1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিষণ্ণতায় সংসদের প্রথম দিন

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি৫ জুন ২০১৪

ষোড়শ সংসদের প্রথম দিনের অধিবেশনে ছিল শোকের আবহ৷ দিল্লিতে এক পথ দুর্ঘটনায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুন্ডে প্রাণ হারালে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদের নিম্নকক্ষ লোকসভার কাজ দিনের মত স্থগিত রাখাহয়৷

Indien Gopinath Munde
গোপীনাথ মুন্ডে (ফাইল ফটো)ছবি: Prakash Singh/AFP/Getty Images

৩৬ বছরের রাজনৈতিক জীবনে প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী হবার মাত্র সাত দিনের মাথায় দিল্লিতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান মোদী সরকারের গ্রামোন্নয়নন্ত্রী গোপীনাথ মুন্ডে৷ বুধবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় মহারাষ্ট্রে নিজের গ্রাম বীড-এ, বেলা দুটো নাগাদ৷ মুখাগ্নি করেন তাঁর বড় মেয়ে স্থানীয় বিধায়ক পঙ্কজা মুন্ডে৷ হিন্দু মতে পরিবারের কোনো পুরুষ সদস্য মুখাগ্নি করার অধিকারী হলেও সেই প্রথা ভেঙে পঙ্কজা এক নয়া নজির রাখলেন৷ এইভাবে নিজেকে পিতার রাজনৈতিক উত্তরসূরির দাবিদার প্রমাণ করলেন৷ চিতায় আগুন দেবার সময় মুন্ডের হাজার হাজার সমর্থকের কণ্ঠে ধ্বনিত হয় ‘‘গোপীনাথ মুন্ডে অমর রহে''৷ বিদায় জানায় তাঁরা চোখের জলে৷ হালের সাধারণ নির্বাচনে তাঁর সাফল্যে ঐ গ্রামেই তিনি সম্বর্ধনা নিতে যাচ্ছিলেন গত মঙ্গলবার৷ আর বুধবার সেখানে গেল তাঁর মরদেহ৷ একেই কি বলে নিয়তির বিধান?

এর আগে আজ সকালে ষোড়শ সংসদের চেহারায় কত পরিবর্তন৷ ট্রেজারি বেঞ্চ কানায় কানায় ভরিয়ে রেখেছেন বিজেপি-জোট সরকারের ৩৩৫জন সাংসদ৷ আর বিরোধী আসনে টিমটিম করছেন মাত্র ৪৪ জন কংগ্রেস সাংসদ৷ কংগ্রেসের এত কম সাংসদ এর আগে আর কখনো হয়নি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে ঢুকতেই সকলে তাঁকে অভিনন্দন জানান৷ অস্থায়ী স্পিকারের আসনে বসেন ন'বারের কংগ্রেস সাংসদ ৬৭ বছরের কমলনাথ৷ রাষ্ট্রপতি ভবনে আগেই তিনি শপথ নিয়েছিলেন৷ অন্যান্য সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান মুন্ডের প্রয়াণে বৃহস্পতিবারের জন্য পিছিয়ে দেয়া হয়৷ প্রথা অনুযায়ী, মুন্ডের স্বর্গত আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দু'মিনিট নীরবতা পালন করা হয়৷

উল্লেখ্য, বুধবার দিল্লিতে অনুরূপ এক পথ দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পান হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত৷ এর প্রেক্ষিতে কোনো কোনো মহল এর পেছনে চক্রান্তের গন্ধ পাচ্ছে৷ ব্যাপক তদন্তের দাবি জানিয়েছে৷ তবে চক্রান্ত থাক বা না থাক দিল্লির রাস্তা যে মৃত্যুফাঁদ হয়ে উঠেছে দিনকে দিন সে বিষয়ে সন্দেহ নেই৷ দিল্লির এক কোটি ১০ লাখ জনসংখ্যার অনুপাতে গাড়ির সংখ্যা ৮৬ লাখ৷ প্রতিদিন কেউ না কেউ সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে৷ জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর হিসেব মতো, গত বছর দিল্লিতে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৭৫৬৬, যা মুম্বই ও ব্যাঙ্গালোরের মিলিত সংখ্যার চেয়ে বেশই৷ আর তাতে প্রাণ হারায় ১৮২০ জন৷ আহত হয় ৬০৫০ জন৷

এক ট্র্যাফিক পুলিশ ইনস্পেক্টরের কাছে এত বেশি সড়ক দুর্ঘটনার কারণ জানতে চাইলে তিনি ডয়চে ভেলেকে বলেন, এ বছরের মে মাস পর্যন্ত ট্র্যাফিক নিয়ম ভাঙার জন্য প্রায় ১৬ লাখ চালককে জরিমানা করা হয়৷ ২০১৩ সালে ঐ সংখ্যা ছিল ৪০ লাখের মতো৷ অন্যান্য কারণ দেখিয়ে উনি ডয়চে ভেলে বলেন, গাড়ি এবং রাস্তার তুলনায় ট্র্যাফিক পুলিশের সংখ্যা খুবই কম৷ সব জায়গায় সিসিটিভি নেই৷ ট্র্যাফিক রুলে লালবাতি লঙ্ঘন করলে জরিমানার পরিমাণ মাত্র ১০০ টাকা৷ তাই সেটা মেটাতে চালকদের অসুবিধা হয় না৷ দ্বিতীয়ত, দিল্লিবাসীরা পাবলিক ট্রান্সপোর্টের বদলে নিজের গাড়িতে যাতায়াত করতে পছন্দ করে বেশি৷ বড় বড় ফ্লাইওভারে ফুটপাত নেই৷ বড় বড় রাস্তায় ফুটপাথ থাকলেও দোকান পসরায় তা ভরা থাকে৷ পথচারীকে রাস্তায় নামতে হয়৷ সর্বোপরি, রোড ডিজাইন এবং ট্র্যাফিক ম্যানেজমেন্টে ত্রুটি আছে৷ সেটা ঠিক করতে পারে একমাত্র সরকার এবং প্রযুক্তিবিদরা৷ ট্র্যাফিক বিভাগ নয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ