1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নতুন সড়ক আইন বাস্তবায়ন করতে হবে’

আরাফাতুল ইসলাম | সমীর কুমার দে
২৪ নভেম্বর ২০১৯

পরিবহন শ্রমিকরা আন্দোলন করলেও নতুন সড়ক আইন সংশোধনের পক্ষে নন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন৷ ঢাকায় ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ফেসবুকে লাইভ আলোচনায় একথা বলেন তিনি৷

ফাইল ফটোছবি: bdnews24.com

সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারানোর পর থেকে নিরাপদ সড়কের দাবিতে দুই যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন৷ ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)' নামে একটি সংগঠনের ব্যানারে রাজপথ নিরাপদ করার আন্দোলনের প্রধান কাণ্ডারি তিনি৷

ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনকে ঢাকায় নিসচার কার্যালয়ে দেয়া সাক্ষাৎকারে নতুন সড়ক পরিবহন আইন দ্রুত বাস্তবায়নের প্রতি জোর দেন ইলিয়াস কাঞ্চন৷ তিনি বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী নতুন আইনটি সংশোধনের কথা বললেও আমি সেই সংশোধনের পক্ষে নই৷ আইনটি দীর্ঘ প্রতিক্ষার পর পাস হয়েছে৷ মাননীয় রাষ্ট্রপতি এটায় সই করেছেন৷ মাননীয় সাংসদরা এটাকে সংসদে পাশ করেছেন৷

‘‘মাননীয় প্রধানমন্ত্রী নিজের মুখে আইনটিকে বাস্তবায়ন করতে বলেছেন৷ ফলে, আইনটিকে বাস্তবায়ন করতে হবে৷''

প্রসঙ্গত, সম্প্রতি পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘটের সময় ইলিয়াস কাঞ্চনকে নিয়ে কিছু নেতিবাচক প্রচারণা চালানো হয়৷ এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, শ্রমিকদের তাঁর সম্পর্কে ভুল বুঝিয়ে এসব করানো হয়৷

যশোরের এক ঘটনার কথা উল্লেখ করে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই চলচ্চিত্র অভিনেতা বলেন, ‘‘একবার এক অনুষ্ঠানে এক পরিবহন শ্রমিক নেতা আমাকে বলেন যে আমাদের নেতারা আমাদেরকে যেভাবে আপনার সম্পর্কে ভুল বুঝিয়েছে, তাতে আমি একবার এরকম সিদ্ধান্ত নিয়েছিলাম যে আপনাকে রাস্তায় পেলে আপনার উপর দিয়ে গাড়ি উঠিয়ে দেবো৷ কিন্তু আজকে যদি আপনার অনুষ্ঠানে না আসতাম তাহলে সেই ভুল কোনদিন ভাঙতো না৷''

ডয়চে ভেলের সঙ্গে আলোচনার সময় অনেক দর্শকের প্রশ্নের উত্তরও দিয়েছেন ইলিয়াস কাঞ্চন৷ পুরো ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ