিয়ার বেসামরিক মানুষের উপর হত্যাযজ্ঞ চালানোর জন্য দেশটির সদস্যপদ স্থগিত করেছে৷ এছাড়া সিরিয়ায় পর্যবেক্ষক দল পাঠিয়েছে পরিস্থিতির সঠিক মূল্যায়নের জন্য৷ এটিকেও সিরিয়ার জন্য অপমানজনক বলে মনে করছেন আসাদ৷ আর সেজন্যেই আরব লিগের প্রতি তাঁর এতোটা ক্ষোভ ঝরে পড়েছে মঙ্গলবারের ভাষণে৷

সংস্কারের ব্যাপারে আসাদের বক্তব্য

সংস্কারের প্রশ্নে তিনি নতুন সংবিধানের পক্ষে জনমত যাচাই করতে আগামী মার্চ মাসে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন৷ আর তা গণভোটে অনুমোদিত হলে নতুন সংবিধান অনুসারে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে আগামী মে মাসে৷ তবে দায়িত্ব ও ক্ষমতা থেকে সরে দাঁড়ানো নয়, বরং তাঁর ভাষায়, সিরিয়ার স্বার্থ বিরোধী সকল কর্মকাণ্ডকে শক্ত হাতে দমনের ঘোষণা দিয়েছেন আসাদ৷ তাঁর সরকারের বিরুদ্ধে জনতার বিক্ষোভ অব্যাহত থাকলেও, তিনি দৃঢ় কণ্ঠে বললেন, ‘‘আমরা শীঘ্রই বিজয়ী হবো৷ আর শুধুমাত্র জনগণ চাইলেই আমি এই পদ থেকে সরে দাঁড়াতে পারি, নচেৎ নয়৷''

সিরিয়ায় সন্ত্রাসী হামলার বিরুদ্ধে জনতার মিছিলছবি: picture-alliance/dpa

বিরোধী এবং বিশ্লেষকদের পক্ষ থেকে মূল্যায়ন

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মঙ্গলবারের বক্তৃতায় নতুন কিছু নেই বলে মন্তব্য আন্তর্জাতিক বিশ্লেষক এবং সেদেশের বিরোধী নেতৃবৃন্দের৷ লন্ডনের চ্যাথাম হাউসের গবেষক রাইম আলাফ মনে করেন, সিরিয়ার সংকটের জন্য অন্যান্য সকল মহলকে দায়ী করে বাশার আল-আসাদ ‘এমন ভাব করেছেন যেন, এখনও তাঁর ভিত্তি খুব শক্ত'৷

এছাড়া দেশটির বিরোধী নেতা হাসান আব্দুল আজিম প্রেসিডেন্ট আসাদের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, ‘‘আসাদের বক্তৃতায় নতুন কিছুই ছিল না যা সংকটের সমাধানসূত্র হতে পারে৷ তিনি আবারও শুধু বিদেশি ষড়যন্ত্র এবং বিদেশি হস্তক্ষেপের অংশ হিসেবে আরব লিগ কাজ করছে বলে অভিযোগ তুলেছেন৷ কিন্তু লিগ যে সিরিয়ার সাধারণ মানুষকে রক্ষায় কাজ করছে তা একবারও উল্লেখ করেননি৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ