1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন সাজে হটমেল

১৯ মে ২০১০

হটমেল ব্যবহারকারীদের জন্য সুখবর৷ কারণ মাইক্রোসফট কিছু নতুন নতুন বৈশিষ্ট্য যোগ করতে যাচ্ছে এতে৷ জুলাই ও আগষ্ট মাস থেকে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে সেগুলো৷

আর কদিন পর ব্যবহারকারীরা একটি মেলে ১০ গিগাবাইট পর্যন্ত ডকুমেন্ট ও ছবি পাঠাতে পারবেনছবি: picture alliance / dpa

ব্যবহারকারীরা আর কদিন পর থেকে একটি মাত্র মেলে ১০ গিগাবাইট পর্যন্ত ডকুমেন্ট ও ছবি পাঠাতে পারবেন৷ এখন পাঠানো যায় মাত্র ১০ মেগাবাইট পরিমাণ তথ্য৷ তবে এজন্য প্রেরককে প্রথমে স্কাইড্রাইভে তথ্য পাঠাতে হবে৷ তারপর তিনি মেলে স্কাইড্রাইভের একটি লিংক পাঠিয়ে দেবেন গ্রাহককে৷ আর গ্রাহক সেই লিংকে ক্লিক করে দেখতে পাবেন ছবি৷ চাইলে ডাউনলোডও করতে পারবেন৷ উল্লেখ্য, স্কাইড্রাইভ হলো মাইক্রোসফটের একটি ফ্রি অনলাইন সংরক্ষণ ব্যবস্থা – যেখানে ২৫ গিগাবাইট পর্যন্ত তথ্য সংরক্ষণ করা যায়৷ এছাড়া এখনকার মতো অ্যাটাচমেন্ট হিসেবে কোনো কিছু পাঠানোর ক্ষেত্রেও তথ্যের পরিমাণ বাড়ানো হয়েছে৷ এর ফলে ২৫ মেগাবাইট পর্যন্ত তথ্য অ্যাটাচমেন্ট হিসেবে পাঠানো যাবে৷

অন্য যে নতুন বৈশিষ্ট্য যোগ হতে যাচ্ছে হটমেলে, তার কারণে মেল গ্রাহকরা ‘ইউটিউব' বা হুলু থেকে পাওয়া কোনো ভিডিও ঐসব ওয়েবসাইটে না গিয়ে নিজের ইনবক্সেই দেখতে পারবেন৷

এদিকে মাইক্রোসফটের ঊর্ধ্বতন কর্মকর্তা ওয়াল্টার হার্প হটমেল সম্বন্ধে বেশ কিছু মজার তথ্য দিয়েছেন৷ তিনি বলছেন যে, হটমেলের মাধ্যমে প্রতিদিন নাকি ৮০০ কোটি মেসেজ আদান প্রদান হচ্ছে৷ এছাড়া ব্যবহারকারীরা মাসে দেড়শো কোটি ছবি নিজেদের মধ্যে শেয়ার করছেন৷

‘কমস্কোর' নামের এক সংস্থার সূত্র অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি মানুষ হটমেল ব্যবহার করে থাকেন৷ এ বছরের মার্চ মাস পর্যন্ত এক হিসেবে দেখা গেছে যে, হটমেলের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩৬০ মিলিয়ন৷ এর পরেই রয়েছে ইয়াহু মেল, যার ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৮৪ মিলিয়ন৷ তারপরের অবস্থান জিমেলের৷ গুগল'এর এই মেল পরিষেবার ব্যবহারকারীর সংখ্যা ১৭৩ মিলিয়ন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ