পরিবহন শ্রমিকরা আন্দোলন করলেও নতুন সড়ক আইন সংশোধনের পক্ষে নন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন৷ ঢাকায় ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ফেসবুকে লাইভ আলোচনায় একথা বলেন তিনি৷
বিজ্ঞাপন
সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারানোর পর থেকে নিরাপদ সড়কের দাবিতে দুই যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন৷ ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)' নামে একটি সংগঠনের ব্যানারে রাজপথ নিরাপদ করার আন্দোলনের প্রধান কাণ্ডারি তিনি৷
ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনকে ঢাকায় নিসচার কার্যালয়ে দেয়া সাক্ষাৎকারে নতুন সড়ক পরিবহন আইন দ্রুত বাস্তবায়নের প্রতি জোর দেন ইলিয়াস কাঞ্চন৷ তিনি বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী নতুন আইনটি সংশোধনের কথা বললেও আমি সেই সংশোধনের পক্ষে নই৷ আইনটি দীর্ঘ প্রতিক্ষার পর পাস হয়েছে৷ মাননীয় রাষ্ট্রপতি এটায় সই করেছেন৷ মাননীয় সাংসদরা এটাকে সংসদে পাশ করেছেন৷
‘‘মাননীয় প্রধানমন্ত্রী নিজের মুখে আইনটিকে বাস্তবায়ন করতে বলেছেন৷ ফলে, আইনটিকে বাস্তবায়ন করতে হবে৷''
প্রসঙ্গত, সম্প্রতি পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘটের সময় ইলিয়াস কাঞ্চনকে নিয়ে কিছু নেতিবাচক প্রচারণা চালানো হয়৷ এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, শ্রমিকদের তাঁর সম্পর্কে ভুল বুঝিয়ে এসব করানো হয়৷
যশোরের এক ঘটনার কথা উল্লেখ করে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই চলচ্চিত্র অভিনেতা বলেন, ‘‘একবার এক অনুষ্ঠানে এক পরিবহন শ্রমিক নেতা আমাকে বলেন যে আমাদের নেতারা আমাদেরকে যেভাবে আপনার সম্পর্কে ভুল বুঝিয়েছে, তাতে আমি একবার এরকম সিদ্ধান্ত নিয়েছিলাম যে আপনাকে রাস্তায় পেলে আপনার উপর দিয়ে গাড়ি উঠিয়ে দেবো৷ কিন্তু আজকে যদি আপনার অনুষ্ঠানে না আসতাম তাহলে সেই ভুল কোনদিন ভাঙতো না৷''
ডয়চে ভেলের সঙ্গে আলোচনার সময় অনেক দর্শকের প্রশ্নের উত্তরও দিয়েছেন ইলিয়াস কাঞ্চন৷ পুরো ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে৷
নতুন আইনে সড়কে যা করা যাবে না
এক নভেম্বর থেকে কার্যকর হয়েছে সড়ক পরিবহন আইন ২০১৮৷ যেখানে বাড়ানো হয়েছে অপরাধের শাস্তি ও জরিমানার পরিমান৷ জেনে রাখুন তার কিছু তথ্য৷
ছবি: DW/M. rahman
নতুন আইন যেভাবে
গত বছর বাসের চাপায় দুই স্কুল ছাত্রীর মৃত্যুর পর ঢাকায় শুরু হয় শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলন৷ এরপর শাস্তির বিধান কঠোর করে সড়ক পরিবহন আইন, ২০১৮ প্রণয়ন করে সরকার৷ ১ নভেম্বর থেকে তা কার্যকরের জন্য ২২ অক্টোবর প্রজ্ঞাপন জারি হয়৷
ছবি: Getty Images/AFP/M. uz Zaman
শুরুতেই জটিলতা
আইনটি বাস্তবায়নে শুরুতেই দেখা দেয় জটিলতা৷ ট্রাফিক পুলিশের সফটওয়্যার আপডেট না করায় নতুন হারে জরিমানা আদায় করা যায়নি এক নভেম্বর থেকে৷ তৈরি হয়নি আইনের প্রয়োজনীয় বিধিমালাও৷ আইনের প্রয়োগ তাই শুরু হচ্ছে পরবর্তী সপ্তাহ থেকে৷
ছবি: bdnews24.com/Abdullah Al Momin
লাইসেন্স ছাড়া গাড়ি
গাড়ি চালাতে হলে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ না হলে ভোগ করতে ৬ মাসের কারাদণ্ড বা ২৫ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ড৷
ছবি: Bdnews24.com
লাইসেন্স হস্তান্তর
একজনের ড্রাইভিং লাইসেন্স আরেকজনকে দেয়া যাবে না৷ এজন্য এক মাসের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে৷
ছবি: DW/M. Mamun
লাইসেন্স লাগবে কন্ডাক্টরেরও
গণপরিবহনে কন্ডাক্টরের জন্যেও লাইসেন্স লাগবে৷ লাইসেন্স ছাড়া কেউ এই দায়িত্ব পালন করলে তার এক মাসের জেল, পাঁচ হাজার টাকা পরিমানা হতে পারে৷
ছবি: DW/M. Mostafigur Rahman
নিবন্ধন ছাড়া গাড়ি
নিবন্ধন ছাড়া কোন মোটরযান ব্যবহার করলে শাস্তি ছয় মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা৷
ছবি: DW/M. R. Rahman
ফিটনেস সনদ
ফিটনেস সনদ ছাড়া, মেয়াদোত্তীর্ণ সনদ ব্যবহার করে বা ঝুঁকিপূর্ণ মোটরযান চালালে ছয় মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানার মুখে পড়তে হতে পারে৷
ছবি: DW/Muhammad Mostafigur Rahman
অবৈধ স্থাপনা
মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণের শাস্তি দুই বছর জেল ও পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা৷
ছবি: bdnews24.com/M.Z. Ovi
রাস্তা পারাপারে সাবধান
মোটরযান এবং পথচারীদের চলাচলে ট্রাফিক সাইন বা সংকেত মেনে চলতে হবে৷ জেব্রা ক্রসিং, ফটওভার ব্রিজ, আন্ডারপাস সুবিধা থাকলে সেগুলো ব্যবহার করে পথচারীদের পারাপার হতে হবে৷ না হলে এক মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা গুণতে হবে৷
ছবি: DW/M. rahman
অতিরিক্ত ভাড়া আদায়
গণপরিবহনে ভাড়ার তালিকা প্রদর্শন করতে হবে৷ এর বরখেলাপ বা অতিরিক্ত ভাড়া আদায় করলে এক মাসের জেল, ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে৷
ছবি: DW/M. Mostafigur Rahman
প্রথমবার অপরাধ
ডিএমপি কমিশনার জানিয়েছেন, সড়ক পরিবহন আইনে অপরাধের দায়ে কাউকে জরিমানা করা হলে সেক্ষেত্রে আপিলের সুযোগ আছে৷ প্রথমবার কেউ অপরাধ করলে তাকে সহনীয় পর্যায়ে জরিমানা করা হবে৷
ছবি: bdnews24.com/Abdullah Al Momin
পোশাকে থাকবে ক্যামেরা
আইন কার্যকর ঠিকমতো করা হচ্ছে কিনা সেজন্য সার্জেন্টের পোশাকে ক্যামেরা লাগানো থাকবে বলে জানান ডিএমপি কমিশনার৷ সেটি বন্ধ থাকলে বুঝে নেয়া হবে, ‘‘অবৈধ কাজের জন্য ক্যামেরা বন্ধ ছিল’’৷