প্রধানমন্ত্রীর নেতৃত্বে রোববার উদ্বোধন হয়েছে ভারতের নতুন সংসদভবনের। একইসঙ্গে নতুন ৭৫ টাকার কয়েন আনা হয়েছে।
ছবি: AP Photo/picture alliance
বিজ্ঞাপন
গত কয়েকবছর ধরে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের মাধ্যমে এই সংসদ ভবন তৈরি করা হয়েছে। ভারতের পুরনো পার্লামেন্ট ভবনটিকে জাদুঘরে পরিণত করা হবে। আর নতুন পার্লামেন্ট বসবে নতুন এই ভবনে। শুধু তা-ই নয়, এই ভবনের সঙ্গে যে রাস্তা যুক্ত করা হচ্ছে, সেখানে থাকবে সরকারি দপ্তর এবং প্রধানমন্ত্রীর বাড়ি। রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে এই সেন্ট্রাল ভিস্তা প্রকল্প সমস্ত সরকারি দপ্তর এবং ভবনকে যুক্ত করবে।
কিন্তু নতুন এই ভবনের উদ্বোধন নিয়েও শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের অভিযোগ, করোনার সময় যখন মানুষের চিকিৎসার জন্য সরকারের অর্থ খরচ করার কথা ছিল, তখন সে কাজ না করে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের জন্য অর্থ বাঁচানো হয়েছে। সেখানে অর্থ বরাদ্দ করা হয়েছে। কয়েক হাজার কোটি টাকার এই প্রকল্প নিয়ে গত কয়েকবছর ধরেই তীব্র বিতর্ক এবং সমালোচনা চলছে। করোনার সময়েও এই প্রকল্পের কাজ বন্ধ হয়নি বলে কোনো কোনো পক্ষের দাবি। একারণে, দেশের ২০টি বিরোধী দল এই প্রকল্পের উদ্বোধন বয়কট করেছে। তার মধ্যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টির মতো প্রথম সারির বিরোধী দলগুলি আছে।
এমপি পদ হারিয়েছিলেন ইন্দিরাও
ভারতের সংসদ থেকে এর আগেও বহু রাজনীতিক এমপি পদ হারিয়েছেন। ইন্দিরা থেকে লালু, শাস্তির মুখে পড়তে হয়েছে হেভিওয়েট নেতানেত্রীদের।
ছবি: Hindustan Times/imago images
ইন্দিরা গান্ধী
ভারতের দোর্দণ্ডপ্রতাপ প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। জওহরলাল নেহরুর মেয়ে। নির্বাচনে কারচুপির অপরাধে ১৯৭৫ সালে এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরাকে দোষী সাব্যস্ত করেছিল। বিচারপতি সিনহার নির্দেশে খারিজ হয়েছিল ইন্দিরার এমপি পদ। যদিও তার প্রধানমন্ত্রী পদ খারিজ করা হয়নি। ইন্দিরা অবশ্য এর কিছুদিনের মধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেন। নভেম্বর মাসে সুপ্রিমকোর্ট প্রধানমন্ত্রীর শাস্তিও বাতিল করে দেয়।
ছবি: picture-alliance/dpa
লালুপ্রসাদ যাদব
বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ৬৫ বছর বয়সে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হন। সে সময় তিনি ছিলেন লোকসভার এমপি। আদালতের নির্দেশে লালুর পাঁচ বছরের জেল এবং ২৫ লাখ টাকা জরিমানা হয়। সঙ্গে ১১ বছরের জন্য সংসদ থেকে নির্বাসিত হন তিনি। অর্থাৎ, এমপি পদ হারানোর পাশাপাশি আদালত জানায়, জেল থেকে বার হয়েও ছয় বছরের জন্য নির্বাচনে অংশ নিতে পারবেন না লালু।
ছবি: Hindustan Times/IMAGO Images
জে জয়ললিতা
১৪ বছর তামিনাডুর মুখ্যমন্ত্রী ছিলেন জে জয়ললিতা। যদিও তার উত্থান অভিনেত্রী হিসেবে। এআইএডিএমকে-র এই প্রতাপশালী রাজনীতিক ২০১৪ সালে হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় অভিযুক্ত হন। চার বছর জেলের পাশাপাশি রাজ্য বিধানসভার এমএলএ পদ হারান জয়ললিতা। বস্তুত, এর পর আর রাজনীতিতে ফিরতে পারেননি তামিলনাডুর আম্মা। ২০১৬ সালে তার মৃত্যু হয়।
ছবি: AP
আজম খান
উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির গুরুত্বপূর্ণ নেতা আজম খান। উত্তর ভারতের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী এই রাজনীতিবিদ ২০২২ সালে রাজ্যের বিধানসভা থেকে এমএলএ পদ হারান। হেট স্পিচ বা বিভেদমূলক প্রচারের অভিযোগে ২০২২ সালে তিনি অভিযুক্ত হন এবং আদালত তাকে তিন বছরের কারাবাসের শাস্তি দেয়। এখনো শাস্তি ভোগ করছেন আজম খান।
ছবি: IANS
আবদুল্লাহ আজম খান
আজম খানের পুত্র আবদুল্লাহ আজম খান। সমাজবাদী পার্টির এই নেতাও উত্তরপ্রদেশ বিধানসভা থেকে তার এমএলএ পদ হারান। ২০২৩ সালে ১৫ বছরের পুরনো একটি মামলায় শাস্তি হয় তার। দুই বছর হাজতবাসের শাস্তি ভোগ করছেন তিনি।
ছবি: IANS
রাহুল গান্ধী
চলতি সময়ে ভারতে সবচেয়ে আলোচিত নাম রাহুল গান্ধী। গুজরাতের একটি আদালত তাকে দুই বছর হাজতবাসের নির্দেশ দিয়েছে। অপরাধ, মোদী পদবির অপমান করেছেন তিনি। শাস্তি ঘোষণার পরেই ভারতের সংসদ থেকে রাহুলের এমপি পদ বাতিল হয়েছে। তবে এখনো তাকে জেলে যেতে হয়নি। আদালত তাকে আপিল করার জন্য ৩০ দিনের জামিন মঞ্জুর করেছে।
ছবি: Altaf Qadri/AP/picture alliance
বিতর্ক এবং ফলাফল
হেভিওয়েট মন্ত্রী এবং এমপি-এমএলএ-দের সঙ্গে যখনই এমন ঘটনা ঘটেছে, রাজনৈতিক বিতর্ক হয়েছে। রাহুলের শাস্তি এবং তার এমপি পদ চলে যাওয়া নিয়েও সেই বিতর্ক চলছে। উচ্চ আদালত রাহুলের শাস্তি খারিজ করে দিলে অবশ্য ফের এমপি পদ ফিরে পাওয়ার সুযোগ আছে রাহুলের। যেমন পেয়েছিলেন তার ঠাকুমা, ইন্দিরা।
ছবি: Altaf Qadri/AP/picture alliance
আছে আরো নাম
এই নেতা-মন্ত্রীদের পাশাপাশি কম পরিচিত আরো অনেক নাম আছে, বিভিন্ন সময়ে যারা এমপি এবং এমএলএ পদ হারিয়েছেন। লাক্ষাদ্বীপের এমপি মহম্মদ ফয়জল, বিহারের এমএলএ অনন্ত সিংহ, হরিয়ানার এমএলএ প্রদীপ চৌধুরী, কংগ্রেস এমপি রশীদ মাসুদ আইনসভা থেকে বহিষ্কৃত হয়েছেন। মুজফফরনগর দাঙ্গার জন্য শাস্তি পেয়েছেন উত্তরপ্রদেশের বিজেপি এমএলএ বিক্রম সিং সাইনি। ধর্ষণ মামলায় অভিযুক্ত এমএলএ কুলদীপ সিং সেনগর এমএলএ পদ হারিয়েছেন।
ছবি: picture-alliance/NurPhoto/N. Kachroo
8 ছবি1 | 8
অভিযোগ, এই সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূকেও ডাকা হয়নি। প্রধানমন্ত্রী এই ভবনের উদ্বোধন করবেন। বিরোধী দলগুলি এই সিদ্ধান্তেরও বিরোধিতা করছে। যদিও বিজেপির বক্তব্য, অনুষ্ঠান বয়কট করে বিরোধীরা আসলে ভারতের গণতন্ত্র এবং সংবিধানের অবমাননা করছেন।
সরকারপক্ষ অবশ্য জানিয়েছে, ধুমধাম করেই এই প্রকল্পের উদ্বোধন হবে। ভারতের ইতিহাস মাথায় রেখে সাজানো হয়েছে পুরো ভবনটি। আগের পার্লামেন্ট ভবনের চেয়ে আকারে এবং আয়তনে এই ভবন অনেক বড়। অত্যাধুনিক ব্যবস্থাপনা আছে এর ভিতর। এই ভবনের উদ্বোধন উপলক্ষে একটি নতুন কয়েন বা পয়সার উন্মোচন করা হচ্ছে। সরকারের তরফে জানানো হয়েছে ৭৫ টাকার কয়েনের উদ্বোধন হবে এদিন।