1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন DW

৩ ফেব্রুয়ারি ২০১২

আগামী ৬ই ফেব্রুয়ারি থেকে নতুন সাজে সাজছে ডয়চে ভেলে৷ নতুন ওয়েব ঠিকানা, নতুন ডিজাইন, নতুন সুরে শ্রোতা, পাঠক ও দর্শকদের কাছে পৌঁছে যাবে ডয়চে ভেলে৷

ডয়চে ভেলে’র নতুন লোগো

নতুন ঠিকানা www.dw.de৷ ব্র্যান্ড'এর নাম DW৷ রেডিও, টেলিভিশন ও ওয়েবসাইট পেতে চলেছে নতুন লোগো ও ডিজাইন৷ নতুন এই লোগো বা প্রতীক গোটা বিশ্বের সব প্রান্তে ডয়চে ভেলেকে চিনিয়ে দেবে৷

নতুন রূপে, নতুন সাজে

সোমবার, ৬ই ফেব্রুয়ারি থেকে এভাবেই নতুন করে আত্মপ্রকাশ করবে চির পরিচিত ডয়চে ভেলে৷ এই পরিবর্তনের মাধ্যমে বহির্বিশ্বে জার্মানির সংবাদ মাধ্যম হিসেবে ডয়চে ভেলের ভূমিকার আরও উন্নতি হবে, বলেছেন মহাপরিচালক এরিক বেটারমান৷

জার্মানির বিশেষজ্ঞ হিসেবে ডয়চে ভেলের দায়িত্ব হলো গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ সম্পর্কে সঠিকভাবে সংবাদ পরিবেশন করা, সেগুলির প্রেক্ষাপট তুলে ধরা এবং বিষয়বস্তুর বিস্তারিত বিশ্লেষণ করা৷ DW তার নতুন সাজেও রেডিও, টেলিভিশন ও ওয়েবসাইটে সেই দায়িত্ব পালন করে যাবে৷

DW মহাপরিচালক এরিক বেটারমানছবি: DW

ঢেলে সাজানো ওয়েবসাইট

ইন্টারনেটে নতুন ঠিকানা হবে dw.de৷ DW'র সব কনটেন্ট'ই স্থান পাচ্ছে এই ওয়েবসাইটে৷ অর্থাৎ ডিজিট্যাল পদ্ধতিতে তৈরি প্রতিবেদন, ভিডিও, অডিও ও ব্যবহারকারীদের সঙ্গে সংযোগের ইন্টারঅ্যাক্টিভ সব উপকরণই শোভা পাবে ওয়েবসাইটের নতুন সংস্করণে৷ ৩০টি ভাষায় জার্মানি থেকে নির্ভরযোগ্য ও উচ্চ মানের তথ্য পৌঁছে দেবে এই ওয়েবসাইট৷ নতুন রঙ ও তার সময়োচিত ডিজাইনের ফলে ওয়েবসাইট আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করেন মহাপরিচালক বেটারমান৷

শুধু বাহ্যিক ডিজাইন নয়, ব্যবহারকারীদের চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী লেআউট'এ প্রতিবেদন, ছবি ও ভিডিওর জন্য আরও জায়গা করে দেওয়া হয়েছে৷ মূল ওয়েবসাইটের পাশাপাশি সরাসরি অডিও, ভিডিও ও ছবিঘরে পৌঁছে দেবে নতুন মিডিয়া সেন্টার৷ ওয়েবসাইটের বিন্যাসও আগের তুলনায় আরও সহজ করে দেওয়া হয়েছে, যাতে ব্যবহারকারী চটজলদি তার পছন্দমতো গন্তব্যে পৌঁছে যেতে পারে৷ সাম্প্রতিক কালে শ্রোতা, দর্শক বা পাঠকের কাছে পৌঁছানোর এতগুলি পথ খুলে গেছে, যে ওয়েবসাইট ঢেলে সাজানোর প্রয়োজন হয়ে পড়েছিল৷

পরিবর্তিত পরিস্থিতি

আজকের বিশ্বে অতীতের তুলনায় আরও বেশি দেশ নিজেদের মতামত বাকিদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছে৷ মহাপরিচালক বেটারমান বলেন, এই প্রেক্ষাপটে DW তার নতুন ব্র্যান্ডিং'এর মাধ্যমে আন্তর্জাতিক মিডিয়া বাজারে নিজের উপস্থিতি আরও মজবুত করতে চায়৷

নতুন ডিজাইনের একটি প্রতিচ্ছবিছবি: DW

টেলিভিশন কাঠামোর মধ্যেও আনা হচ্ছে বিশাল পরিবর্তন৷ DW-TV এতকাল গোটা বিশ্বে সংবাদ সহ নানা রকমের প্রতিবেদন পরিবেশন করে এসেছে৷ ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য নির্দিষ্ট ভাষায় আলাদা অনুষ্ঠান প্রচার করা হবে৷ যেমন ল্যাটিন অ্যামেরিকার জন্য স্প্যানিশ ভাষায় শুরু হচ্ছে দৈনিক ২০ ঘণ্টার সম্প্রচার৷ এতকাল জার্মান, ইংরাজি. স্প্যানিশ ও আরবি ভাষায় অনুষ্ঠান প্রচার করা হতো৷ ২০১১ সাল থেকে আরও কিছু ভাষায় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান তৈরি করা হচ্ছে৷ আপাতত দক্ষিণ-পূর্ব ইউরোপের কিছু ভাষায় তৈরি এমন অনুষ্ঠান স্থানীয় টেলিভিশন কেন্দ্রের মাধ্যমে সম্প্রচার করা হচ্ছে৷ ভবিষ্যতে অন্যান্য ভাষায়ও এমন ম্যাগাজিন তৈরি করার পরিকল্পনা রয়েছে৷

শুধু চোখে দেখে নয়, কানে শুনেও টের পাওয়া যাবে DW'র এই নতুন সাজ৷ এই প্রথম DW'র রেডিও ও টেলিভিশন অনুষ্ঠানের পরিচিতির জন্য একই সংগীত ব্যবহার করা হবে৷ ৬ ফেব্রুয়ারি থেকে বদলে যাচ্ছে DW৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ