1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামি ওয়াইনহাউস

২ আগস্ট ২০১২

সমকালীন পপ-সৌল সংগীতাঙ্গনে এক অসাধারণ জনপ্রিয় সংগীত তারকা ছিলেন অ্যামি ওয়াইনহাউস৷ ২৩শে জুলাই ছিল প্রতিভাবান ব্রিটিশ এই সংগীত শিল্পীর প্রথম মৃত্যু বার্ষিকী৷

Singer Amy Winehouse performs at the V Festival in Hylands Park, Chelmsford, Essex near London on Sunday, August 17, 2008. Photo: Scott Taylor/Starstock/Photoshot +++(c) dpa - Report+++ Keine Verwendung in China, Taiwan, Macao und Hongkong, No usage in China, Taiwan, Macao and Hongkong
ছবি: picture-alliance/dpa

২০০৩ সালে প্রথম অ্যালবাম ‘ফ্র্যাঙ্ক'-এর মধ্য দিয়ে সমকালীন সৌল সংগীতের অঙ্গনে, গীতিকার, সুরকার ও গায়িকা অ্যামি ওয়াইনহাউস'এর সফল আত্মপ্রকাশ৷ ইংল্যান্ড সহ আরো বহু দেশে হিট অ্যালবামের তালিকায় প্রথম দিকে স্থান অধিকার করে এবং দুটি ব্রিট পুরস্কারের জন্য মনোনীত হয় এই অ্যালবাম৷

২০০৬ সালে তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘ব্যক টু ব্লেক'-এর মধ্য দিয়ে, বিশ্ব সংগীতাঙ্গনের দৃষ্টি আকর্ষণ করেন অ্যামি৷ পাঁচটি গ্র্যামি পুরস্কারে ভূষিত হয় এই অ্যালবাম৷ বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক কনসার্টের মধ্য দিয়ে তিনি জয় করেন অসংখ্য সংগীত অনুরাগীর হৃদয়৷

অ্যামি ওয়াইনহাউস'এর জন্ম ১৯৮৩ সালের ১৪ই সেপ্টেম্বর লন্ডনে৷ ছোট বেলা থেকেই জ্যাজ সংগীতের প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ৷ প্রথমে ‘সিলভিয়া ইয়াং থিয়েটার স্কুল' এবং পরে ‘ব্রিট স্কুল'-এ সংগীত শিক্ষা লাভ করেন তিনি৷ ১৩ বছর বয়সে পান তাঁর প্রথম গিটার এবং তার পরের বছর থেকেই শুরু হয় তাঁর সংগীত রচনা৷ ২০০০ সালে ‘ন্যাশনাল ইয়থ জ্যাজ অর্কেস্ট্রা'-য় গায়িকা হিসেবে যোগ দেন অ্যামি৷ একক সংগীত শিল্পী হিসেবে লন্ডনের বিভিন্ন ক্লাবে সংগীত পরিবেশন করেন৷ ১৮ বছর বয়সে প্রথম ‘আইল্যান্ড রেকর্ডস'-এর সাথে চুক্তিবদ্ধ হন অ্যামি৷ ২০ বছর বয়সে প্রথম অ্যালবাম প্রকাশ হওয়ার পর থেকেই শুরু হয় সংগীত জগতে তাঁর বাঁধ ভাঙ্গা জনপ্রিয়তা৷

ছবি: dapd

সংগীত জীবনের অল্প সময়ে এই শিল্পী তাঁর কাব্যিক-সুরেলা কণ্ঠে ব্লুজ, জ্যাজ ও সৌল সংগীতের ছোয়ায় এক নতুন স্বাদের সুদক্ষ ও সৃজনশীল সংগীত উপহার দিয়েছেন তাঁর অসংখ্য অনুরাগীদের৷ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি৷ কিন্তু সংগীত ও সাফল্যের পাশাপাশি অতিরিক্ত মাদকাসক্তি ছিল তাঁর নিত্যদিনের সঙ্গি৷ তারই পরিণতি, ২০১১ সালের ২৩শে জুলাই, মাত্র ২৭ বছর বয়সে লন্ডনে তাঁর নিজের ফ্লেটে মৃত্যুর কোলে ঢলে পড়েন সংগীত প্রতিভা অ্যামি ওয়াইনহাউস৷

প্রতিবেদন: মারুফ আহমদ
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ