1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টুইটারে বেশ সক্রিয় আইএস

৯ মার্চ ২০১৫

জার্মানির সামরিক গোয়েন্দা বিভাগ এমএডি-র আশঙ্কা, জঙ্গিরা প্রশিক্ষণ পেতে হয়ত জার্মান সামরিক বাহিনীকে ব্যবহার করছে৷ এখন পর্যন্ত ২০ জনের বেশি সাবেক জার্মান সেনা সদস্য ইরাক ও সিরিয়ায় গেছেন বলে জানা গেছে৷

Irak Shiiten Tikrit
ছবি: picture-alliance/EPA

এমএডি-র প্রেসিডেন্ট ক্রিস্টফ গ্রাম রবিবার জার্মান এক দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘এটা পরিষ্কার, প্যারিসের শার্লি এব্দো ম্যাগাজিনের কার্যালয়ে যারা হামলা চালিয়েছিল তাদের সামরিক প্রশিক্ষণ ছিল৷''

এদিকে লন্ডন ভিত্তিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য স্টাডি অফ দ্য ব়্যাডিকালাইজেশন' জানুয়ারির শেষ সপ্তাহে জানিয়েছিল যে, ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের সঙ্গে যোগ দেয়া বিদেশি যোদ্ধার সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে৷ এদের প্রায় এক পঞ্চমাংশ গেছে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ থেকে৷ জার্মানি থেকে প্রায় ৬০০ জন ইসলামিক স্টেটে যোগ দিয়েছে বলে সংস্থার হিসেবে জানা গেছে৷

বিদেশিরা সিরিয়া ও ইরাকে যেতে বিমান, নৌ ও সড়ক পথ বেছে নিচ্ছে৷ মার্কিন অনলাইন সংবাদমাধ্যম ‘ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস' এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে৷

এদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টোনি অ্যাবট বলেছেন, ইসলামিক স্টেট অনলাইনের সাহায্যে তাঁর দেশের অনেক তরুণকে বিপথগামী করে তুলছে৷ বিষয়টি প্রতিহত করতে সরকার শিগগিরই একটি ‘বড় কর্মসূচি' চালু করবে বলে তিনি ঘোষণা দেন৷

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্রুকিংস ইনস্টিটিউট বলছে, নিজেদের বিবৃতি প্রচার ও নতুন সদস্য সংগ্রহ করতে বিভিন্ন সামাজিক মাধ্যম বিশেষ করে টুইটার ব্যবহার করছে ইসলামিক স্টেট৷ সংস্থার এক জরিপে জানা গেছে, কমপক্ষে ৪৬ হাজার টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে এ কাজ করছে আইএস৷ তবে সংখ্যাটা ৯০ হাজারও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ