1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কাশ্মীর সফরের গুরুত্ব কতটা?

অনিল চট্টোপাধ্যায় নতুনদিল্লি
৩ জুলাই ২০১৯

জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর প্রথম সফরে ইউনিফায়েড কমান্ডের সঙ্গে বৈঠক করেন৷ হিন্দু তীর্থ অমরনাথ যাত্রার নিরাপত্তা এবং স্কুল পড়ুয়াদের বাড়িতে লেখাপড়া করানোর বিষয়ে জোর দেওয়া হয়৷

Amit Shah
ছবি: picture-alliance/NurPhoto/V. Bhatnagar

দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আসার পর মোদী সরকারের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের জম্মু-কাশ্মীর সফরের প্রথম দিনে উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি ঢেলে সাজাতে বৈঠক করেন ইউনিফায়েড কমান্ডের সঙ্গে৷ ইউনিফায়েড কমান্ডের প্রতিনিধি দলে ছিলেন, সেনা, আধা সামরিক বাহিনী এবং সন্ত্রাস-বিরোধী ইউনিট এবং জম্মু-কাশ্মীর পুলিশের পদস্থ কর্তাব্যক্তিরা৷ বর্তমানে শুরু হয়েছে কাশ্মীরে হিন্দুদের বার্ষিক অমরনাথ তীর্যাত্রা৷ স্বরাষ্ট্রমন্ত্রী তীর্থযাত্রীদের নিরাপত্তা নিচ্ছিদ্র করতে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন৷ কারণ খবর আছে, অমরনাথের পথে থীর্থযাত্রীদের উপরে হামলা চালাতে পারে জইশ-ই-মহম্মদ৷

অমিত শাহ থাকাকালীনই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন জঙ্গি নিহত হয়৷ গত কয়েক মাসে ১১২ জন জঙ্গি এবং ৭৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে৷ বর্তমানে রাষ্ট্রপতির শাসনাধীন  জম্মু-কাশ্মীরের  অসামরিক প্রশাসনের সঙ্গেও রাজ্যের আইন-শৃংখলা নিয়ে পৃথক বৈঠক করেন অমিত শাহ৷বিশেষ করে পুলওয়ামা কাণ্ডের পর জঙ্গি নিধনে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখেন তিনি৷ বিচ্ছিন্নতাবাদী হুরিয়াত নেতাদেরও দেওয়া হয় শান্তি সমাধানের বার্তা৷ তাদের কাছ থেকেও পাওয়া গেছে ইতিবাচক সাড়া৷ এমনটাই বলা হচ্ছে৷

জঙ্গি তত্পরতা যেভাবে বেড়ে চলেছে তাতে কাশ্মীর উপত্যকার স্কুল পড়ুয়ারা নিরাপত্তাহীনতায় ভুগছে৷ স্কুলে যেতে ভয় পাচ্ছে৷ যত্রতত্র বোমাবাজি, গুলিবর্ষণ, পাথর বৃষ্টি, যখন তখন কারফিউ, ধর্মঘট তো লেগেই আছে৷ ফলে স্কুল পড়ুয়াদের লেখাপড়া ব্যাহত হচ্ছে৷ গত কয়েক মাসে ১৭টি সরকারি স্কুল ও চারটি বেসরকারি স্কুল জ্বালিয়ে দেওয়া হয়েছে৷ আগুন লাগানো হচ্ছে রাতের দিকে৷ এছাড়া শ্রীনগরে অনেক ভালো ভালো স্কুলবিল্ডিং এখন আধা-সামরিক বাহিনীর থাকার জায়গা৷

কাশ্মীরি ছাত্র সংগঠন একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছিয়ে দেবার জন্য আদালতের দ্বারস্থ হয়৷ কারণ সিলেবাসের ৪০ শতাংশও পড়ানো হয়নি৷এছাড়া লস্কর-ই-তৈয়বাও রাজ্যের শিক্ষামন্ত্রীকে উপত্যকার স্কুল-কলেজ না খোলার হুঁশিয়ারি দিয়েছে৷ অনুরূপ হুমকি দেওয়া হয় কাশ্মীর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও৷ ফলে প্রায় ২০ লাখ কাশ্মীরি পড়ুয়ার ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন৷

কাশ্মীরের বর্তমান পরিস্থিতিতে অন-লাইনে টিচিং ছাড়া অন্য কোনো বিকল্প নেই: উদয়ন বন্দোপাধ্যায়

This browser does not support the audio element.

এই প্রসঙ্গে বিশিষ্ট অধ্যাপক উদয়ন বন্দোপাধ্যায়ের কাছে জানতে চাইলে ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘অনলাইন কোচিংয়ের মাধ্যমে এবং অনলাইনে পরীক্ষা দেবে- কেন্দ্রীয় সরকার এমন ব্যবস্থা করতে পারলে খুবই ভালো হয়৷ কার্যত সারা দেশেই এখন অনলাইনের সুবিধা আছে৷ সর্বভারতীয় সব পরীক্ষা তো অনলাইনেই হয়৷ তবে অনলাইন পরীক্ষার জন্য একটা সেন্টার করতে হবে কেন্দ্রীয় সরকারকে৷ সেখানে সবাইকে এসে পরীক্ষা দিতে হবে৷ বাড়িতে বসে নয়৷ প্রত্যেক লোকালিটিতে সেন্টার থাকবে এবং পরীক্ষার দিনগুলিতে সেখানে থাকবে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা৷ কাশ্মীরে কিভাবে হবে সেটা ঠিক করবে কেন্দ্রীয় সরকার৷ তবে টিচিং পুরোপুরি অনলাইনে করার সুবিধা বেশি৷ কাজেই কাশ্মীরের বর্তমান পরিস্থিতিতে অন্য কোনো বিকল্প নেই৷''

এভাবে সিলেবাস কমপ্লিট করা যাবে কিনা জানতে চাইলে তিনি বললেন, ‘‘অনায়াসেই তা করা যায়৷ আমরা যেসব মেটেরিয়াল তৈরি করি, তা অনলাইনের জন্যই৷  ক্লাস টিচিংয়ের থেকে বেশি দেওয়া যায়৷ অনেক বেশি মেটেরিয়াল আপলোড করা যায়, যেটা ক্লাসরুমে হয় না৷ আমরা বলে দেই কী কী প্রশ্ন আসতে পারে৷ কিভাবে উত্তর লিখতে হবে ইত্যাদি৷ কাশ্মীরে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে পারে না বা নিতে সমস্যা আছে, তাঁদের ক্ষেত্রে অনলাইন এক আশীর্বাদ৷ তবে ইন্টারেকশনটা হয় না৷''

কাশ্মীর থেকে ফিরে এসে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে সংসদে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বলেন, সন্ত্রাস দমন অভিযান অব্যাহত থাকবে এবং তা আরো কঠোর করা হবে৷ রোগ দমনে দরকার পড়লে যেমন কড়া ওষুধ দিতে হয়, তেমনি জঙ্গি দমনের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য৷ পাশাপাশি জম্মু-কাশ্মীর সংরক্ষণ আইন সংশোধনের কথাও বলেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ